ইলিয়াস কমল, ঢাকা
‘আমি অনেক বেশি লিওর খেয়াল রাখি এবং জানি সেও আমার খেয়াল রাখে’—কথাগুলো রদ্রিগো দি পলের। বিশ্বকাপে মাঠের বাইরে লিওনেল মেসিকে কেন্দ্র করেই তাঁর চলাচল। ‘মাঠের বাইরেও আমরা অনেক ক্লোজ, একসঙ্গে আনন্দ করি। আমরা বন্ধু। বন্ধুদের সঙ্গে তো মানুষ ভালো সময়ই কাটায়!’ দি পল বোঝাচ্ছিলেন মেসির সঙ্গে তাঁর রসায়নের কথা। কিন্তু এসব ছাপিয়ে দি পলের এক বিশেষ পরিচিতি তৈরি হয়েছে—তিনি মেসির ‘বডি গার্ড’।
কীভাবে তিনি মেসির দেহরক্ষী, সেটাই জানা যাক। আর্জেন্টিনায় মেসি এক জাদুকর, এক আশার নাম। এবারও বিশ্বকাপ জিততে তাঁর দিকেই তাকিয়ে আর্জেন্টাইনরা। ২০২১ কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টিনার হয়ে যে শিরোপা জিততে পারে, এই বিশ্বাস ফিরে পেয়েছেন মেসি। সে আশা আরও বেড়েছে কাতার বিশ্বকাপে। আর মেসিকে উজ্জীবিত, আত্মবিশ্বাসী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা দি পলের। আর্জেন্টিনার মিডফিল্ডার বলছিলেন, ‘কোপা আমেরিকায় মেসি দারুণ সময় কাটিয়েছে। আমরা টুর্নামেন্টের পরিসংখ্যানের দিকে তাকাচ্ছিলাম। সেখানে গোল, অ্যাসিস্ট, ফাউল, ড্রিবল এবং অন টার্গেট শট—সব দিক দিয়েই এগিয়ে মেসি। তাকে আমাদের রক্ষা করাই উচিত!’
এভাবে সুরক্ষা দিতে দিতেই পলের পরিচয় হয়ে গেল ‘মেসির বডিগার্ড’। মেসিকে সুরক্ষিত রাখতে সব সময়ই সতর্ক থাকছেন তিনি। কৌশলগত দিক থেকে ও শারীরিক শক্তির জায়গায় মেসিকে মাঠে সুরক্ষিত রাখার কাজটা ভালোভাবেই করছেন দি পল। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে সবচেয়ে বেশি দূরত্ব ৩২ দশমিক ৩৬ মাইল অতিক্রম করেছেন তিনি। যেটা মেসির (১৬ দশমিক ৬৮ মাইল) চেয়ে প্রায় দ্বিগুণ। মাঠে মেসি যা করতে চান, সেটি করতে সবচেয়ে বেশি সহায়তা করেন দি পলই। দলে তাঁর প্রধান কাজই হচ্ছে মেসিকে সহায়তা করা। তাঁর পজিশন পরিবর্তন, ব্লক কাভার—সব মেসিকে কেন্দ্র করেই।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সকারুদের গোলরক্ষক ম্যাট রায়ানকে প্রেস করেন দি পল। তাঁর প্রেসেই বল পেয়ে যান হুলিয়ান আলভারেজ। মেসি তখন বক্সের বাইরে নিষ্ক্রিয় দাঁড়িয়ে ছিলেন। সেই বল গোল করেছেন আলভারেজ। বল পুনর্দখলেও অসাধারণ রদ্রিগো। শুধু গ্রুপ পর্বের ম্যাচেই দি পল বল রিকভারি করেছে ১৮টি। প্রতিপক্ষের ফাইনাল থার্ডে মেসির পর দি পলই সর্বোচ্চ বল সরবরাহকারী। মাঠে প্রতিপক্ষ যখন মেসিকে প্রেস করে তখন মেসির ঢাল হয়ে এসে উপস্থিত হন রদ্রিগো দি পল। মাঠে অবস্থানগত কারণে মেসির কাজটা সহজ করে দিতে পারেন বলে যুক্তি দি পলের, ‘মাঠে যখন থাকি তখন ৮ নম্বর পজিশনে খেলি, আর লিও খেলে ১০ নম্বর পজিশনে। আমাদের মধ্যে দূরত্ব খুবই অল্প! আমি তো তার কাছে থাকতেই পারি!’
বোঝায় যাচ্ছে রদ্রিগো দি পলের খেলার সব কিছুই মেসিকে কেন্দ্র করে। আর্জেন্টিনা অধিনায়ককে প্রতিপক্ষের কড়া মার্কিং থেকে মুক্ত করা, গোলমুখে সহায়তা করে গায়ে সেঁটে গেছে বডি গার্ড তকমা। সামাজিক যোগাযোগমাধ্যমে তো এ নিয়ে রসিকতাও কম হয় না। মেসির দিকে কেউ নিরীহ দৃষ্টিতে তাকালেও পলের অগ্নিদৃষ্টির ছবি ‘মিম’ হয়ে যায় ফেসবুকে।
‘আমি অনেক বেশি লিওর খেয়াল রাখি এবং জানি সেও আমার খেয়াল রাখে’—কথাগুলো রদ্রিগো দি পলের। বিশ্বকাপে মাঠের বাইরে লিওনেল মেসিকে কেন্দ্র করেই তাঁর চলাচল। ‘মাঠের বাইরেও আমরা অনেক ক্লোজ, একসঙ্গে আনন্দ করি। আমরা বন্ধু। বন্ধুদের সঙ্গে তো মানুষ ভালো সময়ই কাটায়!’ দি পল বোঝাচ্ছিলেন মেসির সঙ্গে তাঁর রসায়নের কথা। কিন্তু এসব ছাপিয়ে দি পলের এক বিশেষ পরিচিতি তৈরি হয়েছে—তিনি মেসির ‘বডি গার্ড’।
কীভাবে তিনি মেসির দেহরক্ষী, সেটাই জানা যাক। আর্জেন্টিনায় মেসি এক জাদুকর, এক আশার নাম। এবারও বিশ্বকাপ জিততে তাঁর দিকেই তাকিয়ে আর্জেন্টাইনরা। ২০২১ কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টিনার হয়ে যে শিরোপা জিততে পারে, এই বিশ্বাস ফিরে পেয়েছেন মেসি। সে আশা আরও বেড়েছে কাতার বিশ্বকাপে। আর মেসিকে উজ্জীবিত, আত্মবিশ্বাসী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা দি পলের। আর্জেন্টিনার মিডফিল্ডার বলছিলেন, ‘কোপা আমেরিকায় মেসি দারুণ সময় কাটিয়েছে। আমরা টুর্নামেন্টের পরিসংখ্যানের দিকে তাকাচ্ছিলাম। সেখানে গোল, অ্যাসিস্ট, ফাউল, ড্রিবল এবং অন টার্গেট শট—সব দিক দিয়েই এগিয়ে মেসি। তাকে আমাদের রক্ষা করাই উচিত!’
এভাবে সুরক্ষা দিতে দিতেই পলের পরিচয় হয়ে গেল ‘মেসির বডিগার্ড’। মেসিকে সুরক্ষিত রাখতে সব সময়ই সতর্ক থাকছেন তিনি। কৌশলগত দিক থেকে ও শারীরিক শক্তির জায়গায় মেসিকে মাঠে সুরক্ষিত রাখার কাজটা ভালোভাবেই করছেন দি পল। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে সবচেয়ে বেশি দূরত্ব ৩২ দশমিক ৩৬ মাইল অতিক্রম করেছেন তিনি। যেটা মেসির (১৬ দশমিক ৬৮ মাইল) চেয়ে প্রায় দ্বিগুণ। মাঠে মেসি যা করতে চান, সেটি করতে সবচেয়ে বেশি সহায়তা করেন দি পলই। দলে তাঁর প্রধান কাজই হচ্ছে মেসিকে সহায়তা করা। তাঁর পজিশন পরিবর্তন, ব্লক কাভার—সব মেসিকে কেন্দ্র করেই।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সকারুদের গোলরক্ষক ম্যাট রায়ানকে প্রেস করেন দি পল। তাঁর প্রেসেই বল পেয়ে যান হুলিয়ান আলভারেজ। মেসি তখন বক্সের বাইরে নিষ্ক্রিয় দাঁড়িয়ে ছিলেন। সেই বল গোল করেছেন আলভারেজ। বল পুনর্দখলেও অসাধারণ রদ্রিগো। শুধু গ্রুপ পর্বের ম্যাচেই দি পল বল রিকভারি করেছে ১৮টি। প্রতিপক্ষের ফাইনাল থার্ডে মেসির পর দি পলই সর্বোচ্চ বল সরবরাহকারী। মাঠে প্রতিপক্ষ যখন মেসিকে প্রেস করে তখন মেসির ঢাল হয়ে এসে উপস্থিত হন রদ্রিগো দি পল। মাঠে অবস্থানগত কারণে মেসির কাজটা সহজ করে দিতে পারেন বলে যুক্তি দি পলের, ‘মাঠে যখন থাকি তখন ৮ নম্বর পজিশনে খেলি, আর লিও খেলে ১০ নম্বর পজিশনে। আমাদের মধ্যে দূরত্ব খুবই অল্প! আমি তো তার কাছে থাকতেই পারি!’
বোঝায় যাচ্ছে রদ্রিগো দি পলের খেলার সব কিছুই মেসিকে কেন্দ্র করে। আর্জেন্টিনা অধিনায়ককে প্রতিপক্ষের কড়া মার্কিং থেকে মুক্ত করা, গোলমুখে সহায়তা করে গায়ে সেঁটে গেছে বডি গার্ড তকমা। সামাজিক যোগাযোগমাধ্যমে তো এ নিয়ে রসিকতাও কম হয় না। মেসির দিকে কেউ নিরীহ দৃষ্টিতে তাকালেও পলের অগ্নিদৃষ্টির ছবি ‘মিম’ হয়ে যায় ফেসবুকে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৮ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে