রমরমা ডিজিটাল ব্যানারের ব্যবসা, ব্যস্ততা দোকানে

ফরিদপুর সংবাদদাতা
আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১২: ৪১
Thumbnail image

ব্যানার তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ডিজিটাল ব্যানারের দোকানিরা। আজ শনিবার ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশকে ঘিরেই তাদের ব্যস্ততা।

দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের জাতীয় পর্যায়ের নেতাদের ছবির সঙ্গে ওয়ার্ড থেকে জেলা পর্যায়ের নেতারা বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার টানিয়েছেন শহরে। এসব ব্যানারে ১২ নভেম্বরের গণসমাবেশকে সফল করার জন্য সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দোকানে ঘুরে দেখা গেছে, গভীর রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে কর্মচারীদের। ব্যস্ততায় সময় কাটছে কর্মচারীদের। দোকানিরা জানান, ১৮ থেকে ২২ টাকা ফুট হিসেবে ডিজিটাল ব্যানার প্রিন্ট হচ্ছে।

কাপড়ের ব্যানার লিখতে সময় লাগে। এ ছাড়া নানা সীমাবদ্ধতায় এখন জনপ্রিয় ডিজিটাল ব্যানার। বিএনপির সমাবেশে বেশি চলছে কাঠের ফ্রেমে বাঁধানো তিন ফুট লম্বা ও দুই ফুট চওড়া এবং চার ফুট লম্বা ও আড়াই ফুট চওড়া ব্যানার।

শহরের ভাঙারিপট্টির আইবি ডিজিটাল সাইন নামের প্রতিষ্ঠানের ব্যানার ডিজাইনার ইমরান বিশ্বাস বলেন, ‘ফেব্রুয়ারি মাসে ডিজিটাল ব্যানারের কাজ হাতে নেওয়ার পর কোনো রকম কাজ করে টিকেছিলাম। গত ১০ দিনে অনেক কাজ পেয়েছি। এখনো কাজ আসছে। কাজের চাপ থাকবে। দোকান খোলা রাখব।’

শহরের স্বর্ণ কুটির বিপণিবিতানের বন্ধন ডিজিটাল সাইন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ইসলামুল হক বলেন, ‘১০ দিনে প্রায় ৫ হাজার ব্যানার ডেলিভারি দেওয়া হয়েছে। এর সবই বিএনপির সমাবেশ সফল করার বার্তা দিয়ে বানানো।’

বিএনপির গণসমাবেশস্থল কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনের মাঠের একপাশে চারজন কাঠমিস্ত্রিকে কাজ করতে দেখা গেছে। তারা ডিজিটাল ব্যানার কাঠের ফ্রেমবন্দি করে টানানোর কাজ করছিলেন। কাঠমিস্ত্রি শহীদ শেখ বলেন, ‘আমরা চারজন ব্যানারগুলো কাঠের ফ্রেমে আটকে দেওয়ার কাজ পেয়েছি। এলাকায় কাজ করলে আমরা দিনে যা আয় করি এখানে থেকে তার চেয়ে বেশি আয় করতে পারছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত