করোনার বুস্টার ডোজ দেওয়া শুরু পুঠিয়ায়

পুঠিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২২, ০৭: ৪৩
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৪: ৫৬

রাজশাহীর পুঠিয়ায় গতকাল রোববার করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ষাটোর্ধ্ব ব্যক্তি ও স্বাস্থ্যকর্মীদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বুস্টার ডোজ দেওয়ার জন্য প্রাথমিকভাবে ৩০০ জনকে এসএমএস দেওয়া হয়। বার্তাপ্রাপ্তরা ষাটোর্ধ্ব ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী। এ ডোজে দেওয়া হচ্ছে মর্ডানার টিকা।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মতিন বলেন, করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে তা প্রয়োগ করা হবে। টিকা গ্রহণকারীরা বলছেন, সংশ্লিষ্টদের গাফিলতির কারণে টিকাকেন্দ্রে বয়স্কদের হয়রানি করা হচ্ছে।

এ বিষয়ে আব্দুল মতিন বলেন, ১০ জন ব্যক্তিকে দেওয়া যায় সে পরিমাণ ডোজ একত্রে থাকে। আর দুই-চারজনকে দিতে গেলে বাকি ওষুধ নষ্ট হয়ে যাবে। তাই ৯-১০ জন এক সঙ্গে গেলে পুরো ডোজ কাজে লাগানো যায়। এটাই জানানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত