আল-আমিন রাজু, ঢাকা
জীবনের তাগিদে অনেকে দেশ ছেড়ে পাড়ি জমান প্রবাসে। মাতৃভূমি থেকে হাজার মাইল দূরে থেকেও মায়ের ভাষা ও বাংলা সাহিত্যের প্রতি টান অনুভব করেন তাঁদের অনেকেই। সেই টান থেকেই করেন লেখালেখি। আর এর মধ্য দিয়ে বিদেশি সংস্কৃতির নানা দিক ফুটে ওঠে প্রবাসী লেখকদের কলমে। প্রতিবছরের মতো এবারও অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে অনেক প্রবাসী লেখকের বই।
তেমনই একজন জাপানপ্রবাসী জুয়েল আহ্সান কামরুল। প্রবাসজীবনে বসতি গড়েছেন জাপানের রাজধানী টোকিওতে। পেশায় অভিনেতা কামরুল প্রতিবছর বইমেলার সময়ে দেশে আসেন। এবারও এর ব্যত্যয় ঘটেনি। অন্বেষা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তাঁর বই ‘কিমোনো কন্যা’। সম্প্রতি অন্বেষার স্টলের সামনে গিয়ে দেখা গেল নতুন বইয়ে পাঠকদের অটোগ্রাফ দিচ্ছেন কামরুল।
বিদেশে থেকে বাংলা সাহিত্য রচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘একুশ আমার প্রাণ, একাত্তর আমার পরিচয়। এই মাটিতে আমি জন্মেছি। দীর্ঘদিন ধরে জাপানে আছি। কিন্তু আজও নাগরিকত্ব নিইনি। কারণ জাপানের আকাশের দিকে তাকালে আমরা মনে হয়, এই আকাশ আমার নয়। প্রবাসে থাকলেও বইমেলায় আমার বই প্রকাশিত হয়। অনেক বন্ধুর সঙ্গে দেখা হয়। পাঠকদের সঙ্গে দেখা হয়। এর চেয়ে আনন্দের কিছু নেই।’
অন্বেষা থেকে প্রকাশিত ‘কিমোনো কন্যা’র বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি আমার ১২তম বই। বইটিতে জাপানের জাতীয় পোশাক, প্রবাসে বাঙালিদের জীবন এবং জাপানিদের জীবনযাপন ও হিরোশিমাকে তুলে ধরেছি।’
পারিজাত প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে জার্মানপ্রবাসী লেখক খান লিটনের ‘জগাখিচুড়ি’। বিভিন্ন সময়ে ঘটে যাওয়া নানা ঘটনা ও সংবাদের বিষয় নিয়ে রচিত হয়েছে বইটি। পেশায় গণমাধ্যমকর্মী লিটন বলেন, ‘বাংলার প্রতি ভালোবাসা ও টান থেকেই লিখি। আমার মন দেশেই পড়ে থাকে। বিভিন্ন প্রকাশনী থেকে এখন পর্যন্ত আমার ১১টি বই প্রকাশিত হয়েছে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণও জার্মান ভাষায় অনুবাদ করেছি।’
কথা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রপ্রবাসী আলম সিদ্দিকীর রাজনৈতিক থ্রিলার উপন্যাস ‘নজরদারি’। উপন্যাসটি গার্মেন্ট ও টেক্সটাইল ব্যবসায়ীদের টানাপোড়েন নিয়ে রচিত। আলম সিদ্দিকী বলেন, ‘দেশে থাকার সময় থেকেই লেখালেখির শুরু। প্রবাসে গিয়েও সেটা ধরে রেখেছি। কথা প্রকাশ থেকে “সুখ বিলাস” নামের একটি উপন্যাসসহ বিভিন্ন প্রকাশনী থেকে আমার মোট ১৫টি বই প্রকাশিত হয়েছে।’
মেলায় বাংলানামা প্রকাশনী থেকে ‘কেউ কেউ কেবল কাঙাল হয়’ শিরোনামে একটি কবিতার বই প্রকাশিত হয়েছে কানাডাপ্রবাসী তসলিমা হাসানের। মেলায় তাঁর বই প্রকাশিত হলেও পারিবারিক কারণে দেশে আসতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে এই লেখিকা বলেন, ‘লেখালেখির শুরু সেই কিশোরীকালেই। এরপর ঘর-সংসার হয়েছে। দেশ ছেড়েছি, চাকরি করেছি। কিন্তু লেখার একটা তাগিদ সব সময়ই ছিল।’
এদিকে প্রতিবছর বিভিন্ন প্রকাশনী থেকে প্রবাসী লেখকদের বই প্রকাশিত হলেও এ বিষয়ে কোনো তথ্য নেই বইমেলার আয়োজক বাংলা একাডেমির কাছে। এ বিষয়ে বাংলা একাডেমির মুখপাত্র পিয়াস মজিদ বলেন, ‘প্রতিবছরই প্রবাসী লেখকদের বই প্রকাশিত হয়। তবে কোন কোন লেখকের কী কী বই প্রকাশিত হচ্ছে, বাংলা একাডেমিতে এ বিষয়ে কোনো তথ্য নেই।’
জীবনের তাগিদে অনেকে দেশ ছেড়ে পাড়ি জমান প্রবাসে। মাতৃভূমি থেকে হাজার মাইল দূরে থেকেও মায়ের ভাষা ও বাংলা সাহিত্যের প্রতি টান অনুভব করেন তাঁদের অনেকেই। সেই টান থেকেই করেন লেখালেখি। আর এর মধ্য দিয়ে বিদেশি সংস্কৃতির নানা দিক ফুটে ওঠে প্রবাসী লেখকদের কলমে। প্রতিবছরের মতো এবারও অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে অনেক প্রবাসী লেখকের বই।
তেমনই একজন জাপানপ্রবাসী জুয়েল আহ্সান কামরুল। প্রবাসজীবনে বসতি গড়েছেন জাপানের রাজধানী টোকিওতে। পেশায় অভিনেতা কামরুল প্রতিবছর বইমেলার সময়ে দেশে আসেন। এবারও এর ব্যত্যয় ঘটেনি। অন্বেষা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তাঁর বই ‘কিমোনো কন্যা’। সম্প্রতি অন্বেষার স্টলের সামনে গিয়ে দেখা গেল নতুন বইয়ে পাঠকদের অটোগ্রাফ দিচ্ছেন কামরুল।
বিদেশে থেকে বাংলা সাহিত্য রচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘একুশ আমার প্রাণ, একাত্তর আমার পরিচয়। এই মাটিতে আমি জন্মেছি। দীর্ঘদিন ধরে জাপানে আছি। কিন্তু আজও নাগরিকত্ব নিইনি। কারণ জাপানের আকাশের দিকে তাকালে আমরা মনে হয়, এই আকাশ আমার নয়। প্রবাসে থাকলেও বইমেলায় আমার বই প্রকাশিত হয়। অনেক বন্ধুর সঙ্গে দেখা হয়। পাঠকদের সঙ্গে দেখা হয়। এর চেয়ে আনন্দের কিছু নেই।’
অন্বেষা থেকে প্রকাশিত ‘কিমোনো কন্যা’র বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি আমার ১২তম বই। বইটিতে জাপানের জাতীয় পোশাক, প্রবাসে বাঙালিদের জীবন এবং জাপানিদের জীবনযাপন ও হিরোশিমাকে তুলে ধরেছি।’
পারিজাত প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে জার্মানপ্রবাসী লেখক খান লিটনের ‘জগাখিচুড়ি’। বিভিন্ন সময়ে ঘটে যাওয়া নানা ঘটনা ও সংবাদের বিষয় নিয়ে রচিত হয়েছে বইটি। পেশায় গণমাধ্যমকর্মী লিটন বলেন, ‘বাংলার প্রতি ভালোবাসা ও টান থেকেই লিখি। আমার মন দেশেই পড়ে থাকে। বিভিন্ন প্রকাশনী থেকে এখন পর্যন্ত আমার ১১টি বই প্রকাশিত হয়েছে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণও জার্মান ভাষায় অনুবাদ করেছি।’
কথা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রপ্রবাসী আলম সিদ্দিকীর রাজনৈতিক থ্রিলার উপন্যাস ‘নজরদারি’। উপন্যাসটি গার্মেন্ট ও টেক্সটাইল ব্যবসায়ীদের টানাপোড়েন নিয়ে রচিত। আলম সিদ্দিকী বলেন, ‘দেশে থাকার সময় থেকেই লেখালেখির শুরু। প্রবাসে গিয়েও সেটা ধরে রেখেছি। কথা প্রকাশ থেকে “সুখ বিলাস” নামের একটি উপন্যাসসহ বিভিন্ন প্রকাশনী থেকে আমার মোট ১৫টি বই প্রকাশিত হয়েছে।’
মেলায় বাংলানামা প্রকাশনী থেকে ‘কেউ কেউ কেবল কাঙাল হয়’ শিরোনামে একটি কবিতার বই প্রকাশিত হয়েছে কানাডাপ্রবাসী তসলিমা হাসানের। মেলায় তাঁর বই প্রকাশিত হলেও পারিবারিক কারণে দেশে আসতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে এই লেখিকা বলেন, ‘লেখালেখির শুরু সেই কিশোরীকালেই। এরপর ঘর-সংসার হয়েছে। দেশ ছেড়েছি, চাকরি করেছি। কিন্তু লেখার একটা তাগিদ সব সময়ই ছিল।’
এদিকে প্রতিবছর বিভিন্ন প্রকাশনী থেকে প্রবাসী লেখকদের বই প্রকাশিত হলেও এ বিষয়ে কোনো তথ্য নেই বইমেলার আয়োজক বাংলা একাডেমির কাছে। এ বিষয়ে বাংলা একাডেমির মুখপাত্র পিয়াস মজিদ বলেন, ‘প্রতিবছরই প্রবাসী লেখকদের বই প্রকাশিত হয়। তবে কোন কোন লেখকের কী কী বই প্রকাশিত হচ্ছে, বাংলা একাডেমিতে এ বিষয়ে কোনো তথ্য নেই।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে