জমির উদ্দিন, চট্টগ্রাম
প্রতিষ্ঠানের টাকায় সস্ত্রীক যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (আইআইইউসি)-এর উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ। সফরে যাওয়ার আগে বিশ্ববিদ্যালয় থেকে তিনি নগদ তুলে নিয়েছেন ১০ হাজার ডলার সমপরিমাণের টাকা। সফরের কারণ হিসেবে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের কথা উল্লেখ করেছেন তিনি। যদিও বিশ্ববিদ্যালয়ের কোনো পর্ষদেই তাঁর এই সফরসংক্রান্ত বিষয়ে অনুমোদন নেই।
জানা গেছে, কয়েক দিন আগে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ও ফাইন্যান্স কমিটির সভা হয়েছিল। সেখানে উপাচার্য এ চুক্তিসংক্রান্ত কোনো তথ্য দেননি। এমনকি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিটি ও রেজিস্ট্রার অফিসেও আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয় থেকে চুক্তি স্বাক্ষরসংক্রান্ত কোনো চিঠি বা নথি আসেনি।
আইআইইউসির উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের আমেরিকা সফরসংক্রান্ত একটি চিঠি এই প্রতিবেদকের হাতে এসেছে। ২ এপ্রিল উপাচার্যের পক্ষ থেকে আইআইইউসি রেজিস্ট্রার বরাবর পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়, আমেরিকার ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স (ডব্লিউইউএসটি) অ্যান্ড টেকনোলজির সঙ্গে একটি এমওইউ স্বাক্ষর এবং সাউথ আলাবামা ইউনিভার্সিটির (এসএইউ) সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আমেরিকা সফর করবেন উপাচার্য। তাঁর এই সফরকালীন উপাচার্যের অফিস ‘দেখভাল’ করবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মছরুরুল মাওলা।
আইআইইউসি রেজিস্ট্রার দপ্তরের একাধিক সূত্র জানায়, ২ এপ্রিল এই চিঠি দিয়ে ৩ এপ্রিলই দেশত্যাগ করেছেন ড. আনোয়ারুল আজিম আরিফ। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী। উড়াল দেওয়ার আগে আইআইইউসির কোনো পর্ষদের অনুমোদন ছাড়াই ১০ হাজার ডলার সমপরিমাণ অর্থ উপাচার্যের নামে বরাদ্দ দেওয়া হয় ক্যাশ চেকের মাধ্যমে।
এ বিষয়ে জানতে চাইলে আইআইইউসির রেজিস্ট্রার আখতারুজ্জামান কায়সার বলেন, তিনি (উপাচার্য) আমেরিকার একটি ইউনিভার্সিটির সঙ্গে এমইইউ সই করার কাজে আমেরিকায় সফরে গেছেন। টাকা নেওয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার জানেন।
আইআইইউসির ট্রেজারার হুমায়ুন কবির উপাচার্যের টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি দাবি করেন, সবকিছু নিয়ম অনুযায়ী হয়েছে।
প্রতিষ্ঠানের টাকায় সস্ত্রীক যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (আইআইইউসি)-এর উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ। সফরে যাওয়ার আগে বিশ্ববিদ্যালয় থেকে তিনি নগদ তুলে নিয়েছেন ১০ হাজার ডলার সমপরিমাণের টাকা। সফরের কারণ হিসেবে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের কথা উল্লেখ করেছেন তিনি। যদিও বিশ্ববিদ্যালয়ের কোনো পর্ষদেই তাঁর এই সফরসংক্রান্ত বিষয়ে অনুমোদন নেই।
জানা গেছে, কয়েক দিন আগে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ও ফাইন্যান্স কমিটির সভা হয়েছিল। সেখানে উপাচার্য এ চুক্তিসংক্রান্ত কোনো তথ্য দেননি। এমনকি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিটি ও রেজিস্ট্রার অফিসেও আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয় থেকে চুক্তি স্বাক্ষরসংক্রান্ত কোনো চিঠি বা নথি আসেনি।
আইআইইউসির উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের আমেরিকা সফরসংক্রান্ত একটি চিঠি এই প্রতিবেদকের হাতে এসেছে। ২ এপ্রিল উপাচার্যের পক্ষ থেকে আইআইইউসি রেজিস্ট্রার বরাবর পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়, আমেরিকার ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স (ডব্লিউইউএসটি) অ্যান্ড টেকনোলজির সঙ্গে একটি এমওইউ স্বাক্ষর এবং সাউথ আলাবামা ইউনিভার্সিটির (এসএইউ) সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আমেরিকা সফর করবেন উপাচার্য। তাঁর এই সফরকালীন উপাচার্যের অফিস ‘দেখভাল’ করবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মছরুরুল মাওলা।
আইআইইউসি রেজিস্ট্রার দপ্তরের একাধিক সূত্র জানায়, ২ এপ্রিল এই চিঠি দিয়ে ৩ এপ্রিলই দেশত্যাগ করেছেন ড. আনোয়ারুল আজিম আরিফ। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী। উড়াল দেওয়ার আগে আইআইইউসির কোনো পর্ষদের অনুমোদন ছাড়াই ১০ হাজার ডলার সমপরিমাণ অর্থ উপাচার্যের নামে বরাদ্দ দেওয়া হয় ক্যাশ চেকের মাধ্যমে।
এ বিষয়ে জানতে চাইলে আইআইইউসির রেজিস্ট্রার আখতারুজ্জামান কায়সার বলেন, তিনি (উপাচার্য) আমেরিকার একটি ইউনিভার্সিটির সঙ্গে এমইইউ সই করার কাজে আমেরিকায় সফরে গেছেন। টাকা নেওয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার জানেন।
আইআইইউসির ট্রেজারার হুমায়ুন কবির উপাচার্যের টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি দাবি করেন, সবকিছু নিয়ম অনুযায়ী হয়েছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে