পর্দার নতুন জুটি রোশান-ভাবনা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৮: ১৫
Thumbnail image

গত বছরের শেষ দিকে ঘোষণা এসেছিল ‘এক্সকিউজ মি’ সিনেমার। রায়হান খানের পরিচালনায় এ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জিয়াউল রোশান ও আশনা হাবিব ভাবনা। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে সিনেমার প্রথম লটের কাজ। তবে পরিবর্তন হয়ে গেছে সিনেমার নাম। ‘এক্সকিউজ মি’ বদলে নাম রাখা হয়েছে ‘পায়েল’। নির্মাতা জানান, এটি মূলত নারীকেন্দ্রিক গল্পের একটি সিনেমা, যার মুখ্য চরিত্রের নাম পায়েল। তাই নতুন করে নাম রাখা হয়েছে পায়েল। 

আশনা হাবিব ভাবনা বলেন, ‘অনেক দিন পর নারীকেন্দ্রিক কোনো বাণিজ্যিক ঘরানার সিনেমা নির্মিত হচ্ছে। গল্পটা মূলত আমাকে কেন্দ্র করে, তাই আগ্রহ নিয়ে কাজটা করছি।’
এ সিনেমায় প্রথমবারের মতো কোনো গানের সঙ্গে নাচলেন ভাবনা। গল্পের প্রয়োজনেই ‘ঝিলমিল ঝিলমিল’ শিরোনামের গানটি ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি। 

নতুন এ সিনেমা নিয়ে রোশান বলেন, ‘খুব গোছানো একটি কাজ হচ্ছে। একটা দৃশ্যের রেফারেন্স টেনেই বলছি। দৃশ্যটি বেশ জটিল মনে হয়েছিল আমার কাছে। ভাবছিলাম পরিচালক রায়হান ভাই এই দৃশ্যটি কীভাবে করবেন। পরে দেখলাম, তিনি তাঁর মেধা দিয়ে চমৎকারভাবে দৃশ্যটির শুটিং করলেন। আমি মুগ্ধ হয়ে গেলাম। আমার ধারণা, পুরো সিনেমাটি দেখার পর দর্শকও মুগ্ধ হবেন।’

সিনেমার একটি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর। তিনি বলেন, ‘গল্পটা এককথায় অসাধারণ। আমার চরিত্রটি নিয়েও ভীষণ আশাবাদী। চেষ্টা করছি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। সত্যি বলতে কি, অ্যারেঞ্জমেন্ট ভালো হলে কাজ করতে ভালো লাগে। এই সিনেমাটির শুটিং করে বেশ আরাম পাচ্ছি।’

পায়েল সিনেমায় আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, তানিয়া আহমেদ, শিবা শানু, শাহেদ আলী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত