রাজশাহী প্রতিনিধি
সাদিকুন নাহার এসএসসি পরীক্ষা খুব ভালো দিয়েছিল। কিন্তু ফল প্রকাশ হলে দেখা গেল, পদার্থবিজ্ঞানে সে ফেল (অকৃতকার্য) করেছে। মানতে না পেরে সাদিকুন বোর্ডে চ্যালেঞ্জ করেছিল। খাতা পুনর্নিরীক্ষায় দেখা গেল, সাদিকুন পদার্থবিজ্ঞানে পেয়েছে জিপিএ-৫। ২০২১ সালের এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ১৮ শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে একেবারেই ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে।
গত শুক্রবার রাজশাহী শিক্ষা বোর্ডের খাতা পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে দেখা গেছে, এবার মোট ১১৬ শিক্ষার্থীর ১২০টি বিষয়ের ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ৭৯ শিক্ষার্থী। এদের মধ্যে ১৮ জন কোনো কোনো বিষয়ে ফেল থেকে পেয়েছে এ প্লাস। এ গ্রেড থেকে ফল পাল্টে উচ্চতর গ্রেড পেয়েছে ২২ জন। এ মাইনাস থেকে উচ্চতর গ্রেড পেয়েছে ১২ জন, বি গ্রেড থেকে ৭ জনের ফল পাল্টে উচ্চতর গ্রেড হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ফল প্রকাশের পর এবার এসএসসি পরীক্ষার ৯ হাজার ৪৪৩টি খাতা পুনর্নিরীক্ষার আবেদন করে ৮ হাজার ৩৮৭ শিক্ষার্থী। সবচেয়ে বেশি ৩ হাজার ৪৭৭টি পদার্থবিজ্ঞান খাতা পুনর্নিরীক্ষণের আবেদন পড়ে। এ ছাড়া ভূগোল ও পরিবেশের ১ হাজার ২৮১টি, উচ্চতর গণিতের ৩১৮টি, রসায়নের ২ হাজার ১৭০টি, জীববিজ্ঞানের ৫৭৭টি, পৌরনীতি ও নাগরিকতার ১০২টি, অর্থনীতির ৬৭টি, ব্যবসায় উদ্যোগের ৬৯টি, হিসাববিজ্ঞানের ৩৫৫টি, ফিন্যান্স ও ব্যাংকিংয়ের ৩৭৯টি এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার ৬৪৮টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে। বেশির ভাগ খাতার ফল একই থাকলেও ১১৬ জনের ১২০টি বিষয়ের পরীক্ষার ফল পাল্টে গেছে।
এবারের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর চারঘাটের বেলঘরিয়া আবদুস সাত্তার উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সুইটি খাতুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। গণিতে ফেল এসেছিল তার। স্কুলটির প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, সুইটি মেধাবী শিক্ষার্থী ছিল। আত্মহত্যা করায় তার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন কেউ করেনি। তবে তার ফেল নিয়ে আমাদেরও একটু সন্দেহ আছে। তিনি বলেন, পরীক্ষকেরা যত্ন নিয়েই খাতা পরীক্ষণ করেন। তা-ও ত্রুটি-বিচ্যুতি থাকে বলেই খাতা পুনর্নিরীক্ষণে ফল পাল্টায়। তাই পরীক্ষকদের আরও সতর্ক হওয়া দরকার।
একই কথা বলছেন শিক্ষাবিদেরাও। রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, ‘যারা পুনর্নিরীক্ষণের আবেদন করে, তাদের অল্প কিছু শিক্ষার্থীর ফল পাল্টায়। কয়েক হাজার খাতার পুনর্নিরীক্ষণের আবেদন পড়ে। অর্থ দিয়ে শিক্ষার্থীরা আবেদন করে। কিন্তু দ্বিতীয়বার খাতা দেখা হয় না। শুধু নম্বর ঠিকমতো যোগ করা হয়েছে কি না সেটুকু দেখা হয়। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের পয়সার অপচয় হলো। বেশির ভাগেরই লাভ হয় না।’
হবিবুর রহমান আরও বলেন, ‘প্রধান পরীক্ষক বা শিক্ষা বোর্ডের কম্পিউটার অপারেটর ভুল করলে তাঁর জন্য শিক্ষার্থীরা কেন টাকা গুনবে? তাই আমি মনে করি, ফল ঘোষণার আগেই বোর্ডই খাতা পুনর্নিরীক্ষণ করবে। তাহলে ভুলটা কম হবে। এটা যদি বোর্ড না-ই পারে, তাহলে বিনা পয়সায় খাতা পুনর্নিরীক্ষণ করতে হবে। যাঁরা ভুল করবে, তাঁদের বড় শাস্তি দিতে হবে।’
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘কোনো পরীক্ষক ভুল করলে আমরা পরীক্ষাসংক্রান্ত কাজ থেকে তাঁকে দুই বছর বা এর বেশি বিরত রাখতে পারি। এর বেশি কিছু আমরা পারি না।’ শিক্ষার্থীদের টাকায় পুনর্নিরীক্ষণ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আন্তবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি বিষয়ের জন্য ১২০ টাকা নেওয়া হয়। এই টাকা শিক্ষার্থীরা ফেরত পায় না। এটা অনেক আগে থেকেই চলে আসছে।’
সাদিকুন নাহার এসএসসি পরীক্ষা খুব ভালো দিয়েছিল। কিন্তু ফল প্রকাশ হলে দেখা গেল, পদার্থবিজ্ঞানে সে ফেল (অকৃতকার্য) করেছে। মানতে না পেরে সাদিকুন বোর্ডে চ্যালেঞ্জ করেছিল। খাতা পুনর্নিরীক্ষায় দেখা গেল, সাদিকুন পদার্থবিজ্ঞানে পেয়েছে জিপিএ-৫। ২০২১ সালের এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ১৮ শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে একেবারেই ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে।
গত শুক্রবার রাজশাহী শিক্ষা বোর্ডের খাতা পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে দেখা গেছে, এবার মোট ১১৬ শিক্ষার্থীর ১২০টি বিষয়ের ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ৭৯ শিক্ষার্থী। এদের মধ্যে ১৮ জন কোনো কোনো বিষয়ে ফেল থেকে পেয়েছে এ প্লাস। এ গ্রেড থেকে ফল পাল্টে উচ্চতর গ্রেড পেয়েছে ২২ জন। এ মাইনাস থেকে উচ্চতর গ্রেড পেয়েছে ১২ জন, বি গ্রেড থেকে ৭ জনের ফল পাল্টে উচ্চতর গ্রেড হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ফল প্রকাশের পর এবার এসএসসি পরীক্ষার ৯ হাজার ৪৪৩টি খাতা পুনর্নিরীক্ষার আবেদন করে ৮ হাজার ৩৮৭ শিক্ষার্থী। সবচেয়ে বেশি ৩ হাজার ৪৭৭টি পদার্থবিজ্ঞান খাতা পুনর্নিরীক্ষণের আবেদন পড়ে। এ ছাড়া ভূগোল ও পরিবেশের ১ হাজার ২৮১টি, উচ্চতর গণিতের ৩১৮টি, রসায়নের ২ হাজার ১৭০টি, জীববিজ্ঞানের ৫৭৭টি, পৌরনীতি ও নাগরিকতার ১০২টি, অর্থনীতির ৬৭টি, ব্যবসায় উদ্যোগের ৬৯টি, হিসাববিজ্ঞানের ৩৫৫টি, ফিন্যান্স ও ব্যাংকিংয়ের ৩৭৯টি এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার ৬৪৮টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে। বেশির ভাগ খাতার ফল একই থাকলেও ১১৬ জনের ১২০টি বিষয়ের পরীক্ষার ফল পাল্টে গেছে।
এবারের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর চারঘাটের বেলঘরিয়া আবদুস সাত্তার উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সুইটি খাতুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। গণিতে ফেল এসেছিল তার। স্কুলটির প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, সুইটি মেধাবী শিক্ষার্থী ছিল। আত্মহত্যা করায় তার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন কেউ করেনি। তবে তার ফেল নিয়ে আমাদেরও একটু সন্দেহ আছে। তিনি বলেন, পরীক্ষকেরা যত্ন নিয়েই খাতা পরীক্ষণ করেন। তা-ও ত্রুটি-বিচ্যুতি থাকে বলেই খাতা পুনর্নিরীক্ষণে ফল পাল্টায়। তাই পরীক্ষকদের আরও সতর্ক হওয়া দরকার।
একই কথা বলছেন শিক্ষাবিদেরাও। রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, ‘যারা পুনর্নিরীক্ষণের আবেদন করে, তাদের অল্প কিছু শিক্ষার্থীর ফল পাল্টায়। কয়েক হাজার খাতার পুনর্নিরীক্ষণের আবেদন পড়ে। অর্থ দিয়ে শিক্ষার্থীরা আবেদন করে। কিন্তু দ্বিতীয়বার খাতা দেখা হয় না। শুধু নম্বর ঠিকমতো যোগ করা হয়েছে কি না সেটুকু দেখা হয়। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের পয়সার অপচয় হলো। বেশির ভাগেরই লাভ হয় না।’
হবিবুর রহমান আরও বলেন, ‘প্রধান পরীক্ষক বা শিক্ষা বোর্ডের কম্পিউটার অপারেটর ভুল করলে তাঁর জন্য শিক্ষার্থীরা কেন টাকা গুনবে? তাই আমি মনে করি, ফল ঘোষণার আগেই বোর্ডই খাতা পুনর্নিরীক্ষণ করবে। তাহলে ভুলটা কম হবে। এটা যদি বোর্ড না-ই পারে, তাহলে বিনা পয়সায় খাতা পুনর্নিরীক্ষণ করতে হবে। যাঁরা ভুল করবে, তাঁদের বড় শাস্তি দিতে হবে।’
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘কোনো পরীক্ষক ভুল করলে আমরা পরীক্ষাসংক্রান্ত কাজ থেকে তাঁকে দুই বছর বা এর বেশি বিরত রাখতে পারি। এর বেশি কিছু আমরা পারি না।’ শিক্ষার্থীদের টাকায় পুনর্নিরীক্ষণ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আন্তবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি বিষয়ের জন্য ১২০ টাকা নেওয়া হয়। এই টাকা শিক্ষার্থীরা ফেরত পায় না। এটা অনেক আগে থেকেই চলে আসছে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে