৩০০ বছরের জামাই মেলা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২২, ০৬: ৪০
আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৭: ৪৪

মানিকগঞ্জের ঘিওরে শুরু হয়েছে প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী জামাই মেলা। গতকাল বুধবার উপজেলায় পয়লা ইউনিয়নের বাঙ্গালা স্কুল মাঠে মেলাটি শুরু হয়েছে, যা আজ বৃহস্পতিবারও চলবে। দোলপূর্ণিমা উপলক্ষে প্রতিবছর এখানে দুই দিনব্যাপী এ মেলা বসে। জামাই মেলা ছাড়াও এটি স্থানীয়ভাবে বউ মেলা, বাঙ্গালা মেলা বা মাছের মেলা নামে পরিচিত

স্থানীয় বাসিন্দারা জানান, স্থানীয় বাঙ্গালা মুক্তা সংঘের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলার সময় পুরো ইউনিয়নের মেয়ে আর জামাইকে দাওয়াত করে আনা হয়। তারপর মেলা থেকে জামাইরা বড় বড় মাছ কিনে শ্বশুরবাড়ি যান। এরপর মেয়ে জামাইদের শ্বশুরবাড়ির পক্ষ থেকে দেওয়া হয় বিভিন্ন পুরস্কার।

দুই দিনব্যাপী মেলার দ্বিতীয় দিনকে বলে বউ মেলা। এদিন কেবল বিভিন্ন গ্রামের নববধূরা এবং স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসা মেয়েরা তাদের স্বামীদের সঙ্গে মেলায় আসেন।

মেলার অন্যতম আকর্ষণ ঘোড়দৌড়। বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগিতার জন্য এই মেলায় বাহারি রকমের ঘোড়া আসে।

পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাঙ্গালা মুক্তা সংঘের ভারপ্রাপ্ত সভাপতি মো. হারুন অর রশিদ জানান, এ মেলা কবে থেকে শুরু হয়েছে, তার সঠিক দিনক্ষণ জানা যায়নি। তবে এই মেলা নিয়ে একাধিক মিথ রয়েছে। বিভিন্ন সূত্রমতে জানা যায়, বাঙ্গালার মেলাটি ৩০০ বছরের বেশি সময় ধরে চলে আসছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে গুজব

ববির ট্রেজারার সাবেক সেনা কর্মকর্তাকে যোগদানে বাধা

বিগত সরকারে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষতিপূরণ দিতেই যাবে শতকোটি টাকা

দুই দিনে ৭ ব্যাংককে ২০ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত