বিনোদন ডেস্ক
স্পাইডারম্যান, আয়রনম্যান বা এক্সম্যান—এসব জাঁদরেল সুপার হিরোর মতো ‘অ্যান্টম্যান’-এর জন্মও মার্ভেল কমিকস থেকে। তবে অন্যান্য সুপার হিরো থেকে অ্যান্টম্যান একেবারেই আলাদা। অদ্ভুত ক্ষমতার অধিকারী অ্যান্টম্যানের সবচেয়ে মজার একটি দিক হলো, এই সুপার হিরো পিঁপড়ার সমান ছোট হতে পারে। আর শক্তিও বেড়ে যায় পিঁপড়ার মতোই। শুধু তা-ই নয়, তার বিশেষ স্যুটের সঙ্গে একটি হেলমেট রয়েছে, যা তাকে সাহায্য করে পিঁপড়াদের সঙ্গে যোগাযোগ রক্ষা ও তাদের নিয়ন্ত্রণ করতে।
প্রথম দুই পর্বের সফলতার পর পর্দায় আসছে অ্যান্টম্যানের তৃতীয় পর্ব। ‘অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টাম্যানিয়া’ সিনেমাটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩১তম চলচ্চিত্র। এ সিনেমা দিয়েই মার্ভেলের ফেজ ফাইভ শুরু হচ্ছে। অর্থাৎ নতুন সুপার ভিলেনের দেখা মিলতে চলেছে অ্যান্টম্যানের নতুন পর্বে।
এবারের গল্পে অ্যান্টম্যান স্কট ল্যাংকে বন্দিশালা কোয়ান্টাম রেলেমে প্রবেশ করতে দেখা যাবে। স্কটের উদ্দেশ্য, প্রেমিকা হোপ বা ওয়াস্পের বাবা-মা ড. হ্যাংক ও জেনেটকে কোয়ান্টাম রেলেমের আটকাবস্থা থেকে উদ্ধার করা। পাশাপাশি তার অতীতের কিছু ভুল শোধরানো। এবার স্কটের সঙ্গী হয়েছে তার কন্যা কেসি। কোয়ান্টাম রেলেম থেকে যখন ফেরার চেষ্টা চালায় হ্যাংক ও অন্যরা, তখনই পর্দায় আবির্ভাব ঘটে সুপার ভিলেন ‘ক্যাং দ্য কঙ্কারারের। ক্যাং মূলত মার্ভেল কমিকসের একটি চরিত্র; যাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে এ সিনেমায়।
সব বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত অ্যান্টম্যান কি পারবে তার উদ্দেশ্যে সফল হতে, নাকি তাকেও বন্দী হয়ে থাকতে হবে? এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামীকাল। এ দিন বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে সিনেমাটি। একই দিন থেকে দেখা যাবে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে।
পিটন রিডের পরিচালনায় এবারও অ্যান্টম্যান চরিত্রে অভিনয় করেছেন মার্কিন অভিনেতা পল রুড। ওয়াস্প চরিত্রে থাকছেন এভানজিলিন লিলি। আর ক্যাং চরিত্রে জনাথন মেজর। অন্যান্য চরিত্রে আছেন মিকাইল পিফার, মিখাইল ডগলাস, ক্যাথরিন নিউটনসহ অনেকে।
স্পাইডারম্যান, আয়রনম্যান বা এক্সম্যান—এসব জাঁদরেল সুপার হিরোর মতো ‘অ্যান্টম্যান’-এর জন্মও মার্ভেল কমিকস থেকে। তবে অন্যান্য সুপার হিরো থেকে অ্যান্টম্যান একেবারেই আলাদা। অদ্ভুত ক্ষমতার অধিকারী অ্যান্টম্যানের সবচেয়ে মজার একটি দিক হলো, এই সুপার হিরো পিঁপড়ার সমান ছোট হতে পারে। আর শক্তিও বেড়ে যায় পিঁপড়ার মতোই। শুধু তা-ই নয়, তার বিশেষ স্যুটের সঙ্গে একটি হেলমেট রয়েছে, যা তাকে সাহায্য করে পিঁপড়াদের সঙ্গে যোগাযোগ রক্ষা ও তাদের নিয়ন্ত্রণ করতে।
প্রথম দুই পর্বের সফলতার পর পর্দায় আসছে অ্যান্টম্যানের তৃতীয় পর্ব। ‘অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টাম্যানিয়া’ সিনেমাটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩১তম চলচ্চিত্র। এ সিনেমা দিয়েই মার্ভেলের ফেজ ফাইভ শুরু হচ্ছে। অর্থাৎ নতুন সুপার ভিলেনের দেখা মিলতে চলেছে অ্যান্টম্যানের নতুন পর্বে।
এবারের গল্পে অ্যান্টম্যান স্কট ল্যাংকে বন্দিশালা কোয়ান্টাম রেলেমে প্রবেশ করতে দেখা যাবে। স্কটের উদ্দেশ্য, প্রেমিকা হোপ বা ওয়াস্পের বাবা-মা ড. হ্যাংক ও জেনেটকে কোয়ান্টাম রেলেমের আটকাবস্থা থেকে উদ্ধার করা। পাশাপাশি তার অতীতের কিছু ভুল শোধরানো। এবার স্কটের সঙ্গী হয়েছে তার কন্যা কেসি। কোয়ান্টাম রেলেম থেকে যখন ফেরার চেষ্টা চালায় হ্যাংক ও অন্যরা, তখনই পর্দায় আবির্ভাব ঘটে সুপার ভিলেন ‘ক্যাং দ্য কঙ্কারারের। ক্যাং মূলত মার্ভেল কমিকসের একটি চরিত্র; যাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে এ সিনেমায়।
সব বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত অ্যান্টম্যান কি পারবে তার উদ্দেশ্যে সফল হতে, নাকি তাকেও বন্দী হয়ে থাকতে হবে? এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামীকাল। এ দিন বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে সিনেমাটি। একই দিন থেকে দেখা যাবে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে।
পিটন রিডের পরিচালনায় এবারও অ্যান্টম্যান চরিত্রে অভিনয় করেছেন মার্কিন অভিনেতা পল রুড। ওয়াস্প চরিত্রে থাকছেন এভানজিলিন লিলি। আর ক্যাং চরিত্রে জনাথন মেজর। অন্যান্য চরিত্রে আছেন মিকাইল পিফার, মিখাইল ডগলাস, ক্যাথরিন নিউটনসহ অনেকে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে