পরিবেশ রক্ষায় সব স্কুল কলেজে গ্রিন ক্লাব

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২১, ০৭: ৪০
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১০: ১৯

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সব উচ্চবিদ্যালয় ও কলেজে একটি করে গ্রিন ক্লাব গঠন করা হয়েছে। গতকাল শনিবার সকালে এসব ক্লাবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় এবং সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সিলেটের সহযোগিতায় গঠিত এসব গ্রিন ক্লাব বিদ্যালয় এলাকা ও দেশের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় কাজ করবে।

পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে ও সংগঠনের ক্রীড়া সম্পাদক আসাদ জাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির।

এ সময় জেলা প্রশাসক বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। কিন্তু সরকারের একার পক্ষে পরিবেশ রক্ষা সম্ভব নয়। এ জন্য তরুণ প্রজন্মসহ দেশের সব মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি গ্রিন ক্লাব গঠনের জন্য পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা এবং ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ খায়রুল আলম, তাহিরপুর বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, জনতা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোদাচ্ছির আলম, বাদাঘাট পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, চানপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, কলাগাঁও চারাগাঁও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, হাওর বাংলা টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ জাবির আহমেদ জাবেদ, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সদস্য নারজেল হোসেন, ফখর উদ্দিন, দিন ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত