Ajker Patrika

এবার ‘হেলবাউন্ড’ সিরিজের বাজিমাত

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১১: ০১
এবার ‘হেলবাউন্ড’ সিরিজের বাজিমাত

কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’ নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর সব রেকর্ড ভেঙে দেয়। স্ট্রিমিং প্ল্যাটফর্মটির ইতিহাসে সবচেয়ে বেশিবার দেখা সিরিজের খেতাব নিজের করে নেয় এটি। তাকে হটিয়ে এবার শীর্ষ স্থান দখল করে নিয়েছে আরও একটি কোরিয়ান সিরিজ। নাম ‘হেলবাউন্ড’। নির্মাণ করেছেন ‘ট্রেন টু বুসান’খ্যাত ইয়ন সাং-হো। গত ১৯ নভেম্বর মুক্তির পরপরই স্কুইড গেমের রেকর্ড ভেঙে রাতারাতি আলোচনার কেন্দ্রে চলে আসে সিরিজটি। মুক্তির পরের দিনই এটি স্কুইড গেমকে টপকে শীর্ষে চলে যায়।

ট্রেলার আর পোস্টার দেখে মনে হবে, বড় বাজেটের কোনো অ্যাকশন থ্রিলার বুঝি। সিরিজের গল্পে দেখা যায়, সৃষ্টিকর্তার পক্ষ থেকে একজন ছায়া ব্যক্তি এসে বলে যায় ‘তুমি অমুক দিন অমুক সময়ে মারা যাবে এবং নরকে যাবে কৃতকর্মের দায়ে!’ সত্যি সত্যিই ওই দিন ওই সময় নরক থেকে তিনজন দানব এসে তার প্রাণ কেড়ে নেয়। আসলেই কি সে পাপী! সদ্য জন্ম নেওয়া এক শিশুর বেলায়ও যখন একই ঘটনা ঘটে, তখনই সন্দেহ দানা বাঁধে মানুষের মনে। শিশু কীভাবে পাপী হয়! তাহলে কি সৃষ্টিকর্তার কোনো ভুল রয়েছে? নাকি কিছু মানুষ রহস্যজনকভাবে ব্যবহার করছে দৈত্য-দানবকে! কী এর রহস্য? সিরিজের শেষ দিকে জন্ম নেয় আরও রহস্য। আর এসব রহস্যের জট খুলবে দ্বিতীয় সিজনে।

সংগীত ও সিনেমাটোগ্রাফির কারণে সিরিজজুড়েই আছে থমথমে ভাব। যেন পৃথিবীজুড়ে চাপা আতঙ্ক। না জানি কে আবার মৃত্যুর ফরমান পেয়ে বসে। যেকোনো সিরিজের সবচেয়ে খারাপ দিক হলো গল্প টেনে লম্বা করা। এই সিরিজে অল্প সময়ের মধ্যে বেশ বড় একটা প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। তাই দেখার সময় একঘেয়ে লাগবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

বাংলাদেশে-ভারত সম্পর্কের অবনতিতে দায়ী মোদি সরকারের কূটনৈতিক ব্যর্থতা: কংগ্রেস

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির

কুতুবদিয়ায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে ২ ছাত্রদল নেতা আহত

আইসিসির শাস্তি নিয়ে খেলতে নামা পাকিস্তানকে হেসেখেলে হারাল নিউজিল্যান্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত