Ajker Patrika

আত্মহত্যা প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১০: ৫৯
আত্মহত্যা প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার

আগৈলঝাড়ায় স্বামীর প্ররোচনায় গত মঙ্গলবার রাতে দুই সন্তানের জননী গলায় ফাঁস দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে অভিযুক্ত স্বামী ফিরোজ সিকদার ওরফে রনিকে মঙ্গলবার রাতেই গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। ফিরোজ সিকদারকে গতকাল বুধবার বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার বারপাইক গ্রামের এনায়েত শাহর মেয়ে মারজানের (২৪) সঙ্গে পাঁচ বছর আগে ঝালকাঠি সদর থানার কিস্তিকাঠী গ্রামের মন্নান সিকদারের ছেলে ফিরোজ সিকদারের (৩২) বিয়ে হয়। তাঁদের আড়াই বছরের এক মেয়ে ও আট মাসের একটি ছেলে রয়েছে। সম্প্রতি মারজান জানতে পারেন, ফিরোজের আগেও একটি বিয়ে হয়েছিল। এটা নিয়ে কথা বললেই স্বামী ফিরোজ মারজানকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। একপর্যায়ে মারজান ২১ নভেম্বর স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে আসেন।

পরিদর্শক (তদন্ত) জানান, গত মঙ্গলবার ফিরোজ শ্বশুর বাড়িতে আসে। রাতেও মারজান ও ফিরোজের মধ্যে তুমুল ঝগড়া হয়। এর জের ধরে গভীর রাতে মারজান ঘরের আড়ার সঙ্গে গলার ওড়না দিয়ে ফাঁস দেন।

খবর পেয়ে পুলিশ রাতেই অভিযুক্ত স্বামী ফিরোজকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় গতকাল বুধবার সকালে মারজানের বাবা এনায়েত শাহ বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন ফিরোজের বিরুদ্ধে।

পুলিশ ওই মামলায় স্বামী ফিরোজকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করেছে। মারজানের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেলেন সেই বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগম

হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ খুনের পেছনে ধর্ষণচেষ্টা: পুলিশ

মেয়ে ধর্ষণের শিকার, মামলার ১০ দিনের মাথায় বাবাকে হত্যা

নারায়ণগঞ্জে যুবককে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা

‘আঁচড় দিলে আর সাড়া দেয় না’, ধর্ষণের শিকার শিশুটির মা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত