শিল্পীদের চিকিৎসক ডা. এজাজ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০২ মার্চ ২০২২, ০৬: ৩২
আপডেট : ০২ মার্চ ২০২২, ০৯: ৫৬

অভিনেতা ছাড়াও এজাজুল ইসলামের আরেকটি পরিচয় আছে। তিনি চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন। ফি কম নেন, তাই তাঁকে ‘গরিবের ডাক্তার’ও বলেন অনেকে।

ডা. এজাজ এবার যুক্ত হলেন নতুন এক উদ্যোগের সঙ্গে। টিভি নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’ উদ্যোগ নিয়েছে, প্রতি মাসে একবার সবাইকে ফ্রি চিকিৎসা দেওয়া হবে। আর এই চিকিৎসা দেবেন ডা. এজাজ।

গতকাল মার্চের প্রথম দিনে প্রথমবারের মতো সহকর্মীদের ডাক্তার হিসেবে পাওয়া গেছে এজাজকে। সংগঠনটির আইন ও কল্যাণ সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী করের তত্ত্বাবধানে অভিনয়শিল্পী সংঘের কার্যালয়ে গতকাল থেকে শুরু হয়েছে এটি। প্রথম দিন এজাজের কাছ থেকে সেবা নিয়েছেন ঊর্মিলা, নয়ন, হিমে হাফিজসহ অনেকেই।

অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম বলেন, ‘প্রতি মাসের ১ তারিখ ডা. এজাজ ভাই আমাদের সবাইকে ফ্রি চিকিৎসাসেবা দেবেন। আমরা নিয়মিত চেকআপের পাশাপাশি পরামর্শ ও অস্ত্রোপচার বা সার্জারি সম্পর্কিত সেবা পাব তাঁর কাছ থেকে। ভবিষ্যতে এজাজ ভাইয়ের সঙ্গে যুক্ত হবেন আরও কয়েকজন ডাক্তার। ডা. এজাজ ভাই অসম্ভব ভালো মানুষ। চিকিৎসাসেবার বিষয়টি তিনি নিজে দেখবেন বলে কথা দিয়েছেন।’

শুধু অভিনয়শিল্পীদের জন্য নয়; ক্যামেরা, লাইট, প্রোডাকশন, মেকআপ, পরিবহনকর্মীসহ টিভি নাটকের সঙ্গে যুক্ত প্রত্যেকেই এ সেবা পাবেন বলে জানা গেছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত