নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্যাচ মিস তো ম্যাচ মিস! ক্রিকেটের বহুল ব্যবহৃত প্রবাদটা নতুন করে বলার নেই। কিন্তু সেটিই নতুন করে আবার সামনে আসছে বিপিএলে ফিল্ডারদের পিচ্ছিল হাত দেখে। টুর্নামেন্টে ক্যাচ ফসকানোর দৃশ্য যেন নিয়মিত হয়ে উঠেছে। গতকাল পর্যন্ত টুর্নামেন্টের আট ম্যাচে অন্তত ২২টি ক্যাচ পড়েছে। আর এটিই অনেক সময় ভাগ্য গড়ে দিচ্ছে।
ঢাকা পর্বের আট ম্যাচের শুধু দুটিতে ক্যাচ মিসের উদাহরণ নেই। ক্যাচ মিস অবশ্যই খেলার অংশ। কিন্তু এবারের আসরে বাজে ফিল্ডিংয়ের কারণে এমন একজনই শীর্ষে যা দেখে চক্ষু চড়কগাছ! আন্দ্রে রাসেল এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৩টি ক্যাচ ছেড়েছেন। যার দুটিই ছিল সহজ বা ‘ডলি’। তামিম ইকবালের হাতও যথেষ্ট পিচ্ছিল দেখা গেল। টানা দুই ম্যাচে দুটি ক্যাচ ছেড়েছেন ঢাকার বাঁহাতি ওপেনার। ক্যাচ মিসের তালিকায় নাম আছে থিসারা পেরেরা, বেনি হাওয়েলের মতো ফিল্ডারদেরও।
ক্যাচ তোলায় সবচেয়ে এগিয়ে চট্টগ্রাম। মেহেদী হাসান মিরাজের দল সর্বশেষ দুই ম্যাচেই ৫টি করে ক্যাচ তুলেছে। ঢাকা ও খুলনা ৩টি করে ক্যাচ ছেড়েছে। চট্টগ্রাম যে ছাড়েনি, তা নয়। দুটি ম্যাচেই দুবার করে ক্যাচ হাতছাড়া করেছে মিরাজের দল। তবে প্রতিপক্ষের ক্যাচ মিসের সুফলটা ভালোই পাচ্ছে তারা। বাজে ফিল্ডিংয়ের ম্যাচ দুটিতে খুলনা এবং ঢাকাকে হারিয়েছে তারা।
দল হিসেবে সবচেয়ে বেশি ৬টি ক্যাচ ছেড়েছে ঢাকা। বিব্রতকর এই পরিসংখ্যানে দলকে নেতৃত্ব দিচ্ছেন রাসেল। সন্ধ্যার ম্যাচে শিশিরের একটা প্রভাব থাকে সেটা মানা যতটা সহজ, দুপুরের ম্যাচের ক্যাচ মিস মেনে নেওয়া ততটাই কঠিন! গত পরশু ক্যাচ মিসের মহড়ার ম্যাচে ৭ উইকেটে ১৯০ রান করে চট্টগ্রাম। যা এবারের টুর্নামেন্টের যেকোনো দলের সর্বোচ্চ।
চট্টগ্রামের বিপক্ষে রান তাড়ায় ২৫ রানে হারে খুলনা। হারের পর সতীর্থ ফিল্ডারদের ওপর যেন কিছুটা বিরক্ত দলের অধিনায়ক মুশফিকুর রহিম। অকপটেই তিনি বলেছেন, ‘যদি ৩-৪টা ক্যাচ মিস করেন, এটা আপনাকে (ম্যাচ জিততে) সহায়তা করবে না। বোলাররা পরিকল্পনা কাজে লাগাতে পারেনি এবং ফিল্ডাররাও রান বাঁচাতে পারেনি।’
শুধু মুশফিক কেন, টুর্নামেন্টে সব অধিনায়কেরই হতাশা আর চিন্তা বাড়াচ্ছে ফিল্ডারদের পিচ্ছিল হাত।
ক্যাচ মিস তো ম্যাচ মিস! ক্রিকেটের বহুল ব্যবহৃত প্রবাদটা নতুন করে বলার নেই। কিন্তু সেটিই নতুন করে আবার সামনে আসছে বিপিএলে ফিল্ডারদের পিচ্ছিল হাত দেখে। টুর্নামেন্টে ক্যাচ ফসকানোর দৃশ্য যেন নিয়মিত হয়ে উঠেছে। গতকাল পর্যন্ত টুর্নামেন্টের আট ম্যাচে অন্তত ২২টি ক্যাচ পড়েছে। আর এটিই অনেক সময় ভাগ্য গড়ে দিচ্ছে।
ঢাকা পর্বের আট ম্যাচের শুধু দুটিতে ক্যাচ মিসের উদাহরণ নেই। ক্যাচ মিস অবশ্যই খেলার অংশ। কিন্তু এবারের আসরে বাজে ফিল্ডিংয়ের কারণে এমন একজনই শীর্ষে যা দেখে চক্ষু চড়কগাছ! আন্দ্রে রাসেল এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৩টি ক্যাচ ছেড়েছেন। যার দুটিই ছিল সহজ বা ‘ডলি’। তামিম ইকবালের হাতও যথেষ্ট পিচ্ছিল দেখা গেল। টানা দুই ম্যাচে দুটি ক্যাচ ছেড়েছেন ঢাকার বাঁহাতি ওপেনার। ক্যাচ মিসের তালিকায় নাম আছে থিসারা পেরেরা, বেনি হাওয়েলের মতো ফিল্ডারদেরও।
ক্যাচ তোলায় সবচেয়ে এগিয়ে চট্টগ্রাম। মেহেদী হাসান মিরাজের দল সর্বশেষ দুই ম্যাচেই ৫টি করে ক্যাচ তুলেছে। ঢাকা ও খুলনা ৩টি করে ক্যাচ ছেড়েছে। চট্টগ্রাম যে ছাড়েনি, তা নয়। দুটি ম্যাচেই দুবার করে ক্যাচ হাতছাড়া করেছে মিরাজের দল। তবে প্রতিপক্ষের ক্যাচ মিসের সুফলটা ভালোই পাচ্ছে তারা। বাজে ফিল্ডিংয়ের ম্যাচ দুটিতে খুলনা এবং ঢাকাকে হারিয়েছে তারা।
দল হিসেবে সবচেয়ে বেশি ৬টি ক্যাচ ছেড়েছে ঢাকা। বিব্রতকর এই পরিসংখ্যানে দলকে নেতৃত্ব দিচ্ছেন রাসেল। সন্ধ্যার ম্যাচে শিশিরের একটা প্রভাব থাকে সেটা মানা যতটা সহজ, দুপুরের ম্যাচের ক্যাচ মিস মেনে নেওয়া ততটাই কঠিন! গত পরশু ক্যাচ মিসের মহড়ার ম্যাচে ৭ উইকেটে ১৯০ রান করে চট্টগ্রাম। যা এবারের টুর্নামেন্টের যেকোনো দলের সর্বোচ্চ।
চট্টগ্রামের বিপক্ষে রান তাড়ায় ২৫ রানে হারে খুলনা। হারের পর সতীর্থ ফিল্ডারদের ওপর যেন কিছুটা বিরক্ত দলের অধিনায়ক মুশফিকুর রহিম। অকপটেই তিনি বলেছেন, ‘যদি ৩-৪টা ক্যাচ মিস করেন, এটা আপনাকে (ম্যাচ জিততে) সহায়তা করবে না। বোলাররা পরিকল্পনা কাজে লাগাতে পারেনি এবং ফিল্ডাররাও রান বাঁচাতে পারেনি।’
শুধু মুশফিক কেন, টুর্নামেন্টে সব অধিনায়কেরই হতাশা আর চিন্তা বাড়াচ্ছে ফিল্ডারদের পিচ্ছিল হাত।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে