দেবিদ্বার প্রতিনিধি
দেবিদ্বারের নিউমার্কেট এলাকার পানবাজার সড়কটি উদ্বোধনের আগেই হকাররা দখল করে নিয়েছেন। স্থানীয় প্রশাসন বেশ কয়েকবার উচ্ছেদ অভিযান চালালেও পরের দিনই আবার দখল হয়ে যাচ্ছে। এতে যানবাহন চলাচল ব্যহত হচ্ছে। ভোগান্তি পোহাচ্ছেন পথচারীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়কটি নির্মাণ করা হয়েছে। এতে ২৮ লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু এতে কোনো লাভ হচ্ছে না। সড়কটি দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা পথচারীরাদেরও চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সড়কটি শিগগির উদ্বোধনের কথা রয়েছে। এটি উদ্বোধন করবেন স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল। উদ্বোধনের আগেই সড়কটি দখল হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে সরেজমিনে পানবাজার সড়কে গিয়ে দেখা গেছে, সড়কের দুই পাশের ফুটপাত ও সড়ক দখল করে পেঁয়াজ, কাঁচা বাজার, মসলা ও মাছ বিক্রি করা হচ্ছে। ক্রেতারা সড়কের ওপর দাঁড়িয়ে কেনাকাটা করছেন।
এদিকে সম্প্রতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সরেজমিনে সড়কটি পরিদর্শন করেছেন। তিনি এ সময় অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা দিয়েছেন। দেবিদ্বার থানা-পুলিশও কয়েক দফায় অভিযান চালিয়ে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এরপরও কাউকে পাত্তা না দিয়ে ব্যবসায়ীরা আবার দোকান বসিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী জানান, সড়কে দোকান না বসিয়ে তাঁদের আর কোথায় দোকান বসানোর সুযোগ নেই। এ জন্য তাঁরা উপজেলার দুর্বল বাজার ব্যবস্থাপনাকে দায়ী করেন। তাঁরা বলেন, বাজারটি হিজিবিজি অবস্থায় রয়েছে। যে যেখানে পারছে টাকা দিয়ে বসছে।
এ ব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘আমি নিজে বাজারে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তাঁরা যেন কাউকে চাঁদা না দেয় এ ব্যাপারে বলে এসেছি। সড়ক যাঁরা দখল করেছেন, তাঁদের উচ্ছেদ করার পরও ফের তাঁরা দখলে নিয়েছে।’
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক উন নবী তালুকদার বলেন, ‘শিগগিরই বাজারের সুষ্ঠু সমাধান করা হবে। যাঁরা সড়ক দখল করে বেচাবিক্রি করছেন, তাঁদের উচ্ছেদ করা হবে। মানুষ ও যানবাহন চলাচলের জন্য শিগগির অভিযান চালিয়ে সড়কটি উন্মুক্ত করা হবে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, ‘বাজারে গিয়ে সব ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। বাজারটি অন্য কোথাও স্থানান্তর করা গেলে ভালো হতো। পরিষদের মাসিক সভায় সড়কটি দখলের বিষয়টি উত্থাপন করা হবে।’
দেবিদ্বারের নিউমার্কেট এলাকার পানবাজার সড়কটি উদ্বোধনের আগেই হকাররা দখল করে নিয়েছেন। স্থানীয় প্রশাসন বেশ কয়েকবার উচ্ছেদ অভিযান চালালেও পরের দিনই আবার দখল হয়ে যাচ্ছে। এতে যানবাহন চলাচল ব্যহত হচ্ছে। ভোগান্তি পোহাচ্ছেন পথচারীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়কটি নির্মাণ করা হয়েছে। এতে ২৮ লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু এতে কোনো লাভ হচ্ছে না। সড়কটি দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা পথচারীরাদেরও চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সড়কটি শিগগির উদ্বোধনের কথা রয়েছে। এটি উদ্বোধন করবেন স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল। উদ্বোধনের আগেই সড়কটি দখল হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে সরেজমিনে পানবাজার সড়কে গিয়ে দেখা গেছে, সড়কের দুই পাশের ফুটপাত ও সড়ক দখল করে পেঁয়াজ, কাঁচা বাজার, মসলা ও মাছ বিক্রি করা হচ্ছে। ক্রেতারা সড়কের ওপর দাঁড়িয়ে কেনাকাটা করছেন।
এদিকে সম্প্রতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সরেজমিনে সড়কটি পরিদর্শন করেছেন। তিনি এ সময় অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা দিয়েছেন। দেবিদ্বার থানা-পুলিশও কয়েক দফায় অভিযান চালিয়ে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এরপরও কাউকে পাত্তা না দিয়ে ব্যবসায়ীরা আবার দোকান বসিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী জানান, সড়কে দোকান না বসিয়ে তাঁদের আর কোথায় দোকান বসানোর সুযোগ নেই। এ জন্য তাঁরা উপজেলার দুর্বল বাজার ব্যবস্থাপনাকে দায়ী করেন। তাঁরা বলেন, বাজারটি হিজিবিজি অবস্থায় রয়েছে। যে যেখানে পারছে টাকা দিয়ে বসছে।
এ ব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘আমি নিজে বাজারে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তাঁরা যেন কাউকে চাঁদা না দেয় এ ব্যাপারে বলে এসেছি। সড়ক যাঁরা দখল করেছেন, তাঁদের উচ্ছেদ করার পরও ফের তাঁরা দখলে নিয়েছে।’
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক উন নবী তালুকদার বলেন, ‘শিগগিরই বাজারের সুষ্ঠু সমাধান করা হবে। যাঁরা সড়ক দখল করে বেচাবিক্রি করছেন, তাঁদের উচ্ছেদ করা হবে। মানুষ ও যানবাহন চলাচলের জন্য শিগগির অভিযান চালিয়ে সড়কটি উন্মুক্ত করা হবে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, ‘বাজারে গিয়ে সব ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। বাজারটি অন্য কোথাও স্থানান্তর করা গেলে ভালো হতো। পরিষদের মাসিক সভায় সড়কটি দখলের বিষয়টি উত্থাপন করা হবে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪