কুমারখালীতে নৌকা পেলেন যাঁরা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২১, ০৮: ০৫
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৫: ১১

আগামী ২৩ ডিসেম্বর কুষ্টিয়ার কুমারখালীতে অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। গতকাল রোববার এ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ।

আসন্ন নির্বাচনে উপজেলার কয়া ইউপিতে নৌকা পেয়েছেন সাদিয়া জামাল, শিলাইদহে মো. সালাউদ্দিন খান তারেক, জগন্নাথপুরে মো. ফারুক আজম হান্নান, সদকীতে মিনহাজুল আবেদীন দ্বীপ, নন্দনালপুরে মো. নওশের আলী বিশ্বাস, চাপড়াতে মনির হাসান, বাগুলাটে মো. আজিজুল হক নবা, যদুবয়রাতে মো. মিজরহমান চাঁদপুরে মো. সোহরাব উদ্দিন, পান্টিতে মো. কামরুজ্জামান (মান্নান মোল্লা) ও চরসাদীপুর ইউনিয়নে মো. তোফাজ্জেল হোসেন।

জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়া ইউপিতে বর্তমান চেয়ারম্যান জিয়াউল হক স্বপন বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হন, শিলাইদহে বর্তমান চেয়ারম্যান সালাউদ্দিন খান তারেক নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, জগন্নাথপুরের বর্তমান চেয়ারম্যান ফারুক আহমেদ খান।

তিনি নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। তবে এবার তিনি দলীয় মনোনয়ন পাননি, তার পরিবর্তে এবার মনোনয়ন পেয়েছেন শেখ ফারুক আযম হান্নান।

সদকী ইউপিতে বর্তমান চেয়ারম্যান আব্দুল মজিদ। তিনি গেলবার বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এবার এই ইউপিতে নৌকা প্রতীক দেওয়া হয়েছে মিনহাজুল আবেদীন দ্বীপকে। যদুবয়রাতেও মনোনয়ন পাননি বর্তমান চেয়ারম্যান শরিফুল আলম।

এ বিষয়ে কুমারখালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সামসুজ্জামান অরুণ বলেন, ‘যেহেতু কেন্দ্রের ইচ্ছায় সব কিছু হয়েছে তারপরও এবারের নির্বাচনে উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে নয়টি ইউপিতেই যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু যদুবয়রা ও পান্টি ইউপিতে নৌকার যোগ্য প্রার্থী দেওয়া হয়নি, যে কারণে এই দুই ইউপিতে একাধিক বিদ্রোহী প্রার্থী থাকতে পারে, তাতে দলের ভাবমূর্তি নষ্ট হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত