বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রশাসনের

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৪: ১৫
Thumbnail image

সিলেটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে এবং সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী মান্নান ও নিবির রঞ্জন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. মোশারফ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মফিজ উদ্দিন আহমদ, মহানগর পুলিশের কমিশনার নিশারুল আরিফ, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দিপ কুমার সিংহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত