মো. বেলাল হোসাইন, শরীয়তপুর
মা-বাবা নাম রেখেছিলেন মাসুম ঢালী। নাম পাল্টে হয়ে যান নিউ মাইকেল ঢালী। গরিব পরিবারের মাইকেল খেয়ানৌকার মাঝি ছিলেন ১০ বছর। এরপর ১৫ বছর ধরে চালাচ্ছেন রিকশা। রিকশা চালাতে চালাতে ধীরে ধীরে হয়ে ওঠেন খেটে খাওয়া গরিবের বন্ধু। তারপর জনপ্রতিনিধি।
৪৬ বছর বয়সী মাইকেল ঢালী শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি পেশায় রিকশাচালক।গত ২০২২ সালের ৫ জানুয়ারি ইউপি সদস্য নির্বাচিত হন। জনপ্রতিনিধি হয়েও ছাড়েননি পুরোনো পেশা। রিকশা চালিয়েই করছেন জীবিকা নির্বাহ এবং জনগণের সেবা।
নিউ মাইকেলের বাড়ি ওই ওয়ার্ডের পোড়াগাছা গ্রামে। আট ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয় এবং ভাইদের মধ্যে বড়। বাবা আব্দুর রব ঢালীও রিকশা চালিয়ে সংসার চালিয়েছেন। বাবার রেখে যাওয়া জমির ৩ শতাংশ ভাগে পেয়েছেন মাইকেল। তার মধ্যেই দোচালা একটি টিনের ঘর তুলে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে নিয়ে সাদামাটা জীবনযাপন করছেন।
ওই এলাকায় গিয়ে কথা হয় মাইকেল ও এলাকাবাসীর সঙ্গে। জানা যায়, সরল স্বভাবের মাইকেল কীভাবে খেয়াঘাটের মাঝি থেকে রিকশাচালক, তারপর গরিব-দুঃখীর কাছের মানুষ হয়ে ওঠেন।
মাইকেল আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ছিলাম ভাইদের মধ্যে বড়। ২০ বছর আগে বাবা মারা যান, আর মা মারা যান ১০ বছর হলো। বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। প্রথমে মানুষের খেতে-খামারে শ্রমিকের কাজ করেছি। ২০ বছর বয়সে চলে যাই ঢাকায়। ১০ বছর বুড়িগঙ্গা নদীতে ডিঙি চালিয়ে মানুষকে খেয়া পার করেছি। এরপর এলাকায় এসে ১৫ বছর ধরে রিকশা চালাচ্ছি।’
মাইকেল জানান, রিকশা চালাতে চালাতে যাত্রীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতেন। এলাকার মানুষের আপদে-বিপদে এগিয়ে যেতেন। এভাবে মানুষের সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে। দরিদ্র প্রতিবেশী ও আত্মীয়স্বজনের উপকারে সব সময় এগিয়ে যেতেন। একদিন তাঁর এক দরিদ্র আত্মীয়ের জন্য এলাকার এক জনপ্রতিনিধির কাছে সরকারি সাহায্য চেয়ে অপমানিত হয়েছিলেন। সেই অপমানের কষ্ট থেকে মনে জেদ জাগে, তিনিও একদিন জনপ্রতিনিধি হবেন। গরিব-দুঃখীর পাশে দাঁড়াবেন। প্রথমবার পরাজিত হন, তবু হাল ছাড়েননি মাইকেল। দ্বিতীয়বারের চেষ্টায় সফল হন।
মাইকেল বলেন, ‘২০১৬ সালে প্রথম নির্বাচনে দাঁড়িয়ে টাকার কাছে হেরে যাই, কিন্তু হাল ছাড়িনি। এরপর থেকে এলাকার মানুষের আরও বেশি উপকার করতে থাকি। পালের গরু বিক্রি করে এবং দুই লাখ টাকা ঋণ করে করোনা মহামারির সময় মানুষকে সাহায্য-সহযোগিতা করেছি। পরেরবার নির্বাচনে আমি সফল হয়েছি।’
এলাকার অন্যান্য রিকশাচালক ও সাধারণ মানুষ নির্বাচনের সময় মাইকেলের পাশে ছিলেন। নিজেদের অর্থ ও শ্রম দিয়ে মাইকেলের পক্ষে কাজ করেছেন। এলাকার যুবক হাবিব বলেন, ‘মাইকেল সহজ-সরল প্রকৃতির। তাঁর মধ্যে কোনো লোভ-লালসা নেই। তিনি মানুষের উপকার করে আনন্দ পান। তাঁর মতো একজন মেম্বার পেয়ে আমরা খুশি।’
মোক্তারের চর ইউনিয়নের চেয়ারম্যান বাদশা শেখ বলেন, মাইকেল শান্ত স্বভাবের লোক। তিনি কোনো নয়ছয় বোঝেন না। তাঁর দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছেন।
মা-বাবা নাম রেখেছিলেন মাসুম ঢালী। নাম পাল্টে হয়ে যান নিউ মাইকেল ঢালী। গরিব পরিবারের মাইকেল খেয়ানৌকার মাঝি ছিলেন ১০ বছর। এরপর ১৫ বছর ধরে চালাচ্ছেন রিকশা। রিকশা চালাতে চালাতে ধীরে ধীরে হয়ে ওঠেন খেটে খাওয়া গরিবের বন্ধু। তারপর জনপ্রতিনিধি।
৪৬ বছর বয়সী মাইকেল ঢালী শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি পেশায় রিকশাচালক।গত ২০২২ সালের ৫ জানুয়ারি ইউপি সদস্য নির্বাচিত হন। জনপ্রতিনিধি হয়েও ছাড়েননি পুরোনো পেশা। রিকশা চালিয়েই করছেন জীবিকা নির্বাহ এবং জনগণের সেবা।
নিউ মাইকেলের বাড়ি ওই ওয়ার্ডের পোড়াগাছা গ্রামে। আট ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয় এবং ভাইদের মধ্যে বড়। বাবা আব্দুর রব ঢালীও রিকশা চালিয়ে সংসার চালিয়েছেন। বাবার রেখে যাওয়া জমির ৩ শতাংশ ভাগে পেয়েছেন মাইকেল। তার মধ্যেই দোচালা একটি টিনের ঘর তুলে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে নিয়ে সাদামাটা জীবনযাপন করছেন।
ওই এলাকায় গিয়ে কথা হয় মাইকেল ও এলাকাবাসীর সঙ্গে। জানা যায়, সরল স্বভাবের মাইকেল কীভাবে খেয়াঘাটের মাঝি থেকে রিকশাচালক, তারপর গরিব-দুঃখীর কাছের মানুষ হয়ে ওঠেন।
মাইকেল আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ছিলাম ভাইদের মধ্যে বড়। ২০ বছর আগে বাবা মারা যান, আর মা মারা যান ১০ বছর হলো। বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। প্রথমে মানুষের খেতে-খামারে শ্রমিকের কাজ করেছি। ২০ বছর বয়সে চলে যাই ঢাকায়। ১০ বছর বুড়িগঙ্গা নদীতে ডিঙি চালিয়ে মানুষকে খেয়া পার করেছি। এরপর এলাকায় এসে ১৫ বছর ধরে রিকশা চালাচ্ছি।’
মাইকেল জানান, রিকশা চালাতে চালাতে যাত্রীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতেন। এলাকার মানুষের আপদে-বিপদে এগিয়ে যেতেন। এভাবে মানুষের সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে। দরিদ্র প্রতিবেশী ও আত্মীয়স্বজনের উপকারে সব সময় এগিয়ে যেতেন। একদিন তাঁর এক দরিদ্র আত্মীয়ের জন্য এলাকার এক জনপ্রতিনিধির কাছে সরকারি সাহায্য চেয়ে অপমানিত হয়েছিলেন। সেই অপমানের কষ্ট থেকে মনে জেদ জাগে, তিনিও একদিন জনপ্রতিনিধি হবেন। গরিব-দুঃখীর পাশে দাঁড়াবেন। প্রথমবার পরাজিত হন, তবু হাল ছাড়েননি মাইকেল। দ্বিতীয়বারের চেষ্টায় সফল হন।
মাইকেল বলেন, ‘২০১৬ সালে প্রথম নির্বাচনে দাঁড়িয়ে টাকার কাছে হেরে যাই, কিন্তু হাল ছাড়িনি। এরপর থেকে এলাকার মানুষের আরও বেশি উপকার করতে থাকি। পালের গরু বিক্রি করে এবং দুই লাখ টাকা ঋণ করে করোনা মহামারির সময় মানুষকে সাহায্য-সহযোগিতা করেছি। পরেরবার নির্বাচনে আমি সফল হয়েছি।’
এলাকার অন্যান্য রিকশাচালক ও সাধারণ মানুষ নির্বাচনের সময় মাইকেলের পাশে ছিলেন। নিজেদের অর্থ ও শ্রম দিয়ে মাইকেলের পক্ষে কাজ করেছেন। এলাকার যুবক হাবিব বলেন, ‘মাইকেল সহজ-সরল প্রকৃতির। তাঁর মধ্যে কোনো লোভ-লালসা নেই। তিনি মানুষের উপকার করে আনন্দ পান। তাঁর মতো একজন মেম্বার পেয়ে আমরা খুশি।’
মোক্তারের চর ইউনিয়নের চেয়ারম্যান বাদশা শেখ বলেন, মাইকেল শান্ত স্বভাবের লোক। তিনি কোনো নয়ছয় বোঝেন না। তাঁর দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছেন।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে