ফয়সাল পারভেজ, মাগুরা প্রতিনিধি
নদীর নাম নবগঙ্গা। তবে দেখলে মনে হবে কোনো খাল। যারা জানেন না এটি নদী তাঁরা খাল বলেই চালিয়ে দেন। নবগঙ্গা নদীটির একটি অংশ মাগুরা জেলা শহরের পাশ ঘেঁষে বহমান।
বর্ষা খালে নদীতে থইথই পানি তো শুকনা মৌসুমে গরু চরে। তবে সাম্প্রতিক সময়ে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে জেলায় ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। সেই পানিতে নবগঙ্গার বুকে পানিতে ভরপুর। স্রোতের বেগে জমাট কচুরিপানাও নেই কদিন ধরে। মাছ শিকারিরা তাই ফাঁদ পেতেছেন দিনভর।
৫ যুগের বেশি সময় ধরে মাছ মারার অভিজ্ঞতা ৭০ বছরের শঙ্করের। এলাকায় সে মেছো দাদু বলে পরিচিত। নদীর বুকে তার বসবাস না হলেও রোগব্যাধি নিয়েই তিনি ছূটে যান নদীর বুকে। পেশা এখন মাছ ধরার নেশাও তার।
শঙ্করের বাড়ি জেলা সদরের আঠারখাদা গ্রামের পূর্বপাড়া। পৌরসভার ভেতরেও হলেও এলাকাটি পুরো গ্রাম এলাকার মতোই রয়েছে। ৬ জন পরিবারে শঙ্করই ভরসা। ভোরে নদীর পানি বাড়তে থাকায় ছেঁড়া খেপলা জালটি বেঁধেছেন নবগঙ্গার বুকে। বাঁশের কাঠামো আগেই ছিল শুধু বৃহৎজালটি ঠিকঠাক করে বসে আছেন মাছ ধরার জন্য। কিন্তু ৫ ঘণ্টায় মাছ পেয়েছেন মাত্র দু শ গ্রাম হবে বলে তিনি জানান।
গতকাল রোববার সকালে মাছ মারা অবস্থায় শঙ্কর কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘৭০ বছরের ভেতরে ৬০ বছরই এই পেশায়। আগে নদীতে মাছ হতো তখন আমার মত অনেকে রাত জেগেও মাছ ধরতো নদী কিংবা খাল বিলে। খেপলা জাল থরে থরে ফেলতাম। কিন্তু এখন পানি হলেই মাছ থাকে না। কত জল এই কয়দিনের বৃষ্টিতে। কিন্তু সব পানিই পচা। ঘোলা পানিতে মাছ থাকে না। শঙ্করের ধারণা ঘোলা পানি মাছের জন্য ক্ষতিকর। এজন্য এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না।
নদীর নাম নবগঙ্গা। তবে দেখলে মনে হবে কোনো খাল। যারা জানেন না এটি নদী তাঁরা খাল বলেই চালিয়ে দেন। নবগঙ্গা নদীটির একটি অংশ মাগুরা জেলা শহরের পাশ ঘেঁষে বহমান।
বর্ষা খালে নদীতে থইথই পানি তো শুকনা মৌসুমে গরু চরে। তবে সাম্প্রতিক সময়ে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে জেলায় ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। সেই পানিতে নবগঙ্গার বুকে পানিতে ভরপুর। স্রোতের বেগে জমাট কচুরিপানাও নেই কদিন ধরে। মাছ শিকারিরা তাই ফাঁদ পেতেছেন দিনভর।
৫ যুগের বেশি সময় ধরে মাছ মারার অভিজ্ঞতা ৭০ বছরের শঙ্করের। এলাকায় সে মেছো দাদু বলে পরিচিত। নদীর বুকে তার বসবাস না হলেও রোগব্যাধি নিয়েই তিনি ছূটে যান নদীর বুকে। পেশা এখন মাছ ধরার নেশাও তার।
শঙ্করের বাড়ি জেলা সদরের আঠারখাদা গ্রামের পূর্বপাড়া। পৌরসভার ভেতরেও হলেও এলাকাটি পুরো গ্রাম এলাকার মতোই রয়েছে। ৬ জন পরিবারে শঙ্করই ভরসা। ভোরে নদীর পানি বাড়তে থাকায় ছেঁড়া খেপলা জালটি বেঁধেছেন নবগঙ্গার বুকে। বাঁশের কাঠামো আগেই ছিল শুধু বৃহৎজালটি ঠিকঠাক করে বসে আছেন মাছ ধরার জন্য। কিন্তু ৫ ঘণ্টায় মাছ পেয়েছেন মাত্র দু শ গ্রাম হবে বলে তিনি জানান।
গতকাল রোববার সকালে মাছ মারা অবস্থায় শঙ্কর কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘৭০ বছরের ভেতরে ৬০ বছরই এই পেশায়। আগে নদীতে মাছ হতো তখন আমার মত অনেকে রাত জেগেও মাছ ধরতো নদী কিংবা খাল বিলে। খেপলা জাল থরে থরে ফেলতাম। কিন্তু এখন পানি হলেই মাছ থাকে না। কত জল এই কয়দিনের বৃষ্টিতে। কিন্তু সব পানিই পচা। ঘোলা পানিতে মাছ থাকে না। শঙ্করের ধারণা ঘোলা পানি মাছের জন্য ক্ষতিকর। এজন্য এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে