‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

আজকের পত্রিকা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২১, ০৮: ৩২
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৬: ২০

সারা দেশের মতো গতকাল শনিবার তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে শুরু হয়েছে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন। চার দিনের এ কর্মসূচি চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এর আওতায় প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদে থাকছে বিস্তারিত-

পানছড়ি (খাগড়াছড়ি): খাগড়াছড়ির পানছড়িতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া আফরোজ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম, লীন প্রকল্পের উপজেলা সমন্বয়ক ডরথী চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তীরনা চাকমা, স্যানিটারি ইন্সপেক্টর তযিম চাকমা, ইপিআই ইনচার্জ ললেন্দ্র ত্রিপুরা প্রমুখ।

নানিয়ারচর (রাঙামাটি): শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়ক হিসেবে নানিয়ারচরে শুরু হয়েছে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন। নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডা. নূয়েন খীসা আজকের পত্রিকাকে জানিয়েছেন, উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মোট ২৪ টি সেন্টারে গতকাল শনিবার এই কার্যক্রম শুরু হয়েছে। ছয় থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এ ছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে খাওয়ানো হচ্ছে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল।

রাজস্থলী (রাঙামাটি): রাঙামাটির রাজস্থলী উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। উপজেলার ৩ টি ইউনিয়নের ৪ হাজার ৫৮৩টি শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত