পাইকগাছায় স্কুলের নতুন ভবন উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২১, ০৯: ১৫
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৫: ৪৬

পাইকগাছার কপিলমুনির নারী শিক্ষাপ্রতিষ্ঠান মেহেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত ভবন উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি শেখ আছাদুল রহমান পিয়ারুল।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা-কয়রা সংসদ সদস্য আক্তারুজামান বাবু। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, আশরাফুল হক, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস ও হরিঢালী ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিক রাজু।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি যুগোল কিশোর দে, কপিলমুনি কলেজ অধ্যক্ষ হাবিবুল্ল্যাহ বাহার, হরিঢালী-কপিলমুনি ডিগ্রি মহিলা কলেজ অধ্যক্ষ মেজবাহ উদ্দীন, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক কবির আহমেদ ও কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খোকন ও মেহেরুন্নেচ্ছার শিক্ষক মিন্টু সাহা। স্বাগত বক্তব্যে রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে গুজব

ববির ট্রেজারার সাবেক সেনা কর্মকর্তাকে যোগদানে বাধা

বিগত সরকারে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষতিপূরণ দিতেই যাবে শতকোটি টাকা

দুই দিনে ৭ ব্যাংককে ২০ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত