গফরগাঁও প্রতিনিধি
গফরগাঁও পৌর এলাকার নতুন বাজারে চুরির ঘটনায় অভিযোগ করলেও মামলা নেয়নি পুলিশ। গত সোমবার দিবাগত রাতে ওই চুরির ঘটনা ঘটে। ব্যবসায়ীদের অভিযোগ, এক এক করে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটলেও পুলিশ অভিযুক্ত কাউকে ধরতে পারেনি।
ভুক্তভোগীরা জানিয়েছেন, গত সোমবার রাতে নতুন বাজার এলাকায় মা-বাবার দোয়া হার্ডওয়্যার দোকানের পেছনের দেয়াল ভেঙে আনুমানিক সাড়ে ৫ লাখ টাকার মালামাল চুরি হয়। এ ঘটনায় দোকান মালিক গফরগাঁও থানায় যোগাযোগ করলেও সাধারণ ডায়েরি বা মামলা নেয়নি পুলিশ।
দোকান মালিক মো. শামসুজ্জামান রতন বলেন, শুক্রবার রাতে একজন পুলিশ কর্মকর্তা দোকানে এসে দেখে গেছেন। মামলা কিংবা জিডির ব্যাপারে কিছু বলেননি। সোমবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে। পুলিশ এ কয়দিনে ঘটনাস্থলে না আসায় ক্ষুব্ধ ব্যবসায়ী বিষয়টি ফেসবুকে তুলে ধরেছেন।
এর আগে গফরগাঁও বাজার থেকে রাতের বেলায় ব্যবসায়ীদের ১১টি তেল ভর্তি ড্রাম পিকআপ ভ্যানে উঠিয়ে নিয়ে যায় সংঘবদ্ধ চোর চক্র। ওই চুরির ঘটনার একাধিক সিসিটিভি ফুটেজ থাকলেও কাউকে ধরতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে মনিহারি ব্যবসায়ী আলম মিয়া বলেন, বাজারে একের পর এক চুরির ঘটনায় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাতে বাসায় ফিরেও দোকান নিয়ে আতঙ্কে থাকতে হয়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, গফরগাঁও বাজারসহ সমস্ত এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। বাজারে ঘটে যাওয়া চুরির ব্যাপারে পুলিশ তদন্ত করছে।
গফরগাঁও পৌর এলাকার নতুন বাজারে চুরির ঘটনায় অভিযোগ করলেও মামলা নেয়নি পুলিশ। গত সোমবার দিবাগত রাতে ওই চুরির ঘটনা ঘটে। ব্যবসায়ীদের অভিযোগ, এক এক করে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটলেও পুলিশ অভিযুক্ত কাউকে ধরতে পারেনি।
ভুক্তভোগীরা জানিয়েছেন, গত সোমবার রাতে নতুন বাজার এলাকায় মা-বাবার দোয়া হার্ডওয়্যার দোকানের পেছনের দেয়াল ভেঙে আনুমানিক সাড়ে ৫ লাখ টাকার মালামাল চুরি হয়। এ ঘটনায় দোকান মালিক গফরগাঁও থানায় যোগাযোগ করলেও সাধারণ ডায়েরি বা মামলা নেয়নি পুলিশ।
দোকান মালিক মো. শামসুজ্জামান রতন বলেন, শুক্রবার রাতে একজন পুলিশ কর্মকর্তা দোকানে এসে দেখে গেছেন। মামলা কিংবা জিডির ব্যাপারে কিছু বলেননি। সোমবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে। পুলিশ এ কয়দিনে ঘটনাস্থলে না আসায় ক্ষুব্ধ ব্যবসায়ী বিষয়টি ফেসবুকে তুলে ধরেছেন।
এর আগে গফরগাঁও বাজার থেকে রাতের বেলায় ব্যবসায়ীদের ১১টি তেল ভর্তি ড্রাম পিকআপ ভ্যানে উঠিয়ে নিয়ে যায় সংঘবদ্ধ চোর চক্র। ওই চুরির ঘটনার একাধিক সিসিটিভি ফুটেজ থাকলেও কাউকে ধরতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে মনিহারি ব্যবসায়ী আলম মিয়া বলেন, বাজারে একের পর এক চুরির ঘটনায় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাতে বাসায় ফিরেও দোকান নিয়ে আতঙ্কে থাকতে হয়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, গফরগাঁও বাজারসহ সমস্ত এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। বাজারে ঘটে যাওয়া চুরির ব্যাপারে পুলিশ তদন্ত করছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে