কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুহাম্মদ সোলাইমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে মাঠসহকারী ও জুনিয়র কর্মকর্তারা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মুহাম্মদ সোলাইমান যোগদানের পর থেকে নতুন মাঠসহকারী ও জুনিয়র কর্মকর্তাদের একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে ব্যাংকে স্থানান্তরের জন্য বেতন-ভাতা ও লাঞ্চ সাবসিডি উত্তোলনের জন্য ২ হাজার টাকা করে কেটে রেখেছেন।
এ ছাড়া ঋণ বিতরণে তাঁর বিরুদ্ধে রয়েছে অভিযোগ। তাঁর যোগদানের পর থেকে ঋণ বিতরণে সদস্যদের কাছ থেকে যাচাই-বাছাইয়ের নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন বলে জানা গেছে। যেসব সদস্য উৎকোচ দিতে অপারগতা প্রকাশ করেন, তাঁদের ফাইলে স্বাক্ষর করেন না তিনি। এদিকে মুহাম্মদ সোলাইমান নিজকে সরকারি দলের কেন্দ্রীয় নেতা এবং এক সাংসদের ভাতিজা দাবি করেন। এ ছাড়া অফিসের সব কর্মচারীর কাছ থেকে নিজের জন্মদিন পালনে টাকা আদায়ের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
শাখা ব্যবস্থাপক মুহাম্মদ সোলাইমানের কাছে এসব অভিযোগের বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না।’ এ ছাড়া তাঁর সঙ্গে দেখা করার জন্য তিনি প্রতিবেদককে অনুরোধ করেন।
পল্লী সঞ্চয় ব্যাংকের এক মাঠসহকারী বলেন, ‘শাখা ব্যবস্থাপক মুহাম্মদ সোলাইমান যোগদানের পর থেকে অফিসের সব কর্মচারীকে জিম্মি করে বিভিন্নভাবে টাকা আদায় করছেন। ঋণ বিতরণে টাকা না দিলে ফাইলে স্বাক্ষর করেন না তিনি। এতে মাঠসহকারীদের বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। উপায়ান্ত না পেয়ে অফিসের সব স্টাফ তাঁর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করতে বাধ্য হই।’
পল্লী সঞ্চয় ব্যাংকের জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চক্রবর্তী বলেন, ‘এ সংক্রান্ত কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।’
ইউএনও কামরুজ্জামান বলেন, ‘পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুহাম্মদ সোলাইমানের বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করেননি। এই বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
লক্ষ্মীপুরের কমলনগরে পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুহাম্মদ সোলাইমানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে মাঠসহকারী ও জুনিয়র কর্মকর্তারা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মুহাম্মদ সোলাইমান যোগদানের পর থেকে নতুন মাঠসহকারী ও জুনিয়র কর্মকর্তাদের একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে ব্যাংকে স্থানান্তরের জন্য বেতন-ভাতা ও লাঞ্চ সাবসিডি উত্তোলনের জন্য ২ হাজার টাকা করে কেটে রেখেছেন।
এ ছাড়া ঋণ বিতরণে তাঁর বিরুদ্ধে রয়েছে অভিযোগ। তাঁর যোগদানের পর থেকে ঋণ বিতরণে সদস্যদের কাছ থেকে যাচাই-বাছাইয়ের নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন বলে জানা গেছে। যেসব সদস্য উৎকোচ দিতে অপারগতা প্রকাশ করেন, তাঁদের ফাইলে স্বাক্ষর করেন না তিনি। এদিকে মুহাম্মদ সোলাইমান নিজকে সরকারি দলের কেন্দ্রীয় নেতা এবং এক সাংসদের ভাতিজা দাবি করেন। এ ছাড়া অফিসের সব কর্মচারীর কাছ থেকে নিজের জন্মদিন পালনে টাকা আদায়ের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
শাখা ব্যবস্থাপক মুহাম্মদ সোলাইমানের কাছে এসব অভিযোগের বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না।’ এ ছাড়া তাঁর সঙ্গে দেখা করার জন্য তিনি প্রতিবেদককে অনুরোধ করেন।
পল্লী সঞ্চয় ব্যাংকের এক মাঠসহকারী বলেন, ‘শাখা ব্যবস্থাপক মুহাম্মদ সোলাইমান যোগদানের পর থেকে অফিসের সব কর্মচারীকে জিম্মি করে বিভিন্নভাবে টাকা আদায় করছেন। ঋণ বিতরণে টাকা না দিলে ফাইলে স্বাক্ষর করেন না তিনি। এতে মাঠসহকারীদের বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। উপায়ান্ত না পেয়ে অফিসের সব স্টাফ তাঁর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করতে বাধ্য হই।’
পল্লী সঞ্চয় ব্যাংকের জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চক্রবর্তী বলেন, ‘এ সংক্রান্ত কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।’
ইউএনও কামরুজ্জামান বলেন, ‘পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুহাম্মদ সোলাইমানের বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করেননি। এই বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১০ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে