নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজকের তরুণেরা মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, সমাজ সম্পর্কে অনেক কম জানে, যেটা শঙ্কার কারণ। তরুণদের মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক ইতিহাস জানাতে হবে। তাহলে অন্তত এই প্রজন্ম জঙ্গিবাদে জড়াবে না।
গতকাল মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের অভ্যুদয়: বুদ্ধিজীবীদের অবদান’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আমরা ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। এর সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে আছে। তরুণ প্রজন্মকে এসব নিয়ে জানাতে হবে। এই দায়িত্ব আমাদেরই। নতুন প্রজন্মকে দোষ দিয়ে কোনো লাভ নেই। ’৭৫-পরবর্তী সময়ে আমাদের পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস অনেক বিকৃতি করে পড়ানো হতো। এখন সময় এসেছে সঠিক ইতিহাস জানানোর।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, আমরা উন্নয়নের মহাসড়কে আছি। তাঁর সঙ্গে শিল্প, সাহিত্য ও মুক্তিযুদ্ধকেও গুরুত্ব দিতে হবে। আমাদের তরুণ প্রজন্ম যদি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা জানে, তাহলে তারা কখনোই জঙ্গিবাদে জড়াবে না।
শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার বলেন, ‘বাবার গল্পগুলো শুনেছি, চোখে তো দেখিনি। সে সব দিনের কথা ভাবলে এখনো আঁতকে উঠি। বুদ্ধিজীবীদের তালিকা হওয়া দরকার।’
অনুষ্ঠানে মিট দ্য প্রেস ও আন্তর্জাতিক লিয়াজোঁ উপকমিটির আহ্বায়ক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন শহীদ বুদ্ধিজীবী ডা. আবদুল আলীম চৌধুরীর কন্যা ডা. নুজহাত চৌধুরী, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান প্রমুখ।
আজকের তরুণেরা মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, সমাজ সম্পর্কে অনেক কম জানে, যেটা শঙ্কার কারণ। তরুণদের মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক ইতিহাস জানাতে হবে। তাহলে অন্তত এই প্রজন্ম জঙ্গিবাদে জড়াবে না।
গতকাল মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের অভ্যুদয়: বুদ্ধিজীবীদের অবদান’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আমরা ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। এর সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে আছে। তরুণ প্রজন্মকে এসব নিয়ে জানাতে হবে। এই দায়িত্ব আমাদেরই। নতুন প্রজন্মকে দোষ দিয়ে কোনো লাভ নেই। ’৭৫-পরবর্তী সময়ে আমাদের পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস অনেক বিকৃতি করে পড়ানো হতো। এখন সময় এসেছে সঠিক ইতিহাস জানানোর।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, আমরা উন্নয়নের মহাসড়কে আছি। তাঁর সঙ্গে শিল্প, সাহিত্য ও মুক্তিযুদ্ধকেও গুরুত্ব দিতে হবে। আমাদের তরুণ প্রজন্ম যদি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা জানে, তাহলে তারা কখনোই জঙ্গিবাদে জড়াবে না।
শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার বলেন, ‘বাবার গল্পগুলো শুনেছি, চোখে তো দেখিনি। সে সব দিনের কথা ভাবলে এখনো আঁতকে উঠি। বুদ্ধিজীবীদের তালিকা হওয়া দরকার।’
অনুষ্ঠানে মিট দ্য প্রেস ও আন্তর্জাতিক লিয়াজোঁ উপকমিটির আহ্বায়ক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন শহীদ বুদ্ধিজীবী ডা. আবদুল আলীম চৌধুরীর কন্যা ডা. নুজহাত চৌধুরী, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান প্রমুখ।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে