ইউরোপের বাজার ধরতে আমের মান রক্ষায় নজর

আবুল কাসেম, সাতক্ষীরা
আপডেট : ০১ মার্চ ২০২২, ১৬: ১৬
Thumbnail image

সাতক্ষীরার আমচাষিরা ইউরোপের বাজার ধরতে বৈজ্ঞানিক পদ্ধতিতে বাগান পরিচর্যা করছেন। ইউরোপের চাহিদামতো গুণগত মান অক্ষুণ্ন রাখতে তাঁরা পোকা ও ছত্রাক দমনে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী কীটনাশক ব্যবহার করছেন। তবে আবহাওয়া অনুকূল না থাকায় আমের কাঙ্ক্ষিত উৎপাদন না হওয়ার আশঙ্কা করছেন চাষিরা।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সাতক্ষীরায় এ বছর ৩ হাজার ৯৫০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার মেট্রিক টন। এর মধ্যে ১০০ মেট্রিক টন হিমসাগর, ল্যাংড়া ও আম রূপালি আম ডেনমার্ক, ইতালি, সুইডেন ও জার্মানিতে রপ্তানির আশা করছেন সংশ্লিষ্টরা।

সাতক্ষীরা সদর উপজেলার মথুরাপুর এলাকায় দেখা যায়, চাষিরা আম গাছে স্বল্প মাত্রার কীটনাশক স্প্রে করছেন। আবার কেউ কেউ বাগানের ঘাস পরিচর্যা করছেন।

এ বিষয়ে মথুরেশপুর গ্রামের আমচাষি লিয়াকত আলী বলেন, ‘আমি এখন স্বল্প মাত্রার কীটনাশক স্প্রে করছি। সঙ্গে ছত্রাকনাশকও স্প্রে করছি। কীটনাশক স্প্রে করলি হপার জাতীয় পোকা দমন হয়। আর ছত্রাকনাশক স্প্রে করলি কুয়াশায় মুকুল কালো হয় না।’

লিয়াকত আরও বলেন, ‘বাগানের পরিচর্যা সারা বছরই হয়। আম ভাঙার পরপরই শুকিয়ে যাওয়া ডালগুলো ভাঙি ফেলতি হয়। আম পুষ্ট করার জন্য সার দিতি হয়। আর আম যখন মার্বেলের মতো হয়, তখন স্প্রে বন্ধ। পোকা মারার জন্য তখন ফেরোমন ফাঁদ দিতি হয়।’

তবে এবার গাছে গুটি ধরেছে কম। এ নিয়ে চিন্তিত চাষিরা। এ বিষয়ে সদর উপজেলার দেবনগর এলাকার চাষি আবু হায়াত বলেন, ‘আম বাগানগুলো ভর্তি মুকুলে। তবে গুটি আমের সংখ্যা কম। গোবিন্দভোগ গাছে গুটি কিছুটা ধরলিও হিমসাগরের গাছ গুটিশুন্য। কুয়াশার কারণে, নাকি অন্য কারণে এমন হতিছে, বুজতি পারছিনে।

তালা উপজেলার সরুলিয়া গ্রামের আম চাষি কল্যাণ ঘোষ জানান, ৫ বিঘা জমিতে খরচ হয় লাখের ওপর। আম বিদেশে পাঠানোর জন্য গুণগত মান বজায় রাখতে হয়। এবার গুটি আম কম ধরেছে। তাই খরচ উঠবে কি না সন্দেহ।’

তবে গাছে গুটি রাখতে পোকা দমনসহ বিভিন্ন পরামর্শ দিয়েছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।

এ বিষয়ে সাতক্ষীরা হর্টিকালচার সেন্টারের উপপরিচালক আমজাদ হোসেন জানান, সেচের তারতম্যের কারণে গুটি ঝরতে পারে। তাই চাষিদের উচিত পরিমাণমতো সেচ দেওয়া। এ ছাড়া হপার পোকার আক্রমণ রুখতে স্প্রে করতে হবে। গুটি ধরার পরে আরও একবার স্প্রে করতে হবে। অথবা প্রয়োজনে ইউরিয়া স্প্রে করেও গুটি ঝরা থেকে রক্ষা পেতে পারেন চাষিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত