ডুবে যাওয়া জাহাজের মাল চুরি, আটক ১২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২১, ০৮: ৩২
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৪: ২৩

ডুবে যাওয়া জাহাজ থেকে গ্যালভানাইজ অংগেল চুরির ঘটনায় ১২ জনকে আটক করেছে সদরঘাট নৌ-থানা পুলিশ। গত রোববার দিবাগত রাতে কর্ণফুলী নদীর মোহনা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে পদ্মা সেতুতে ব্যবহার করার জন্য আনা সাড়ে ৪ হাজার গ্যালভানাজ অংগেল উদ্ধার করা হয়েছে।

আটক ১২ জন হলেন সোহরাব হোসেন, রফিক, মো. আক্কাস, শেখ মোহাম্মদ, আইয়ুব আলী, জবেল হোসেন, খায়ের আহমেদ, নুরুল আবছার, আরাফাত, আব্দুল হামিদ, মোহাম্মদ আলী, মাহবুব আলী। এদের মধ্যে সোহরাব, রফিক ও মো. আক্কাস তিনজন প্রশিক্ষিত ডুবুরি। তাঁরাই ডুবে যাওয়া এমভি হ্যাং গ্যাং-১ নামের জাহাজ থেকে মালামাল চুরি করে ইঞ্জিন চালিত নৌকায় তোলেন।

জানতে চাইলে সদরঘাট নৌ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২৩ জুলাই মাদার ভেসেল থেকে মালামাল নিয়ে মুন্সিগঞ্জ যাওয়ার পথে এমভি হ্যাং গ্যাং-১ নামের একটি জাহাজ সন্দ্বীপ চ্যানেলে ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজটি থেকে কিছু মালামাল উদ্ধার করে ১৪ দিন আগে পদ্মা সেতু এলাকায় নিয়ে যাওয়া হয়। ওই জাহাজ থেকেই উদ্ধার মালামালগুলি চুরি করেছিলেন আটক ১২ জন। খবর পেয়ে আমরা কর্ণফুলী নদীর মোহনা থেকে তাদের আটক করি। এ সময় দুটি ইঞ্জিন চালিত নৌকা থেকে সাড়ে ৪ হাজার গ্যালভানাইজ অ্যাংগেল উদ্ধার করা হয়। এসব অ্যাংগেল পদ্মা সেতুর রেলসেতুতে ব্যবহারের জন্য আনা হয়।’

ওসি মিজানুর রহমান বলেন, ডুবে যাওয়া জাহাজ থেকে মালামাল উদ্ধারে সোহরাব কাজ করেন। পরে সেই ওই জাহাজ থেকে মালামাল চুরির জন্য সে অন্যদের সংঘবদ্ধ করেন। তাদের সঙ্গে আরিফ প্রকাশ আলী ও জাবেদ এখনো পলাতক রয়েছেন। আটক ১২ জনের বিরুদ্ধে চট্টগ্রামের কর্ণফুলী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত