ফুলতলা প্রতিনিধি
খুলনার ফুলতলা সরকারি খাদ্যগুদাম থেকে ২ হাজার কেজি চাল চুরির অভিযোগে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসানকে মহেশ্বরপাশা খাদ্যগুদামে বদলি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৬ নভেম্বর ফুলতলা খাদ্য গুদাম কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের নির্দেশে ২ হাজার কেজি চাল বিক্রির পর নওয়াপাড়ায় ক্রেতা আল আমিনের গুদামে পৌঁছাতে গিয়ে যুগ্নিপাশা এলাকায় চাল ভর্তি নছিমনসহ চালক শহিদুল জমাদ্দার জনতার হাতে আটক হন। খবর পেয়ে ফুলতলা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নছিমনসহ চাল জব্দ ও চালক শহিদুলকে আটক করে। পরে এসআই জাকির শিকদার বাদী হয়ে শহিদুল জমাদ্দার, গুদাম শ্রমিক আয়ুবআলী ও নওয়াপাড়ার চাল ব্যবসায়ী আল আমিনসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে থানায় মামলা করেন।
এ ঘটনায় খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল হোসেনের নির্দেশে জেলা সহকারী খাদ্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলামকে প্রধান এবং কারিগরি পরিদর্শক মো. নোমান ও ফুলতলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মিজানুর রহমানকে সদস্য করে তদন্ত কমিটি গঠিত হয়।
তদন্ত কমিটি খাদ্য গুদামের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের স্বাক্ষ্য গ্রহণ এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে চাল বিক্রির ঘটনাটি নিশ্চিত হন। কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, নিরাপত্তা কর্মী আমিনুল ইসলাম, মোজাম্মেল হোসেন, জাকারিয়া ও শ্রমিক সরদার আবদুল মান্নানের সংশ্লিষ্টতা উল্লেখ এবং তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদনে মহাপরিচালকের কাছে সুপারিশ করা হয়।
খুলনার ফুলতলা সরকারি খাদ্যগুদাম থেকে ২ হাজার কেজি চাল চুরির অভিযোগে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসানকে মহেশ্বরপাশা খাদ্যগুদামে বদলি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৬ নভেম্বর ফুলতলা খাদ্য গুদাম কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের নির্দেশে ২ হাজার কেজি চাল বিক্রির পর নওয়াপাড়ায় ক্রেতা আল আমিনের গুদামে পৌঁছাতে গিয়ে যুগ্নিপাশা এলাকায় চাল ভর্তি নছিমনসহ চালক শহিদুল জমাদ্দার জনতার হাতে আটক হন। খবর পেয়ে ফুলতলা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নছিমনসহ চাল জব্দ ও চালক শহিদুলকে আটক করে। পরে এসআই জাকির শিকদার বাদী হয়ে শহিদুল জমাদ্দার, গুদাম শ্রমিক আয়ুবআলী ও নওয়াপাড়ার চাল ব্যবসায়ী আল আমিনসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে থানায় মামলা করেন।
এ ঘটনায় খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল হোসেনের নির্দেশে জেলা সহকারী খাদ্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলামকে প্রধান এবং কারিগরি পরিদর্শক মো. নোমান ও ফুলতলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মিজানুর রহমানকে সদস্য করে তদন্ত কমিটি গঠিত হয়।
তদন্ত কমিটি খাদ্য গুদামের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের স্বাক্ষ্য গ্রহণ এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে চাল বিক্রির ঘটনাটি নিশ্চিত হন। কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, নিরাপত্তা কর্মী আমিনুল ইসলাম, মোজাম্মেল হোসেন, জাকারিয়া ও শ্রমিক সরদার আবদুল মান্নানের সংশ্লিষ্টতা উল্লেখ এবং তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদনে মহাপরিচালকের কাছে সুপারিশ করা হয়।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে