মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। উপজেলার কৃষ্ণপুর, চরমান্দালিয়া ও খিদিরপুর ইউপির এই নির্বাচনের পোস্টারে ছেয়ে গেছে প্রতিটি অলিগলি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষণা দিয়ে নির্বাচনের বাইরে রয়েছে। তাই ফাঁকা মাঠে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী এখন কেবলই আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের জন্য নির্বাচনে পথের কাঁটা হিসেবে দেখা হচ্ছে দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীদের।
এদিকে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চায়ের দোকান থেকে শুরু করে সবখানে এখন নির্বাচনী উন্মাদনা। প্রচারে গিয়ে প্রতিটি ইউপির চেয়ারম্যান প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে বিরাজ করছে উত্তেজনা।
কখনো কখনো উত্তেজনা রূপ নিচ্ছে সংঘর্ষে। নির্বাচনকে ঘিরে এ পর্যন্ত প্রতিটি ইউনিয়নেই ছোট বড় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশেষ করে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী ও দলটির বিদ্রোহীদের কর্মী-সমর্থকদের মাঝে ঘটছে এ সংঘর্ষ। আহত হয়ে হাসপাতালে ও ভর্তি হয়েছেন অনেকে। এ পরিস্থিতিতে সুষ্ঠু ভোট নিয়ে জনমনে যেমন সংশয় রয়েছে তেমনি নির্বাচনের আগে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন অনেকেই।
তিনটি ইউনিয়নে সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রতিটি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিদ্রোহীরা।
স্থানীয় কয়েক জনের সঙ্গে কথা বলে জানা যায়, এখানে ৩টি ইউপিতেই নৌকা প্রার্থীর পরাজয়ের কারণ হতে পারেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। তবে তাদের রেষারেষিতে তৃতীয় কোনো প্রার্থীও জয়ের মালা পড়তে পারেন। তবে ৩টি ইউপিতেই আওয়ামী লীগের প্রার্থীরা বিশ্বাস করেন এলাকার ভোটারেরা এখনো তাঁদের পক্ষেই রয়েছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় তাঁদের বিপুল ভোটে জয়ী করবেন বলেও আত্মবিশ্বাসী এসব নেতারা।
মনোহরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য আমাদের কমিশনের সব ধরনের প্রস্তুতি রয়েছে। কোনো প্রার্থী বা তার কর্মীরা কোনো প্রকারের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
নরসিংদীর মনোহরদীতে তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। উপজেলার কৃষ্ণপুর, চরমান্দালিয়া ও খিদিরপুর ইউপির এই নির্বাচনের পোস্টারে ছেয়ে গেছে প্রতিটি অলিগলি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষণা দিয়ে নির্বাচনের বাইরে রয়েছে। তাই ফাঁকা মাঠে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী এখন কেবলই আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের জন্য নির্বাচনে পথের কাঁটা হিসেবে দেখা হচ্ছে দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীদের।
এদিকে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চায়ের দোকান থেকে শুরু করে সবখানে এখন নির্বাচনী উন্মাদনা। প্রচারে গিয়ে প্রতিটি ইউপির চেয়ারম্যান প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে বিরাজ করছে উত্তেজনা।
কখনো কখনো উত্তেজনা রূপ নিচ্ছে সংঘর্ষে। নির্বাচনকে ঘিরে এ পর্যন্ত প্রতিটি ইউনিয়নেই ছোট বড় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশেষ করে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী ও দলটির বিদ্রোহীদের কর্মী-সমর্থকদের মাঝে ঘটছে এ সংঘর্ষ। আহত হয়ে হাসপাতালে ও ভর্তি হয়েছেন অনেকে। এ পরিস্থিতিতে সুষ্ঠু ভোট নিয়ে জনমনে যেমন সংশয় রয়েছে তেমনি নির্বাচনের আগে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন অনেকেই।
তিনটি ইউনিয়নে সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রতিটি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিদ্রোহীরা।
স্থানীয় কয়েক জনের সঙ্গে কথা বলে জানা যায়, এখানে ৩টি ইউপিতেই নৌকা প্রার্থীর পরাজয়ের কারণ হতে পারেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। তবে তাদের রেষারেষিতে তৃতীয় কোনো প্রার্থীও জয়ের মালা পড়তে পারেন। তবে ৩টি ইউপিতেই আওয়ামী লীগের প্রার্থীরা বিশ্বাস করেন এলাকার ভোটারেরা এখনো তাঁদের পক্ষেই রয়েছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় তাঁদের বিপুল ভোটে জয়ী করবেন বলেও আত্মবিশ্বাসী এসব নেতারা।
মনোহরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য আমাদের কমিশনের সব ধরনের প্রস্তুতি রয়েছে। কোনো প্রার্থী বা তার কর্মীরা কোনো প্রকারের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে