মানুষ কি পারবে রোবটের সঙ্গে

মোশারফ হোসেন, ঢাকা
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ০৪: ১১
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৪: ২৮

প্রযুক্তি উদ্যোক্তা মার্ক বোম্যান হঠাৎ তার কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট প্যালকে পরিত্যক্ত ঘোষণা করে নতুন ধরনের রোবট বানানোর সিদ্ধান্ত নেয়। এতে বিগড়ে যায় প্যাল। সিদ্ধান্ত নেয় সে এর প্রতিশোধ নেবে। প্যাল রোবটদের নির্দেশ দেয় সব মানুষকে ধরে মহাশূন্যে ছুড়ে ফেলতে।

রোবটগুলো প্রায় সব মানুষকে ধরে নিয়ে গেলেও হাত থেকে ফসকে যায় মিচেল পরিবারের চার সদস্য। ক্যাসসাসের একটি ক্যাফেতে বসে ছিল তারা। বাবা রিক মিচেল সবাইকে ক্যাফের ভেতরেই লুকিয়ে থাকতে বলে। কিন্তু মেয়ে ক্যাটি মনে করে এখন তাদের ওপর মহান দায়িত্ব। মানবজাতিকে বাঁচাতে হলে তাদের লড়াই করতে হবে প্যাল ও তার রোবটদের সঙ্গে। দুটি ত্রুটিপূর্ণ রোবট থেকে তারা জানতে পারে, প্যালকে থামাতে হলে তাদের একটি ‘কিল কোড’ ব্যবহার করতে হবে। আর এ কোডটি প্যালের চিপে আপলোড করতে পারলেই সব বন্ধ হবে।

এমন দুসাধ্য কাজ সাধন করতে রিক, লিন্ডা, অ্যারন ও ক্যাটি মিচেল পা বাড়ায় প্যালের প্রধান কার্যালয়ে।

প্যালের কার্যালয়ের নিরাপত্তাবেষ্টনী ভেদ করে মিশেলরা কি সত্যিই প্যালের চিপে কিল কোড আপলোড করতে পারবে! আর এই অভিযান সফল করে তারা কি পারবে মানবজাতিকে রোবটদের নির্মমতার হাত থেকে মুক্তি দিতে!

এসব প্রশ্নের উত্তর পেতে আর দেরি না করেই দেখে ফেলো মাইক রিয়ান্ডার ছবি ‘দ্য মিচেলস ভার্সেস দ্য মেশিনস’।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত