মো. জাহিদুল ইসলাম, কোটালীপাড়া (গোপালগঞ্জ)
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পরেও হচ্ছে না গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা যুবলীগের সম্মেলন। যার ফলে আগামী সম্মেলনে পদপ্রত্যাশীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত সম্মেলন না হলে এসব পদপ্রত্যাশী নেতারা আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
জানা গেছে, ২০০৭ সালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরাকে আহ্বায়ক করে যুবলীগের ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন জাহিদুল ইসলাম, আতিকুজ্জামান খান বাদল, রুহুল আমিন খান, মিরাজ হোসেন, সুমন হোসেন বাচ্চু, নুরুল হোসেন নয়ন, ফরমান মুন্সী, মলয় কান্তি বল্লভ, মাসুদ রানা ও দিদারুল ইসলাম। তিন মাসের জন্য গঠিত এই আহ্বায়ক কমিটি দিয়ে দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে দলীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই কমিটির অধিকাংশ নেতাই উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির বিভিন্ন পদে স্থান করে নিয়েছেন। এসব নেতারা যুবলীগ ও আওয়ামী লীগের দুটি পদ দখল করে আছেন।
অপর দিকে সাবেক অনেক ছাত্রনেতাই কোনো পদ না থাকায় সাধারণ কর্মীর মতো দলীয় কর্মকাণ্ডে অংশ নেন। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় এ উপজেলায় নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না বলে সাবেক ছাত্রনেতারা মনে করছেন। ছাত্রনেতারা দ্রুতই এ উপজেলায় সম্মেলন করার দাবি জানিয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের কাছে ধরনা দিচ্ছেন। অনেকে আবার সম্মেলন না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরা বলেন, ‘দীর্ঘদিন ধরে উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম। বিগত সাত বছর ধরে কোনো পদে নেই। এই সাত বছর সাধারণ কর্মীর মতো দলীয় কর্মকাণ্ডে অংশ নিয়েছি। প্রায় ১৫ বছর ধরে এখানে সম্মেলন হচ্ছে না। এখানে সম্মেলন করার জন্য আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার নির্দেশ দিয়েছেন। তারপরও এখানে রহস্যজনক কারণে সম্মেলন হচ্ছে না। সম্মেলন না হলে নতুন নেতৃত্ব তৈরি হবে না। তাই দ্রুত সম্মেলন দেওয়ার দাবি জানাচ্ছি। দ্রুত সম্মেলন না হলে আমাদের সম্মেলনের দাবিতে বিকল্প চিন্তা করতে হবে।’
উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা ফজলুর রহমান দিপু বলেন, ‘১৯৯৭ সালে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস ছিলাম। আমি তখন যাদের সঙ্গে ছাত্রলীগ করেছি, তাদের মধ্যে অনেকেই এখন উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে রয়েছে। আমি প্রায় ২৫ বছর ধরে পদ-পদবিহীনভাবে দলীয় কর্মকাণ্ডে অংশ নিচ্ছি। আমার মতো অনেক ছাত্রনেতাই যুবলীগের সম্মেলন না হওয়ার কারণে ভাসমান অবস্থায় রয়েছে। কোটালীপাড়া উপজেলায় এই সংগঠনটি এখন মৃত্যুপ্রায়। আমি এ উপজেলায় দ্রুত সম্মেলন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।’
কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ কাইয়ুম বলেন, ‘উপজেলা যুবলীগের ১১ সদস্যের আহ্বায়ক কমিটির মতিয়ার রহমান হাজরা, জাহিদুল ইসলাম, রুহুল আমিন খান, আতিকুজ্জামান খান বাদল, সুমন হোসেন বাচ্চু, ফরমান মুন্সী, দিদারুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের কমিটির বিভিন্ন পদে রয়েছেন। এসব নেতা আওয়ামী লীগ ও যুবলীগে পদ রয়েছেন। পক্ষান্তরে অনেক ছাত্রনেতাই পদহীন অবস্থায় রয়েছেন। এখানে যুবলীগের সম্মেলন হলে কোনো সাবেক ছাত্রনেতাই পদহীন অবস্থায় থাকবে না। তাই এখানে সম্মেলনটি খুবই জরুরি হয়ে পড়েছে।’
এ বিষয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘কোটালীপাড়া উপজেলায় যুবলীগের সম্মেলন করার জন্য আমরা জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছি। আশা করি, আগামী ডিসেম্বরের মধ্যে এখানে সম্মেলন অনুষ্ঠিত হবে।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, ‘ছাত্রলীগের সাবেক অনেক নেতাই যুবলীগের সম্মেলন না হওয়ার কারণে পদ-পদবিহীন অবস্থায় রয়েছে। এসব ছাত্রনেতা যুবলীগের সম্মেলনের জন্য আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমি সম্মেলন করার জন্য আহ্বায়ক কমিটির নেতাদের নির্দেশ দিয়েছি। তারা দ্রুত সম্মেলনের আয়োজন করবেন বলে আমাকে আশ্বাস দিয়েছেন।’
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পরেও হচ্ছে না গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা যুবলীগের সম্মেলন। যার ফলে আগামী সম্মেলনে পদপ্রত্যাশীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত সম্মেলন না হলে এসব পদপ্রত্যাশী নেতারা আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
জানা গেছে, ২০০৭ সালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরাকে আহ্বায়ক করে যুবলীগের ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন জাহিদুল ইসলাম, আতিকুজ্জামান খান বাদল, রুহুল আমিন খান, মিরাজ হোসেন, সুমন হোসেন বাচ্চু, নুরুল হোসেন নয়ন, ফরমান মুন্সী, মলয় কান্তি বল্লভ, মাসুদ রানা ও দিদারুল ইসলাম। তিন মাসের জন্য গঠিত এই আহ্বায়ক কমিটি দিয়ে দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে দলীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই কমিটির অধিকাংশ নেতাই উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির বিভিন্ন পদে স্থান করে নিয়েছেন। এসব নেতারা যুবলীগ ও আওয়ামী লীগের দুটি পদ দখল করে আছেন।
অপর দিকে সাবেক অনেক ছাত্রনেতাই কোনো পদ না থাকায় সাধারণ কর্মীর মতো দলীয় কর্মকাণ্ডে অংশ নেন। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় এ উপজেলায় নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না বলে সাবেক ছাত্রনেতারা মনে করছেন। ছাত্রনেতারা দ্রুতই এ উপজেলায় সম্মেলন করার দাবি জানিয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের কাছে ধরনা দিচ্ছেন। অনেকে আবার সম্মেলন না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরা বলেন, ‘দীর্ঘদিন ধরে উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম। বিগত সাত বছর ধরে কোনো পদে নেই। এই সাত বছর সাধারণ কর্মীর মতো দলীয় কর্মকাণ্ডে অংশ নিয়েছি। প্রায় ১৫ বছর ধরে এখানে সম্মেলন হচ্ছে না। এখানে সম্মেলন করার জন্য আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার নির্দেশ দিয়েছেন। তারপরও এখানে রহস্যজনক কারণে সম্মেলন হচ্ছে না। সম্মেলন না হলে নতুন নেতৃত্ব তৈরি হবে না। তাই দ্রুত সম্মেলন দেওয়ার দাবি জানাচ্ছি। দ্রুত সম্মেলন না হলে আমাদের সম্মেলনের দাবিতে বিকল্প চিন্তা করতে হবে।’
উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা ফজলুর রহমান দিপু বলেন, ‘১৯৯৭ সালে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস ছিলাম। আমি তখন যাদের সঙ্গে ছাত্রলীগ করেছি, তাদের মধ্যে অনেকেই এখন উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে রয়েছে। আমি প্রায় ২৫ বছর ধরে পদ-পদবিহীনভাবে দলীয় কর্মকাণ্ডে অংশ নিচ্ছি। আমার মতো অনেক ছাত্রনেতাই যুবলীগের সম্মেলন না হওয়ার কারণে ভাসমান অবস্থায় রয়েছে। কোটালীপাড়া উপজেলায় এই সংগঠনটি এখন মৃত্যুপ্রায়। আমি এ উপজেলায় দ্রুত সম্মেলন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।’
কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ কাইয়ুম বলেন, ‘উপজেলা যুবলীগের ১১ সদস্যের আহ্বায়ক কমিটির মতিয়ার রহমান হাজরা, জাহিদুল ইসলাম, রুহুল আমিন খান, আতিকুজ্জামান খান বাদল, সুমন হোসেন বাচ্চু, ফরমান মুন্সী, দিদারুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের কমিটির বিভিন্ন পদে রয়েছেন। এসব নেতা আওয়ামী লীগ ও যুবলীগে পদ রয়েছেন। পক্ষান্তরে অনেক ছাত্রনেতাই পদহীন অবস্থায় রয়েছেন। এখানে যুবলীগের সম্মেলন হলে কোনো সাবেক ছাত্রনেতাই পদহীন অবস্থায় থাকবে না। তাই এখানে সম্মেলনটি খুবই জরুরি হয়ে পড়েছে।’
এ বিষয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘কোটালীপাড়া উপজেলায় যুবলীগের সম্মেলন করার জন্য আমরা জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছি। আশা করি, আগামী ডিসেম্বরের মধ্যে এখানে সম্মেলন অনুষ্ঠিত হবে।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, ‘ছাত্রলীগের সাবেক অনেক নেতাই যুবলীগের সম্মেলন না হওয়ার কারণে পদ-পদবিহীন অবস্থায় রয়েছে। এসব ছাত্রনেতা যুবলীগের সম্মেলনের জন্য আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমি সম্মেলন করার জন্য আহ্বায়ক কমিটির নেতাদের নির্দেশ দিয়েছি। তারা দ্রুত সম্মেলনের আয়োজন করবেন বলে আমাকে আশ্বাস দিয়েছেন।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪