কামাল হোসেন, কয়রা
খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যাসংখ্যার প্রায় তিন গুণ বেশি রোগী ভর্তি আছে। এ কারণে সেবা নিতে আসা রোগীদের ওয়ার্ডে জায়গা না পেয়ে থাকতে হচ্ছে বারান্দা ও মেঝেতে। ফলে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।
জানা গেছে, কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি ভবন রয়েছে। একটি ৩১ শয্যা ও অন্যটি ১৯ শয্যাবিশিষ্ট। গত বছরের জুলাই মাসে ৩১ শয্যাবিশিষ্ট ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে ভেঙে ফেলা হয়েছে। তার স্থলে নতুন ভবন তৈরি না হওয়ায় ১৯ শয্যাবিশিষ্ট ভবনে চলছে ৫০ শয্যার সেবা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৯৬৪ সালে ৩১ শয্যাবিশিষ্ট দ্বিতল ভবন দিয়ে কার্যক্রম শুরু করে স্বাস্থ্য কমপ্লেক্সটি। পরবর্তীকালে ১৯ শয্যার জন্য ২০১১ সালে তিনতলা বিশিষ্ট আরও একটি ভবন নির্মিত হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯টি চিকিৎসক পদের বিপরীতে চিকিৎসক আছেন মাত্র ১৩ জন। তাঁদের মধ্যে ৩ জন প্রেষণে খুলনা জেলা সদরে রয়েছেন।
গত সোমবার দেখা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যার ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের জন্য জায়গাটি পড়ে রয়েছে। ১৯ শয্যার ভবনে চলছে চিকিৎসাসেবা। ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার বারান্দায়, মেঝে, চিলিকোঠায়, ওটি রুমের সামনে ও ডেলিভারি রুমের পাশে রাখা হয়েছে রোগীদের। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় রোগীদের মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীর আত্মীয়স্বজনকে। দ্বিতীয় তলায় বাথরুম না থাকায় নিচতলায় গিয়ে ব্যবহার করতে হচ্ছে তাদের।
সড়ক দুর্ঘটনায় আহত মাদারবাড়ীয়া গ্রামের আহাম্মদ আলী সানা (৭০) বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। রুমে কোনো জায়গা না পেয়ে বারান্দায় থেকে চিকিৎসা নিচ্ছি। এর মধ্য দিয়ে লোকজন যাওয়া-আসা করায় সমস্যা হচ্ছে। বারান্দায় ফ্যান না থাকায় খুব কষ্ট হচ্ছে এবং মানুষের ঝামেলায় ঘুমও আসছে না।’ পেটের সমস্যা নিয়ে ভর্তি বারোপোতা গ্রামের ফতেমা খাতুন (৪০) বলেন, ‘নারী-পুরুষ সব এক জায়গায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে। আলাদা কোনো ব্যবস্থা নেই। কী আর করার। দ্বিতীয় তলায় বাথরুম না থাকায় সব চেয়ে কষ্ট হচ্ছে নিচতলায় গিয়ে বাথরুম ব্যবহার করতে।’
সিনিয়র নার্স শ্যামলী বলেন, ‘ভবনের সংকটে বারান্দা, মেঝে ও যেখানে একটু জায়গা খালি আছে, সেখানেই রোগীকে রাখতে হচ্ছে। চিকিৎসা দিতে আমাদের বিব্রত অবস্থায় পড়তে হচ্ছে। কী আর করার, এভাবেই চলতে হচ্ছে।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদীপ বালা বলেন, ‘১৯৬৪ সালে নির্মিত ভবনটি পরিত্যক্ত হওয়ায় ভেঙে ফেলা হয়েছে। বর্তমানে রোগীদের সেবা দিতে আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। নতুন ভবন অনুমোদন হলেও নির্মাণ করতে কত দিন লাগবে, জানি না। সে কারণে উপজেলা সমন্বয় মিটিংয়ে বিকল্প একটা ব্যবস্থা করার কথা বলা হয়েছে।’ খুলনা সিভিল সার্জন সুজাত আহমেদ জানান, নতুন ভবন অনুমোদন হয়ে গেছে। খুব তাড়াতাড়ি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ভবন নির্মাণের কাজ শুরু করা হবে।
খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যাসংখ্যার প্রায় তিন গুণ বেশি রোগী ভর্তি আছে। এ কারণে সেবা নিতে আসা রোগীদের ওয়ার্ডে জায়গা না পেয়ে থাকতে হচ্ছে বারান্দা ও মেঝেতে। ফলে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।
জানা গেছে, কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি ভবন রয়েছে। একটি ৩১ শয্যা ও অন্যটি ১৯ শয্যাবিশিষ্ট। গত বছরের জুলাই মাসে ৩১ শয্যাবিশিষ্ট ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে ভেঙে ফেলা হয়েছে। তার স্থলে নতুন ভবন তৈরি না হওয়ায় ১৯ শয্যাবিশিষ্ট ভবনে চলছে ৫০ শয্যার সেবা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৯৬৪ সালে ৩১ শয্যাবিশিষ্ট দ্বিতল ভবন দিয়ে কার্যক্রম শুরু করে স্বাস্থ্য কমপ্লেক্সটি। পরবর্তীকালে ১৯ শয্যার জন্য ২০১১ সালে তিনতলা বিশিষ্ট আরও একটি ভবন নির্মিত হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯টি চিকিৎসক পদের বিপরীতে চিকিৎসক আছেন মাত্র ১৩ জন। তাঁদের মধ্যে ৩ জন প্রেষণে খুলনা জেলা সদরে রয়েছেন।
গত সোমবার দেখা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যার ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের জন্য জায়গাটি পড়ে রয়েছে। ১৯ শয্যার ভবনে চলছে চিকিৎসাসেবা। ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার বারান্দায়, মেঝে, চিলিকোঠায়, ওটি রুমের সামনে ও ডেলিভারি রুমের পাশে রাখা হয়েছে রোগীদের। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় রোগীদের মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীর আত্মীয়স্বজনকে। দ্বিতীয় তলায় বাথরুম না থাকায় নিচতলায় গিয়ে ব্যবহার করতে হচ্ছে তাদের।
সড়ক দুর্ঘটনায় আহত মাদারবাড়ীয়া গ্রামের আহাম্মদ আলী সানা (৭০) বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। রুমে কোনো জায়গা না পেয়ে বারান্দায় থেকে চিকিৎসা নিচ্ছি। এর মধ্য দিয়ে লোকজন যাওয়া-আসা করায় সমস্যা হচ্ছে। বারান্দায় ফ্যান না থাকায় খুব কষ্ট হচ্ছে এবং মানুষের ঝামেলায় ঘুমও আসছে না।’ পেটের সমস্যা নিয়ে ভর্তি বারোপোতা গ্রামের ফতেমা খাতুন (৪০) বলেন, ‘নারী-পুরুষ সব এক জায়গায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে। আলাদা কোনো ব্যবস্থা নেই। কী আর করার। দ্বিতীয় তলায় বাথরুম না থাকায় সব চেয়ে কষ্ট হচ্ছে নিচতলায় গিয়ে বাথরুম ব্যবহার করতে।’
সিনিয়র নার্স শ্যামলী বলেন, ‘ভবনের সংকটে বারান্দা, মেঝে ও যেখানে একটু জায়গা খালি আছে, সেখানেই রোগীকে রাখতে হচ্ছে। চিকিৎসা দিতে আমাদের বিব্রত অবস্থায় পড়তে হচ্ছে। কী আর করার, এভাবেই চলতে হচ্ছে।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদীপ বালা বলেন, ‘১৯৬৪ সালে নির্মিত ভবনটি পরিত্যক্ত হওয়ায় ভেঙে ফেলা হয়েছে। বর্তমানে রোগীদের সেবা দিতে আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। নতুন ভবন অনুমোদন হলেও নির্মাণ করতে কত দিন লাগবে, জানি না। সে কারণে উপজেলা সমন্বয় মিটিংয়ে বিকল্প একটা ব্যবস্থা করার কথা বলা হয়েছে।’ খুলনা সিভিল সার্জন সুজাত আহমেদ জানান, নতুন ভবন অনুমোদন হয়ে গেছে। খুব তাড়াতাড়ি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ভবন নির্মাণের কাজ শুরু করা হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে