ঢামেক প্রতিনিধি
রাজধানীতে পৃথক স্থানে তিনজন অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল রোববার ঘটনার ভুক্তভোগীরা হলেন—কাপড় ব্যবসায়ী আমজাদ হোসেন (৩৫), ডিপিডিসির কর্মচারী মো. দাইয়ান (৪৭) ও ব্যবসায়ী আবুল কালাম আজাদ (৩৭)।
আমজাদ হোসেনের শ্যালক মো. রনি জানান, আমজাদের শ্বশুর আমানুল্লাহ রামপুরায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। হাসপাতালের বিল পরিশোধের জন্য বাসা থেকে ২ লাখ টাকা নিয়ে বাইরে বের হন আমজাদ। পরে আসমানি পরিবহনের একটি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। ওই বাসের কর্মচারীরা তাঁকে অচেতন অবস্থায় ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনের রাস্তায় নামিয়ে দিয়ে যান। অজ্ঞান পার্টির সদস্যরা তাঁর কাছ থেকে ২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন।
এদিকে গুলিস্তান স্টেডিয়ামের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় দাইয়ানকে। তাঁর চাচাতো ভাই মো. রাজিব জানান, ডিপিডিসির লালবাগ জোনে চাকরি করেন দাইয়ান। তাঁর বাড়ি মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলায়। গ্রাম থেকে রোববার দুপুরে তিনি ঢাকায় আসছিলেন। পথে দোয়েল পরিবহনের একটি বাসে ওঠেন। ওই বাসের মধ্যেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। পরে ওই বাসের কর্মচারীরা তাঁকে গুলিস্তানে স্টেডিয়ামের পাশে এনে নামিয়ে দেয়। তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোন থেকেই আমাদের খবর দেয়।
এদিকে মিরপুর থেকে উদ্ধার হওয়া ব্যবসায়ী আবুল কালাম আজাদের ফুপাতো ভাই মো. নাজমুল হক জানান, কালামের বাড়ি জামালপুর সদর উপজেলায়। রোববার গ্রাম থেকে উত্তরায় এসেছিলেন এক আত্মীয়ের বাসায়। কিছুক্ষণ পর জানতে পারেন কালাম মিরপুর ১ নম্বরে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে আছেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে ভুক্তভোগীদের মিটফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রাজধানীতে পৃথক স্থানে তিনজন অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল রোববার ঘটনার ভুক্তভোগীরা হলেন—কাপড় ব্যবসায়ী আমজাদ হোসেন (৩৫), ডিপিডিসির কর্মচারী মো. দাইয়ান (৪৭) ও ব্যবসায়ী আবুল কালাম আজাদ (৩৭)।
আমজাদ হোসেনের শ্যালক মো. রনি জানান, আমজাদের শ্বশুর আমানুল্লাহ রামপুরায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। হাসপাতালের বিল পরিশোধের জন্য বাসা থেকে ২ লাখ টাকা নিয়ে বাইরে বের হন আমজাদ। পরে আসমানি পরিবহনের একটি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। ওই বাসের কর্মচারীরা তাঁকে অচেতন অবস্থায় ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনের রাস্তায় নামিয়ে দিয়ে যান। অজ্ঞান পার্টির সদস্যরা তাঁর কাছ থেকে ২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন।
এদিকে গুলিস্তান স্টেডিয়ামের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় দাইয়ানকে। তাঁর চাচাতো ভাই মো. রাজিব জানান, ডিপিডিসির লালবাগ জোনে চাকরি করেন দাইয়ান। তাঁর বাড়ি মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলায়। গ্রাম থেকে রোববার দুপুরে তিনি ঢাকায় আসছিলেন। পথে দোয়েল পরিবহনের একটি বাসে ওঠেন। ওই বাসের মধ্যেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। পরে ওই বাসের কর্মচারীরা তাঁকে গুলিস্তানে স্টেডিয়ামের পাশে এনে নামিয়ে দেয়। তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোন থেকেই আমাদের খবর দেয়।
এদিকে মিরপুর থেকে উদ্ধার হওয়া ব্যবসায়ী আবুল কালাম আজাদের ফুপাতো ভাই মো. নাজমুল হক জানান, কালামের বাড়ি জামালপুর সদর উপজেলায়। রোববার গ্রাম থেকে উত্তরায় এসেছিলেন এক আত্মীয়ের বাসায়। কিছুক্ষণ পর জানতে পারেন কালাম মিরপুর ১ নম্বরে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে আছেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে ভুক্তভোগীদের মিটফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে