Ajker Patrika

ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন

রংপুর প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২২, ১৬: ৩৮
ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন

তারাগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণের মামলায় আতিকুল ইসলাম নামের এক ইমামকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আলী আহমেদ এই আদেশ দেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) তাইয়েজুর রহমান লাইজু জানান, তারাগঞ্জের ১০ বছরের এক মেয়েকে ধর্ষণ করেন মেনানগর পূর্ব জুম্মাপাড়া এলাকার আতিকুল ইসলাম। তিনি স্থানীয় মসজিদের ইমাম। শিশুটি তাঁর কাছে প্রাইভেট পড়াত। এই সুযোগে শিশুটিকে মসজিদে থাকার রুমে নিয়ে ২০২০ সালের ১১ এপ্রিল সকালে ধর্ষণ করেন ওই ইমাম। এ ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকিও দেন।

বাসায় যাওয়ার পর শিশুটির প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হলে বিষয়টি জানাজানি হয়। তখন এলাকাবাসী আতিকুলকে আটক করে পুলিশে দেয়। সেই সঙ্গে গুরুতর অবস্থায় শিশুটিকে প্রথমে তারাগঞ্জ হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা মামলা করলে পুলিশ তদন্ত করে অভিযোগপত্র দেয়। মামলায় ১০ জন আদালতে সাক্ষ্য দেন। সাক্ষীদের জেরা ও শুনানি শেষে বিচারক আসামি আতিকুলকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত