বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত বছরের শেষ দিকে ঘোষণা এসেছিল ‘এক্সকিউজ মি’ সিনেমার। রায়হান খানের পরিচালনায় এ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জিয়াউল রোশান ও আশনা হাবিব ভাবনা। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে সিনেমার প্রথম লটের কাজ। তবে পরিবর্তন হয়ে গেছে সিনেমার নাম। ‘এক্সকিউজ মি’ বদলে নাম রাখা হয়েছে ‘পায়েল’। নির্মাতা জানান, এটি মূলত নারীকেন্দ্রিক গল্পের একটি সিনেমা, যার মুখ্য চরিত্রের নাম পায়েল। তাই নতুন করে নাম রাখা হয়েছে পায়েল।
আশনা হাবিব ভাবনা বলেন, ‘অনেক দিন পর নারীকেন্দ্রিক কোনো বাণিজ্যিক ঘরানার সিনেমা নির্মিত হচ্ছে। গল্পটা মূলত আমাকে কেন্দ্র করে, তাই আগ্রহ নিয়ে কাজটা করছি।’
এ সিনেমায় প্রথমবারের মতো কোনো গানের সঙ্গে নাচলেন ভাবনা। গল্পের প্রয়োজনেই ‘ঝিলমিল ঝিলমিল’ শিরোনামের গানটি ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি।
নতুন এ সিনেমা নিয়ে রোশান বলেন, ‘খুব গোছানো একটি কাজ হচ্ছে। একটা দৃশ্যের রেফারেন্স টেনেই বলছি। দৃশ্যটি বেশ জটিল মনে হয়েছিল আমার কাছে। ভাবছিলাম পরিচালক রায়হান ভাই এই দৃশ্যটি কীভাবে করবেন। পরে দেখলাম, তিনি তাঁর মেধা দিয়ে চমৎকারভাবে দৃশ্যটির শুটিং করলেন। আমি মুগ্ধ হয়ে গেলাম। আমার ধারণা, পুরো সিনেমাটি দেখার পর দর্শকও মুগ্ধ হবেন।’
সিনেমার একটি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর। তিনি বলেন, ‘গল্পটা এককথায় অসাধারণ। আমার চরিত্রটি নিয়েও ভীষণ আশাবাদী। চেষ্টা করছি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। সত্যি বলতে কি, অ্যারেঞ্জমেন্ট ভালো হলে কাজ করতে ভালো লাগে। এই সিনেমাটির শুটিং করে বেশ আরাম পাচ্ছি।’
পায়েল সিনেমায় আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, তানিয়া আহমেদ, শিবা শানু, শাহেদ আলী প্রমুখ।
গত বছরের শেষ দিকে ঘোষণা এসেছিল ‘এক্সকিউজ মি’ সিনেমার। রায়হান খানের পরিচালনায় এ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জিয়াউল রোশান ও আশনা হাবিব ভাবনা। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে সিনেমার প্রথম লটের কাজ। তবে পরিবর্তন হয়ে গেছে সিনেমার নাম। ‘এক্সকিউজ মি’ বদলে নাম রাখা হয়েছে ‘পায়েল’। নির্মাতা জানান, এটি মূলত নারীকেন্দ্রিক গল্পের একটি সিনেমা, যার মুখ্য চরিত্রের নাম পায়েল। তাই নতুন করে নাম রাখা হয়েছে পায়েল।
আশনা হাবিব ভাবনা বলেন, ‘অনেক দিন পর নারীকেন্দ্রিক কোনো বাণিজ্যিক ঘরানার সিনেমা নির্মিত হচ্ছে। গল্পটা মূলত আমাকে কেন্দ্র করে, তাই আগ্রহ নিয়ে কাজটা করছি।’
এ সিনেমায় প্রথমবারের মতো কোনো গানের সঙ্গে নাচলেন ভাবনা। গল্পের প্রয়োজনেই ‘ঝিলমিল ঝিলমিল’ শিরোনামের গানটি ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি।
নতুন এ সিনেমা নিয়ে রোশান বলেন, ‘খুব গোছানো একটি কাজ হচ্ছে। একটা দৃশ্যের রেফারেন্স টেনেই বলছি। দৃশ্যটি বেশ জটিল মনে হয়েছিল আমার কাছে। ভাবছিলাম পরিচালক রায়হান ভাই এই দৃশ্যটি কীভাবে করবেন। পরে দেখলাম, তিনি তাঁর মেধা দিয়ে চমৎকারভাবে দৃশ্যটির শুটিং করলেন। আমি মুগ্ধ হয়ে গেলাম। আমার ধারণা, পুরো সিনেমাটি দেখার পর দর্শকও মুগ্ধ হবেন।’
সিনেমার একটি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর। তিনি বলেন, ‘গল্পটা এককথায় অসাধারণ। আমার চরিত্রটি নিয়েও ভীষণ আশাবাদী। চেষ্টা করছি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। সত্যি বলতে কি, অ্যারেঞ্জমেন্ট ভালো হলে কাজ করতে ভালো লাগে। এই সিনেমাটির শুটিং করে বেশ আরাম পাচ্ছি।’
পায়েল সিনেমায় আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, তানিয়া আহমেদ, শিবা শানু, শাহেদ আলী প্রমুখ।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪