লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরের বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার শোচনীয় পরাজয় হয়েছে। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হন পারভিন আক্তার বানু। কিন্তু নির্বাচনে হেরে গেছেন উপজেলার ১০টি ইউপির একমাত্র নারী প্রার্থী।
গত রোববার নির্বাচনে নৌকা প্রতীকে পারভিন আক্তার বানু ১ হাজার ৫১৪ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিন্টু আনারস প্রতীকে ৪ হাজার ৮৫১ ভোট পেয়েছেন। তিনি মাত্র ১৪ ভোটের ব্যবধানে হেরেছেন। এই ইউপিতে সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিদ্দিক আলী মিষ্টু ঘোড়া প্রতীকে ৪ হাজার ৮৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর বিদ্রোহী মোটরসাইকেল প্রতীকে আসলাম উদ্দিন পেয়েছেন মাত্র ৯৩০ ভোট। এর মধ্যে নৌকা প্রতীকে পারভিন আক্তার ও মোটরসাইকেল প্রতীকে আসলাম উদ্দিন জামানত হারিয়েছেন।
এই ইউনিয়নে মোট ভোটার ১৫ হাজার ৪১৩ জন। পুরুষ ৭ হাজার ৭৫৫ ও নারী ৭ হাজার ৬৫৮ জন। নির্বাচনে ভোট দিয়েছেন ১২ হাজার ৩৭২ জন। বাতিল ভোট ২১২টি। ভোট প্রদানের শতকরা হার ৮০ দশমিক ৩ ভাগ।
পারভিন আক্তার বানু বলেন, নৌকার বিপক্ষে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় তাঁর পরাজয় হয়েছে।
বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিন্টু বলেন, জনপ্রিয়তার শীর্ষে থাকা সত্ত্বেও অন্যায়ভাবে নৌকার প্রার্থিতা থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে। ষড়যন্ত্রের শিকার হয়েও মাত্র ১৪ ভোটে তিনি পরাজিত হয়েছেন।
উল্লেখ্য, মোছা পারভিন আকতার বানু লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে ২০১৯ সালে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তিনি বিলমাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের মহিলা সম্পাদক, ইউনিয়ন যুবলীগের মহিলা সম্পাদক, লালপুর উপজেলা যুবলীগের মহিলা সম্পাদক, উপজেলা যুব মহিলা লীগের সদস্য ছিলেন। ২০১৪ সাল থেকে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নাটোরের লালপুরের বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার শোচনীয় পরাজয় হয়েছে। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হন পারভিন আক্তার বানু। কিন্তু নির্বাচনে হেরে গেছেন উপজেলার ১০টি ইউপির একমাত্র নারী প্রার্থী।
গত রোববার নির্বাচনে নৌকা প্রতীকে পারভিন আক্তার বানু ১ হাজার ৫১৪ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিন্টু আনারস প্রতীকে ৪ হাজার ৮৫১ ভোট পেয়েছেন। তিনি মাত্র ১৪ ভোটের ব্যবধানে হেরেছেন। এই ইউপিতে সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিদ্দিক আলী মিষ্টু ঘোড়া প্রতীকে ৪ হাজার ৮৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর বিদ্রোহী মোটরসাইকেল প্রতীকে আসলাম উদ্দিন পেয়েছেন মাত্র ৯৩০ ভোট। এর মধ্যে নৌকা প্রতীকে পারভিন আক্তার ও মোটরসাইকেল প্রতীকে আসলাম উদ্দিন জামানত হারিয়েছেন।
এই ইউনিয়নে মোট ভোটার ১৫ হাজার ৪১৩ জন। পুরুষ ৭ হাজার ৭৫৫ ও নারী ৭ হাজার ৬৫৮ জন। নির্বাচনে ভোট দিয়েছেন ১২ হাজার ৩৭২ জন। বাতিল ভোট ২১২টি। ভোট প্রদানের শতকরা হার ৮০ দশমিক ৩ ভাগ।
পারভিন আক্তার বানু বলেন, নৌকার বিপক্ষে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় তাঁর পরাজয় হয়েছে।
বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিন্টু বলেন, জনপ্রিয়তার শীর্ষে থাকা সত্ত্বেও অন্যায়ভাবে নৌকার প্রার্থিতা থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে। ষড়যন্ত্রের শিকার হয়েও মাত্র ১৪ ভোটে তিনি পরাজিত হয়েছেন।
উল্লেখ্য, মোছা পারভিন আকতার বানু লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে ২০১৯ সালে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তিনি বিলমাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের মহিলা সম্পাদক, ইউনিয়ন যুবলীগের মহিলা সম্পাদক, লালপুর উপজেলা যুবলীগের মহিলা সম্পাদক, উপজেলা যুব মহিলা লীগের সদস্য ছিলেন। ২০১৪ সাল থেকে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ দিন আগে