Ajker Patrika

প্রকৃত স্বপ্ন কখনো ব্যর্থ হয় না: ভিসি রফিক উল্লাহ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১২: ১৫
প্রকৃত স্বপ্ন কখনো ব্যর্থ হয় না: ভিসি রফিক উল্লাহ

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিক উল্লাহ খান বলেছেন, ‘শুধু সার্টিফিকেট দিয়ে কোনো লাভ হবে না। স্বপ্ন দেখতে হবে বড় করে। যে স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছেন। যে স্বপ্ন আমাদের জ্ঞাণী-গুণীরা দেখেছেন, যে স্বপ্ন মনীষীরা দেখেছেন, সেই স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন হচ্ছে একটা ধ্যান। প্রকৃত স্বপ্ন কখনো ব্যর্থ হয় না, ভুল স্বপ্নগুলোই ব্যর্থ হয়।

গত শুক্রবার বিকেলে কেন্দুয়া উপজেলার পাইকুড়া কানীবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য এসব কথা বলেন। ‘অধ্যক্ষ মাওলানা আবদুস সোবহান স্মৃতি ফাউন্ডেশন’ এর উদ্যোগে মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও রত্নগর্ভা মায়েদের সম্মাননা প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রয়াত অধ্যক্ষ মাওলানা আবদুস সোবহান প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ও ইউএস বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক মো. আজিজুল ইসলামের বাবা। এর আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা।

সংগঠনের সভাপতি মো. বদরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রফিক উল্লাহ খান। প্রধান বক্তা হিসেবে আলোচনায় অংশ নেন মনোরোগ বিশেষজ্ঞ ও ইউএস বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক মো. আজিজুল ইসলাম।

আজিজুল ইসলাম বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার আলো ছাড়া কোনো জাতিরই উন্নতি করা সম্ভব নয়। আর সেটাই আমার বাবা মনে ধারণ করতেন। এর জন্যই তিনি শিক্ষার আলো জ্বালানো এবং মানুষকে আলোর পথে নিয়ে যাওয়ার কাজ করে গেছেন। তাই এলাকার জনগণের কল্যাণের জন্যই এই ফাউন্ডেশন। আমরা সব সময় এলাকার মানুষের পাশে থাকব।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মইনউদ্দিন খন্দকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবাদুর রহমান, পৌর মেয়র আসাদুল হক ভূঁইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মো. ইসলাম উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুল হাসান ভূঁইয়া প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সম্পাদক মো. ফখরুল ইসলাম। অনুষ্ঠানে রত্নগর্ভা মা সম্মাননা পান গোলসাহেরা খাতুন ও রওশন আরা বেগম। সংগঠনটির পক্ষ থেকে তাঁদের এই সম্মাননা জানানো হয়। এ ছাড়া মেধাযাচাই প্রতিযোগিতায় বিজয়ী অন্তত ৩০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে মহামূল্যবান বই, নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত