নারী নির্যাতন বন্ধে কর্মসূচি উদ্বোধন

বাগমারা প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২১, ০৭: ৪৯
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৬

‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ প্রতিপাদ্য নিয়ে বাগমারায় ‘অরেঞ্জ ক্যাম্পেইন’ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের বাস্তবায়নে এবং উপজেলা পরিষদের আয়োজনে ১৬ দিনব্যাপী নারী নির্যাতনবিরোধী এই কর্মসূচি চলবে।

অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহিলাবিষয়ক কর্মকর্তা খন্দোকার মাক্কামাম মাহমুদার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাহানা আখতার জাহান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, নারী ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) তারেকুল ইসলাম, ইএএলজি প্রকল্পের ডিএফ আবু হেনা মস্তফা কামাল প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত