পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১০ টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্পর তীব্র সংকট দেখা দিয়েছে। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা এবং এনজিও থেকে টাকা তুলতে আসা লোকজনকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সংকট সমাধানে দ্রুত রেভিনিউ স্ট্যাম্প সরবরাহের জন্য জেলা অফিসে চাহিদাপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছে উপজেলা ডাক বিভাগ।
উপজেলার বিভিন্ন সরকারি অফিস, ব্যাংক, বিমা ও এনজিও অফিস ঘুরে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে রেভিনিউ স্ট্যাম্পের সংকট চলছে। এই স্ট্যাম্পের অভাবে অফিসের বিল ভাউচার করা যাচ্ছে না। কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সাধারণত কোনো বিলের অর্থ সরকারি কোষাগার থেকে গ্রহণের জন্য এ রেভিনিউ স্ট্যাম্প ব্যবহার করে স্বাক্ষর করতে হয়। সঞ্চয়পত্রের লভ্যাংশ, এমটিডিআর, এফডিআরসহ মাসিক মুনাফাভিত্তিক বিভিন্ন স্কিমের লভ্যাংশ, গ্যাস ও বিদ্যুৎ বিলেও এই রেভিনিউ স্ট্যাম্প লাগানোর বিধান রয়েছে। ৪০০ টাকার বেশি লেনদেন হলেই ১০ টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প ব্যাবহার করতে হয়। এই রেভিনিউ স্ট্যাম্প ডাকঘর থেকে কিনতে হয়। বর্তমানে ডাকঘরে এই রেভিনিউ স্ট্যাম্পের সরবরাহ নেই।
উপজেলার আতকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল আমিন বলেন, ‘রেভিনিউ স্ট্যাম্প কোথাও পাওয়া যাচ্ছে না। তাই আমাদের শিক্ষকদের বেতন দেওয়া যাচ্ছে না। চার দিন আগে ইউআরসিতে আমাদের একটি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। কিন্তু রেভিনিউ স্ট্যাম্পের অভাবে আমাদের সম্মানীর টাকাও দিতে পারছেন না কর্তৃপক্ষ।’
এ নিয়ে জানতে চাইলে পাকুন্দিয়া উপজেলা ডাক বিভাগের পোস্ট মাস্টার মো. সোলায়মান ভূঁইয়া বলেন, ‘আমাদের অফিসের মজুত করা ১০ টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প শেষ হয়েছে। জুন মাসে এ স্ট্যাম্পের প্রচুর চাহিদা দেখা দেয়। জেলা অফিসে রেভিনিউ স্ট্যাম্প সরবরাহের জন্য চাহিদাপত্র পাঠিয়েছি। কিন্তু কোনো রেভিনিউ স্ট্যাম্প বরাদ্দ পাওয়া যাচ্ছে না। আশা করছি শিগগিরই সরবরাহ পাওয়া যাবে।’
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১০ টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্পর তীব্র সংকট দেখা দিয়েছে। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা এবং এনজিও থেকে টাকা তুলতে আসা লোকজনকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সংকট সমাধানে দ্রুত রেভিনিউ স্ট্যাম্প সরবরাহের জন্য জেলা অফিসে চাহিদাপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছে উপজেলা ডাক বিভাগ।
উপজেলার বিভিন্ন সরকারি অফিস, ব্যাংক, বিমা ও এনজিও অফিস ঘুরে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে রেভিনিউ স্ট্যাম্পের সংকট চলছে। এই স্ট্যাম্পের অভাবে অফিসের বিল ভাউচার করা যাচ্ছে না। কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সাধারণত কোনো বিলের অর্থ সরকারি কোষাগার থেকে গ্রহণের জন্য এ রেভিনিউ স্ট্যাম্প ব্যবহার করে স্বাক্ষর করতে হয়। সঞ্চয়পত্রের লভ্যাংশ, এমটিডিআর, এফডিআরসহ মাসিক মুনাফাভিত্তিক বিভিন্ন স্কিমের লভ্যাংশ, গ্যাস ও বিদ্যুৎ বিলেও এই রেভিনিউ স্ট্যাম্প লাগানোর বিধান রয়েছে। ৪০০ টাকার বেশি লেনদেন হলেই ১০ টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প ব্যাবহার করতে হয়। এই রেভিনিউ স্ট্যাম্প ডাকঘর থেকে কিনতে হয়। বর্তমানে ডাকঘরে এই রেভিনিউ স্ট্যাম্পের সরবরাহ নেই।
উপজেলার আতকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল আমিন বলেন, ‘রেভিনিউ স্ট্যাম্প কোথাও পাওয়া যাচ্ছে না। তাই আমাদের শিক্ষকদের বেতন দেওয়া যাচ্ছে না। চার দিন আগে ইউআরসিতে আমাদের একটি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। কিন্তু রেভিনিউ স্ট্যাম্পের অভাবে আমাদের সম্মানীর টাকাও দিতে পারছেন না কর্তৃপক্ষ।’
এ নিয়ে জানতে চাইলে পাকুন্দিয়া উপজেলা ডাক বিভাগের পোস্ট মাস্টার মো. সোলায়মান ভূঁইয়া বলেন, ‘আমাদের অফিসের মজুত করা ১০ টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প শেষ হয়েছে। জুন মাসে এ স্ট্যাম্পের প্রচুর চাহিদা দেখা দেয়। জেলা অফিসে রেভিনিউ স্ট্যাম্প সরবরাহের জন্য চাহিদাপত্র পাঠিয়েছি। কিন্তু কোনো রেভিনিউ স্ট্যাম্প বরাদ্দ পাওয়া যাচ্ছে না। আশা করছি শিগগিরই সরবরাহ পাওয়া যাবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে