নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শুরু এবং শেষটা হয়েছে হতাশায়। এর মাঝে এসেছে সাফল্য। স্বপ্নের ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে বাংলাদেশ নারী দল হারায় পাকিস্তানকে। নিউজিল্যান্ডে মেয়েদের বিশ্বকাপে নিগার সুলতানাদের একমাত্র অর্জন এটাই। গতকাল আনুষ্ঠানিকতার শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০০ রানের বড় ব্যবধানে হেরেছেন বাংলাদেশের মেয়েরা।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ২৬ রানে ইংল্যান্ডের ২ উইকেট নিলেও চাপটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২৩৪ রানের বড় সংগ্রহ পায় ইংলিশরা। রান তাড়ায় মন্থর গতির শুরুর পর ম্যাচের ২ ওভার বাকি থাকতে বাংলাদেশ গুটিয়ে যায় ১৩৪ রানে।
দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন লতা মণ্ডল। সালমা খাতুন ২ উইকেট নিয়ে দলের সফলতম বোলার। ১টি করে শিকার জাহানারা আলম, রিতু মনি, ফাহিমা খাতুন ও লতা মণ্ডলের। এই হারে শেষ হলো বাংলাদেশের প্রথম বিশ্বকাপ। ৮ দলের টুর্নামেন্টে সপ্তম হয়েছে নিগারের দল। কয়েকটি ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়ে হেরেছে তারা। পাকিস্তানের বিপক্ষে ৯ রানের জয়টিই বাংলাদেশের একমাত্র আনন্দের উপলক্ষ হয়ে থাকল। নিজেদের প্রথম অভিযানে প্রাপ্তি তাই কম নয়।
বিশ্বকাপের ৭ ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নিগার তুলে ধরেছেন তাঁর পর্যবেক্ষণ। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমাদের প্রচুর আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে এবং আরও অনেক কিছু শিখতে হবে। অভিজ্ঞতা সঞ্চয় করতেই আমরা এখানে এসেছি এবং আমরা ভবিষ্যতের জন্য ইতিবাচক কিছু নিতে চেয়েছিলাম। আমাদের দেশে অনেক মেয়েরা বাংলাদেশের হয়ে খেলতে চায়। এই বিশ্বকাপ শেষে সংখ্যাটা আরও বাড়বে নিশ্চিত।’
এদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে বিদায় নিয়েছে ভারতের মেয়েরা। সেমিতে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ।
শুরু এবং শেষটা হয়েছে হতাশায়। এর মাঝে এসেছে সাফল্য। স্বপ্নের ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে বাংলাদেশ নারী দল হারায় পাকিস্তানকে। নিউজিল্যান্ডে মেয়েদের বিশ্বকাপে নিগার সুলতানাদের একমাত্র অর্জন এটাই। গতকাল আনুষ্ঠানিকতার শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০০ রানের বড় ব্যবধানে হেরেছেন বাংলাদেশের মেয়েরা।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ২৬ রানে ইংল্যান্ডের ২ উইকেট নিলেও চাপটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২৩৪ রানের বড় সংগ্রহ পায় ইংলিশরা। রান তাড়ায় মন্থর গতির শুরুর পর ম্যাচের ২ ওভার বাকি থাকতে বাংলাদেশ গুটিয়ে যায় ১৩৪ রানে।
দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন লতা মণ্ডল। সালমা খাতুন ২ উইকেট নিয়ে দলের সফলতম বোলার। ১টি করে শিকার জাহানারা আলম, রিতু মনি, ফাহিমা খাতুন ও লতা মণ্ডলের। এই হারে শেষ হলো বাংলাদেশের প্রথম বিশ্বকাপ। ৮ দলের টুর্নামেন্টে সপ্তম হয়েছে নিগারের দল। কয়েকটি ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়ে হেরেছে তারা। পাকিস্তানের বিপক্ষে ৯ রানের জয়টিই বাংলাদেশের একমাত্র আনন্দের উপলক্ষ হয়ে থাকল। নিজেদের প্রথম অভিযানে প্রাপ্তি তাই কম নয়।
বিশ্বকাপের ৭ ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নিগার তুলে ধরেছেন তাঁর পর্যবেক্ষণ। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমাদের প্রচুর আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে এবং আরও অনেক কিছু শিখতে হবে। অভিজ্ঞতা সঞ্চয় করতেই আমরা এখানে এসেছি এবং আমরা ভবিষ্যতের জন্য ইতিবাচক কিছু নিতে চেয়েছিলাম। আমাদের দেশে অনেক মেয়েরা বাংলাদেশের হয়ে খেলতে চায়। এই বিশ্বকাপ শেষে সংখ্যাটা আরও বাড়বে নিশ্চিত।’
এদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে বিদায় নিয়েছে ভারতের মেয়েরা। সেমিতে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে