রিমন রহমান, রাজশাহী
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের একটি সেলে বন্দীজীবন কাটাচ্ছেন কাটাখালী পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র আব্বাস আলী। একই কারাগার থেকে গত রোববার মুক্তি পেয়েছেন রাজশাহীর আড়ানী পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র মুক্তার আলী। এখন মেয়রের পদ ফিরে পেতে ছোটাছুটি করছেন তিনি।
আব্বাস আলী ও মুক্তার আলী দুজনেই দ্বিতীয়বারের মতো পৌর মেয়র নির্বাচিত হন। আব্বাস দুবারই মেয়র হন আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে। আর মুক্তার আলী প্রথমবার আওয়ামী লীগের মনোনয়ন পেলেও পরেরবার পাননি। তাই স্বতন্ত্র প্রার্থী হন। দলের সিদ্ধান্ত অমান্য করে ‘বিদ্রোহী’ হওয়ায় তাঁকে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়।
আর সম্প্রতি বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ করলে ‘পাপ হবে’ মন্তব্য করে বেকায়দায় পড়েন আব্বাস। তাঁকে আওয়ামী লীগের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তাঁর নামে মামলা হয় ডিজিটাল নিরাপত্তা আইনে। এ মামলায় ১ ডিসেম্বর গ্রেপ্তার হয়ে কারাগারে তিনি। ১০ ডিসেম্বর তাঁকে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করে সরকার।
আব্বাস রাজশাহী কেন্দ্রীয় কারাগারে যাওয়ার ছয় মাস আগে থেকেই এই কারাগারে ছিলেন আরেক বরখাস্ত মেয়র মুক্তার আলী। এলাকার এক শিক্ষককে মারধরের জেরে করা মামলায় পুলিশ গত ৯ জুলাই তাঁকে গ্রেপ্তার করে। বাড়ি থেকে প্রায় কোটি টাকা, অস্ত্র এবং মাদক উদ্ধারের ঘটনায় আরও তিনটি মামলার আসামি হন তিনি। ১২ জুলাই মুক্তারকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার সুব্রত কুমার বালা জানান, দুই বরখাস্ত মেয়র একই কারাগারে থাকলেও তাঁদের দেখা হয়নি। মুক্তার আলী কারাগারে ছিলেন একটি সাধারণ ওয়ার্ডে। আর নিরাপত্তার ঝুঁকি থাকায় আব্বাসকে রাখা হয়েছে একটি সেলে। ফলে দুজনের দেখা হওয়ার কোনো সুযোগ হয়নি। দুই বরখাস্ত মেয়রের কেউই কারাগারে ডিভিশন পাননি বলেও জানান তিনি।
সুব্রত কুমার বালা আরও জানান, একে একে চারটি মামলাতেই জামিন পান আড়ানীর মুক্তার। তারপর ১৯ ডিসেম্বর তিনি মুক্তি পান। আব্বাস আলীর এখনো জামিন হয়নি। আব্বাসের মামলার অভিযোগপত্রও দাখিল হয়নি বলে জানিয়েছে পুলিশ।
এদিকে কারাগার থেকে বেরিয়ে ১৯ ডিসেম্বর রাতে আড়ানী পৌর এলাকার তালতলী বাজারে সমাবেশ করেন মুক্তার আলী। সমর্থকদের কাছ থেকে সেখানে নিয়েছেন সংবর্ধনাও। পরে মুক্তার আলী ঢাকা চলে যান। মেয়রের পদ ফিরে পেতে তিনি হাইকোর্টে রিট করেছেন। মুক্তার আলী নিজেই বিষয়টি স্বীকার করেছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে মুক্তার আলী বলেন, ‘আমার নামে চারটা মামলা দেওয়া হয়েছে। পুলিশ মামলার চার্জশিটও দিয়েছে। তবে আইনের আশ্রয় নেওয়ার অধিকার আমারও আছে। আমি কাজ শুরু করেছি। মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের জন্য আমি হাইকোর্টে রিট করেছি। এখনো শুনানি হয়নি।’
মুক্তার আলীকে বরখাস্ত করার পর আড়ানী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেয়েছেন ওয়ার্ড কাউন্সিলর কার্ত্তিক চন্দ্র হালদার। আর কাটাখালী পৌরসভার আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেয়েছেন কাউন্সিলর আনোয়ার সাদাত নান্নু। রাজশাহীর ১৪টি পৌরসভার মধ্যে পবার কাটাখালীর আব্বাস এবং বাঘার আড়ানীর মুক্তারই সবচেয়ে ‘প্রতাপশালী’ মেয়র ছিলেন।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের একটি সেলে বন্দীজীবন কাটাচ্ছেন কাটাখালী পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র আব্বাস আলী। একই কারাগার থেকে গত রোববার মুক্তি পেয়েছেন রাজশাহীর আড়ানী পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র মুক্তার আলী। এখন মেয়রের পদ ফিরে পেতে ছোটাছুটি করছেন তিনি।
আব্বাস আলী ও মুক্তার আলী দুজনেই দ্বিতীয়বারের মতো পৌর মেয়র নির্বাচিত হন। আব্বাস দুবারই মেয়র হন আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে। আর মুক্তার আলী প্রথমবার আওয়ামী লীগের মনোনয়ন পেলেও পরেরবার পাননি। তাই স্বতন্ত্র প্রার্থী হন। দলের সিদ্ধান্ত অমান্য করে ‘বিদ্রোহী’ হওয়ায় তাঁকে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়।
আর সম্প্রতি বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ করলে ‘পাপ হবে’ মন্তব্য করে বেকায়দায় পড়েন আব্বাস। তাঁকে আওয়ামী লীগের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তাঁর নামে মামলা হয় ডিজিটাল নিরাপত্তা আইনে। এ মামলায় ১ ডিসেম্বর গ্রেপ্তার হয়ে কারাগারে তিনি। ১০ ডিসেম্বর তাঁকে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করে সরকার।
আব্বাস রাজশাহী কেন্দ্রীয় কারাগারে যাওয়ার ছয় মাস আগে থেকেই এই কারাগারে ছিলেন আরেক বরখাস্ত মেয়র মুক্তার আলী। এলাকার এক শিক্ষককে মারধরের জেরে করা মামলায় পুলিশ গত ৯ জুলাই তাঁকে গ্রেপ্তার করে। বাড়ি থেকে প্রায় কোটি টাকা, অস্ত্র এবং মাদক উদ্ধারের ঘটনায় আরও তিনটি মামলার আসামি হন তিনি। ১২ জুলাই মুক্তারকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার সুব্রত কুমার বালা জানান, দুই বরখাস্ত মেয়র একই কারাগারে থাকলেও তাঁদের দেখা হয়নি। মুক্তার আলী কারাগারে ছিলেন একটি সাধারণ ওয়ার্ডে। আর নিরাপত্তার ঝুঁকি থাকায় আব্বাসকে রাখা হয়েছে একটি সেলে। ফলে দুজনের দেখা হওয়ার কোনো সুযোগ হয়নি। দুই বরখাস্ত মেয়রের কেউই কারাগারে ডিভিশন পাননি বলেও জানান তিনি।
সুব্রত কুমার বালা আরও জানান, একে একে চারটি মামলাতেই জামিন পান আড়ানীর মুক্তার। তারপর ১৯ ডিসেম্বর তিনি মুক্তি পান। আব্বাস আলীর এখনো জামিন হয়নি। আব্বাসের মামলার অভিযোগপত্রও দাখিল হয়নি বলে জানিয়েছে পুলিশ।
এদিকে কারাগার থেকে বেরিয়ে ১৯ ডিসেম্বর রাতে আড়ানী পৌর এলাকার তালতলী বাজারে সমাবেশ করেন মুক্তার আলী। সমর্থকদের কাছ থেকে সেখানে নিয়েছেন সংবর্ধনাও। পরে মুক্তার আলী ঢাকা চলে যান। মেয়রের পদ ফিরে পেতে তিনি হাইকোর্টে রিট করেছেন। মুক্তার আলী নিজেই বিষয়টি স্বীকার করেছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে মুক্তার আলী বলেন, ‘আমার নামে চারটা মামলা দেওয়া হয়েছে। পুলিশ মামলার চার্জশিটও দিয়েছে। তবে আইনের আশ্রয় নেওয়ার অধিকার আমারও আছে। আমি কাজ শুরু করেছি। মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের জন্য আমি হাইকোর্টে রিট করেছি। এখনো শুনানি হয়নি।’
মুক্তার আলীকে বরখাস্ত করার পর আড়ানী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেয়েছেন ওয়ার্ড কাউন্সিলর কার্ত্তিক চন্দ্র হালদার। আর কাটাখালী পৌরসভার আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেয়েছেন কাউন্সিলর আনোয়ার সাদাত নান্নু। রাজশাহীর ১৪টি পৌরসভার মধ্যে পবার কাটাখালীর আব্বাস এবং বাঘার আড়ানীর মুক্তারই সবচেয়ে ‘প্রতাপশালী’ মেয়র ছিলেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে