পীরযাত্রাপুরে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা

বুড়িচং প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২২, ০৭: ২২
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১২: ৪৩

বুড়িচংয়ের পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি। এ ঘটনায় কেউ আটকও হননি। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

গত শুক্রবার পীরযাত্রাপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীর সমর্থকদের সঙ্গে মনোনয়নবঞ্চিত নেতার সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী জাকির হোসেন জাহের জানান, হামলার বিষয়টি তিনি মৌখিকভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়েছেন। স্থানীয় সাংসদ বিষয়টি সুরহা করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

জাকির হোসেন জাহের আরও বলেন, ‘হামলায় পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।’ এ বিষয়ে আরেকটি পক্ষ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন জানান, হামলার ঘটনায় তাঁর দুই সমর্থক আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়েছে। এ ঘটনার বিষয়ে তিনিও বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন বলে জানান।

বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ সশরীরে এসে মৌখিক অভিযোগ দিয়েছে। লিখিত ভাবে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পুলিশ বিষটি খতিয়ে দেখবে।ওসি আরও জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। প্রশাসন তৎপর রয়েছে। কেউ বিশৃঙ্খলা করতে চাইল ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত