Ajker Patrika

হ‌ুমায়ূন আহমেদের জন্মদিনে নানা আয়োজন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
হ‌ুমায়ূন আহমেদের জন্মদিনে নানা আয়োজন

নন্দিত কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের ৭৪তম জন্মদিন আজ ১৩ নভেম্বর। এ উপলক্ষে লেখকের গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুরে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লেখকের স্বপ্নের স্কুল শহীদ স্মৃতি বিদ্যাপীঠ কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করে। 
শহীদ স্মৃতি বিদ্যাপীঠ সূত্রে জানা গেছে, প্রয়াত হ‌ুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে সকালে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষার্থীরা পবিত্র কোরআন খতম করবে।

 এরপর পর্যায়ক্রমে স্কুল প্রাঙ্গণ থেকে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী ও হ‌ুমায়ূন ভক্তদের আনন্দ শোভাযাত্রা, হ‌ুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এ ছাড়া লেখকের জীবন ও কর্ম নিয়ে আলোচনাসহ দোয়া-মাহফিলেরও আয়োজন করা হয়েছে। 
শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, ‘হ‌ুমায়ূন স্যারের জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠানের 
আয়োজন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত