সাখাওয়াত ফাহাদ, ঢাকা
বইমেলার প্রবেশমুখে দীর্ঘ সারি। গতকাল শুক্রবার ছুটির দিনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বইপ্রেমীরা ছুটে এসেছেন মেলায়। আবার অনেকে এসেছেন নিছক আনন্দের খোঁজে।
সকালে ‘শিশুপ্রহরে’ নির্মল আনন্দে সময় কাটিয়েছে খুদে পাঠকেরা। তবে দুপুর গড়ালে সব বয়সের পাঠকের ভিড়ে জনসমুদ্রে পরিণত হয় মেলা প্রাঙ্গণ। পাঠকেরা মেলার বিভিন্ন প্যাভিলিয়ন, স্টল থেকে খুঁজে কেনেন পছন্দের লেখক ও বিষয়ের বই। এসব পাঠকের পছন্দের বইয়ের তালিকাও বিচিত্র।
স্টল ঘুরে দেখা যায়, বইমেলায় এসেছে কবি ও ঔপন্যাসিক রায়হান রাইনের কবিতার বই ‘একদিন সুবচনী হাঁস’। গতকাল বইটি মেলায় এনেছে উদ্যোগ প্রকাশন। বইটিতে ৩৯টি কবিতা রয়েছে। এ ছাড়া তাঁর অনুবাদেই প্রকাশিত হয়েছে হারুকি মুরাকামির গল্পের বই ‘বিড়ালের শহর’। বইটি পাওয়া যাচ্ছে লিটল ম্যাগাজিন চিরকুট স্টলে।
মেলায় ঐতিহ্য প্রকাশ এনেছে কথাসাহিত্যিক জাকির তালুকদারের বাছাই গল্পের সংকলন ‘প্রিয় ১৫ গল্প’। বইটি প্রসঙ্গে জাকির তালুকদার জানিয়েছেন, ‘আমার গল্প কি সেই সব গল্পের অক্ষম অনুকরণ, নাকি এর পাশে সামান্য হলেও নতুন কিছু যোগ করেছে, তা একটু যাচাই করে দেখার সুযোগ এই বই। হাঁড়ির একটি ভাত টিপে দেখার মতো।’
কথাসাহিত্যিক মঞ্জু সরকারের তিনটি বই এসেছে এবারের বইমেলায়। পাঠকেরাও সাদরে গ্রহণ করছেন বইগুলো। আগামী প্রকাশনীর ‘পথে নেমে পথ খোঁজা’ বইটি লেখকের প্রথাবদ্ধ আত্মজৈবনিক নয়, আবার জীবনেরই কথ্যরূপ, যা আলো-অন্ধকারের পথ মাড়িয়ে সত্যের স্বরূপ সন্ধানে যাত্রা। তাঁর ‘ডিজিটাল দেশের কৃষ্ণবিবর’ বইটি পাওয়া যাচ্ছে অনুপ্রাণন প্রকাশনীতে। এ ছাড়া সদ্য স্বাধীন দেশের পরিবেশ-পরিস্থিতি ও বিজয়ী মুক্তিযোদ্ধাদের গল্প নিয়ে লেখকের ‘অন্ধ যোদ্ধা’ বইটি বাংলা ধরিত্রী প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে।
কথাসাহিত্যিক পাপড়ি রহমানের আত্মজৈবনিক জার্নাল ‘আমার একলা পথের সাথি’ প্রকাশ করেছে বেঙ্গল পাবলিকেশন্স। বইটির প্রসঙ্গে লেখিকা জানান, রাজধানীর সাংস্কৃতিক অঙ্গনে রাজনীতি এবং দলবাজিতে যখন একজন লেখক ক্রমাগত কোণঠাসা হতে থাকেন, তখন, বিশেষ করে একজন নারী লেখক হিসেবে কীভাবে এর মধ্যেও নিজের অবস্থান তৈরি করেছেন, এরই বয়ান বইটি। এ ছাড়া সেই সময়ে পারিবারিকসহ নানা সংকটের কথা উঠে এসেছে বইটিতে।
হিমাল শর্ট স্টোরি কমপিটিশনে পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক মশিউল আলমের রুশ থেকে করা অনুবাদে ফিওদর দস্তইয়েফ্স্কির দুটি উপন্যাস এসেছে এবারের মেলায়। ‘তলকুঠুরির কড়চা’ ও ‘নিরীহ’ বই দুটির প্রকাশক মাওলা ব্রাদার্স। বায়েজিদ বোস্তামীর ‘মানুষের খাতা থাকি নাম কাটায়া’ এনেছে বৈভব। এ সময়ে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ চিন্তক তালাল আসাদের সাক্ষাৎকার সংকলন ‘চিন্তার মুসিবত: তালাল আসাদের বাতচিত’ শিরোনামে এসেছে কথাপ্রকাশ থেকে। বইটি গ্রন্থনা ও সম্পাদনা করেছেন মোহাম্মদ আজম ও সাব্বির আজম। তরুণ কবি মাসুম মুনাওয়ারের চতুর্থ কবিতার সংকলন ‘হাওয়া সংগীত’ প্রকাশ করেছে ঐতিহ্য।
এদিকে শুক্রবার মেলায় এসেছে ২৭৬টি নতুন বই। এসবের মধ্যে ৮২টি কাব্যগ্রন্থ, ৪৪টি উপন্যাস ও ৩৫টি গল্পের বই রয়েছে। এগুলোর মধ্যে অনুপম প্রকাশনী থেকে ধ্রুব এষের গল্প ‘মনে রাখবা’, সময় প্রকাশন থেকে মুনতাসীর মামুনের মুক্তিযুদ্ধবিষয়ক বই ‘বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাত দশক’, নাগরী প্রকাশিত আলফ্রেড খোকনের কাব্যগ্রন্থ ‘শীতের সবজিগুচ্ছ’, পুঁথিনিলয় প্রকাশিত বিনয় দত্তের প্রহসন ‘প্রহসনের এক রাত্তির’ উল্লেখযোগ্য।
বইমেলার প্রবেশমুখে দীর্ঘ সারি। গতকাল শুক্রবার ছুটির দিনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বইপ্রেমীরা ছুটে এসেছেন মেলায়। আবার অনেকে এসেছেন নিছক আনন্দের খোঁজে।
সকালে ‘শিশুপ্রহরে’ নির্মল আনন্দে সময় কাটিয়েছে খুদে পাঠকেরা। তবে দুপুর গড়ালে সব বয়সের পাঠকের ভিড়ে জনসমুদ্রে পরিণত হয় মেলা প্রাঙ্গণ। পাঠকেরা মেলার বিভিন্ন প্যাভিলিয়ন, স্টল থেকে খুঁজে কেনেন পছন্দের লেখক ও বিষয়ের বই। এসব পাঠকের পছন্দের বইয়ের তালিকাও বিচিত্র।
স্টল ঘুরে দেখা যায়, বইমেলায় এসেছে কবি ও ঔপন্যাসিক রায়হান রাইনের কবিতার বই ‘একদিন সুবচনী হাঁস’। গতকাল বইটি মেলায় এনেছে উদ্যোগ প্রকাশন। বইটিতে ৩৯টি কবিতা রয়েছে। এ ছাড়া তাঁর অনুবাদেই প্রকাশিত হয়েছে হারুকি মুরাকামির গল্পের বই ‘বিড়ালের শহর’। বইটি পাওয়া যাচ্ছে লিটল ম্যাগাজিন চিরকুট স্টলে।
মেলায় ঐতিহ্য প্রকাশ এনেছে কথাসাহিত্যিক জাকির তালুকদারের বাছাই গল্পের সংকলন ‘প্রিয় ১৫ গল্প’। বইটি প্রসঙ্গে জাকির তালুকদার জানিয়েছেন, ‘আমার গল্প কি সেই সব গল্পের অক্ষম অনুকরণ, নাকি এর পাশে সামান্য হলেও নতুন কিছু যোগ করেছে, তা একটু যাচাই করে দেখার সুযোগ এই বই। হাঁড়ির একটি ভাত টিপে দেখার মতো।’
কথাসাহিত্যিক মঞ্জু সরকারের তিনটি বই এসেছে এবারের বইমেলায়। পাঠকেরাও সাদরে গ্রহণ করছেন বইগুলো। আগামী প্রকাশনীর ‘পথে নেমে পথ খোঁজা’ বইটি লেখকের প্রথাবদ্ধ আত্মজৈবনিক নয়, আবার জীবনেরই কথ্যরূপ, যা আলো-অন্ধকারের পথ মাড়িয়ে সত্যের স্বরূপ সন্ধানে যাত্রা। তাঁর ‘ডিজিটাল দেশের কৃষ্ণবিবর’ বইটি পাওয়া যাচ্ছে অনুপ্রাণন প্রকাশনীতে। এ ছাড়া সদ্য স্বাধীন দেশের পরিবেশ-পরিস্থিতি ও বিজয়ী মুক্তিযোদ্ধাদের গল্প নিয়ে লেখকের ‘অন্ধ যোদ্ধা’ বইটি বাংলা ধরিত্রী প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে।
কথাসাহিত্যিক পাপড়ি রহমানের আত্মজৈবনিক জার্নাল ‘আমার একলা পথের সাথি’ প্রকাশ করেছে বেঙ্গল পাবলিকেশন্স। বইটির প্রসঙ্গে লেখিকা জানান, রাজধানীর সাংস্কৃতিক অঙ্গনে রাজনীতি এবং দলবাজিতে যখন একজন লেখক ক্রমাগত কোণঠাসা হতে থাকেন, তখন, বিশেষ করে একজন নারী লেখক হিসেবে কীভাবে এর মধ্যেও নিজের অবস্থান তৈরি করেছেন, এরই বয়ান বইটি। এ ছাড়া সেই সময়ে পারিবারিকসহ নানা সংকটের কথা উঠে এসেছে বইটিতে।
হিমাল শর্ট স্টোরি কমপিটিশনে পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক মশিউল আলমের রুশ থেকে করা অনুবাদে ফিওদর দস্তইয়েফ্স্কির দুটি উপন্যাস এসেছে এবারের মেলায়। ‘তলকুঠুরির কড়চা’ ও ‘নিরীহ’ বই দুটির প্রকাশক মাওলা ব্রাদার্স। বায়েজিদ বোস্তামীর ‘মানুষের খাতা থাকি নাম কাটায়া’ এনেছে বৈভব। এ সময়ে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ চিন্তক তালাল আসাদের সাক্ষাৎকার সংকলন ‘চিন্তার মুসিবত: তালাল আসাদের বাতচিত’ শিরোনামে এসেছে কথাপ্রকাশ থেকে। বইটি গ্রন্থনা ও সম্পাদনা করেছেন মোহাম্মদ আজম ও সাব্বির আজম। তরুণ কবি মাসুম মুনাওয়ারের চতুর্থ কবিতার সংকলন ‘হাওয়া সংগীত’ প্রকাশ করেছে ঐতিহ্য।
এদিকে শুক্রবার মেলায় এসেছে ২৭৬টি নতুন বই। এসবের মধ্যে ৮২টি কাব্যগ্রন্থ, ৪৪টি উপন্যাস ও ৩৫টি গল্পের বই রয়েছে। এগুলোর মধ্যে অনুপম প্রকাশনী থেকে ধ্রুব এষের গল্প ‘মনে রাখবা’, সময় প্রকাশন থেকে মুনতাসীর মামুনের মুক্তিযুদ্ধবিষয়ক বই ‘বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাত দশক’, নাগরী প্রকাশিত আলফ্রেড খোকনের কাব্যগ্রন্থ ‘শীতের সবজিগুচ্ছ’, পুঁথিনিলয় প্রকাশিত বিনয় দত্তের প্রহসন ‘প্রহসনের এক রাত্তির’ উল্লেখযোগ্য।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে