২০৬ পরিবারের মধ্যে ভেড়া বিতরণ

মধুপুর প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৭: ৩১
Thumbnail image

মধুপুরে আর্থসামাজিক ও জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে ২০৬টি পরিবারকে উন্নত জাতের ভেড়া ও গৃহ নির্মাণসামগ্রী দেওয়া হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে জলছত্র ট্রাক ড্রাইভার ইউনিয়ন কার্যালয়ে এ বিতরণ করা হয়।

মধুপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. হারুণ অর রশিদ জানান, ‘সমতল ভূমিতে বসবাসকারী অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনযাত্রার মানোন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার চারটি ইউনিয়নে এ কার্যক্রম চলমান রয়েছে। ওই চার ইউনিয়নের অতি দরিদ্র ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর ২০৬টি পরিবারকে উন্নত জাতের ৪১২টি ভেড়া দেওয়া হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. রানা মিতা। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চিকিৎসক হারুণ অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইয়াকুব আলী, অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বেনু, বেরীবাইদ ইউনিয়নের চেয়ারম্যান জুলহাস উদ্দিন, অরণখোলা ইউপির চেয়ারম্যান মো. আক্তার হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত