নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নগরীর খুলশী রেলক্রসিংয়ে ডেমু ট্রেনের সঙ্গে বাস-সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। অজ্ঞাত বাসচালককে আসামি করে রেলওয়ে পুলিশের পক্ষ থেকে মামলাটি করা হয়েছে বলে জানা গেছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন গতকাল রোববার বলেন, শনিবার রাতে পুলিশ বাদী হয়ে এই মামলাটি করেছে। মামলায় একমাত্র আসামি করা হয় অভিযুক্ত বাসচালককে। অন্য কাউকে অভিযুক্ত করা হয়নি। তবে তাঁর (চালকের) নাম-ঠিকানা জানা যায়নি। তদন্তসাপেক্ষে এটা জানা যাবে।
পুলিশ দাবি করছে, দুর্ঘটনার পর থেকে অভিযুক্ত বাসচালক পলাতক রয়েছেন। তাঁকে খোঁজার চেষ্টা চলছে।
গত শনিবার সকাল ১০টায় খুলশী ঝাউতলা রেলক্রসিংয়ে ট্রেন, বাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে সেখানে দায়িত্বরত ট্রাফিক কনস্টেবলসহ তিনজন নিহত হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী সিএমপি ট্রাফিক পুলিশের সার্জেন্ট মাহমুদুল হাসান জুয়েল জানান, নাজিরহাট থেকে আসা ডেমু ট্রেনটি রেলক্রসিং পার হওয়ার সময় লাইনম্যান ওই পাশের ব্যারিয়ারটি ফেলেনি। এ সময় একটি যাত্রীবাহী বাস পেছন থেকে রেললাইনের সামনে অপেক্ষমাণ সিএনজিচালিত অটোরিকশা ও ম্যাক্সিমাকে ধাক্কা দেয়। পরে চলন্ত ট্রেনের সঙ্গে সেগুলো ধাক্কা খেলে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
এ দুর্ঘটনার পর সিএনজি অটোরিকশা, ম্যাক্সিমা ও সাত নম্বর রুটের বাসটি জব্দ করে পুলিশ। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি করা হয়।
নগরীর খুলশী রেলক্রসিংয়ে ডেমু ট্রেনের সঙ্গে বাস-সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। অজ্ঞাত বাসচালককে আসামি করে রেলওয়ে পুলিশের পক্ষ থেকে মামলাটি করা হয়েছে বলে জানা গেছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন গতকাল রোববার বলেন, শনিবার রাতে পুলিশ বাদী হয়ে এই মামলাটি করেছে। মামলায় একমাত্র আসামি করা হয় অভিযুক্ত বাসচালককে। অন্য কাউকে অভিযুক্ত করা হয়নি। তবে তাঁর (চালকের) নাম-ঠিকানা জানা যায়নি। তদন্তসাপেক্ষে এটা জানা যাবে।
পুলিশ দাবি করছে, দুর্ঘটনার পর থেকে অভিযুক্ত বাসচালক পলাতক রয়েছেন। তাঁকে খোঁজার চেষ্টা চলছে।
গত শনিবার সকাল ১০টায় খুলশী ঝাউতলা রেলক্রসিংয়ে ট্রেন, বাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে সেখানে দায়িত্বরত ট্রাফিক কনস্টেবলসহ তিনজন নিহত হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী সিএমপি ট্রাফিক পুলিশের সার্জেন্ট মাহমুদুল হাসান জুয়েল জানান, নাজিরহাট থেকে আসা ডেমু ট্রেনটি রেলক্রসিং পার হওয়ার সময় লাইনম্যান ওই পাশের ব্যারিয়ারটি ফেলেনি। এ সময় একটি যাত্রীবাহী বাস পেছন থেকে রেললাইনের সামনে অপেক্ষমাণ সিএনজিচালিত অটোরিকশা ও ম্যাক্সিমাকে ধাক্কা দেয়। পরে চলন্ত ট্রেনের সঙ্গে সেগুলো ধাক্কা খেলে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
এ দুর্ঘটনার পর সিএনজি অটোরিকশা, ম্যাক্সিমা ও সাত নম্বর রুটের বাসটি জব্দ করে পুলিশ। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি করা হয়।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে