ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারার চেষ্টা

সখীপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২১, ০৭: ৪৯
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৮: ০৪

সখীপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে। এ সময় পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ও দুটি সাউন্ড গ্রেনেড ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বহেড়াতৈল ইউপির জামিয়া আশরাফিয়া ডাবাইল গোহাইলবাড়ী মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম ফেরদৌস অভিযোগ করে বলেন, নৌকা প্রতীকের সমর্থকেরা জোর করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারা শুরু করলে পুলিশ গুলি ছুড়ে। এতে সাধারণ ভোটার ও আমার কর্মী-সমর্থকেরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ছাড়া আরও বেশ কয়েকটি কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, দুর্বৃত্তরা জোর করে সিল মারার চেষ্টা করলে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ও দুটি সাউন্ড গ্রেনেড ছুড়ে। এ ঘটনায় ওই কেন্দ্রে প্রায় আধ ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল। তবে এ সময় কেউ আহত হননি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত