হোসেন রায়হান, পঞ্চগড়
আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে পঞ্চগড়ের কৃষকেরা আবাদে সফল হচ্ছেন। এতে চাষাবাদ অনেক সহজ হচ্ছে। অনেক চাষি ফসলের উৎপাদন খরচ কমাতে পুরোনো চাষের উপকরণ ব্যবহার না করে আধুনিক যন্ত্র দিয়ে চাষ করছেন।
কয়েক বছর আগে কৃষকেরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত ছিলেন। কারণ উৎপাদন খরচের চেয়ে বাজারে পণ্যের দাম অনেক কম ছিল। একটি জমিতে আগে যেখানে দুটি ফসল হতো, আধুনিক এই সুবিধায় এখন সেখানে অনেক সময় চার ফসল উৎপাদিত হচ্ছে। বিশেষ করে জমি চাষ ও ফসল মাড়াইয়ের ক্ষেত্রে চাষিরা এখন নির্ভর হয়ে পড়েছেন আধুনিক যন্ত্রের ওপর। ফসল কাটা আর জমিতে বীজ বপন ও রোপা লাগানোর যন্ত্রের ব্যবহারও শুরু হয়েছে ইতিমধ্যে।
কৃষকেরা জানান, গরু দিয়ে চাষাবাদ ও শ্রমিক দিয়ে ফসল কাটা-মাড়াই করতে উৎপাদন খরচ অনেক বেড়ে যায়। তা ছাড়া শ্রমিকের সংকটও থাকে অনেক সময়।
বেশি পারিশ্রমিক দিয়েও শ্রমিক পাওয়া যায় না। এসব কারণে চাষে অনীহা আসে কৃষকদের। অনেক কৃষক জমি বর্গা দিয়ে দেন। কিন্তু কৃষিতে উন্নত দেশের ব্যবহৃত যন্ত্র বাংলাদেশের কৃষকেরা ব্যবহার শুরু করায় ফসলের উৎপাদন খরচ অনেক কমে যাচ্ছে। তাই তাঁরা আবারও আবাদের দিকে ঝুঁকছেন।
কৃষকেরা আরও জানান, কয়েক বছর আগে গরু দিয়ে চাষের বিপরীতে কৃষকেরা পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতেন। এখন পাওয়ার টিলারও প্রায় দেখা যায় না।
কম সময়ে অনেক জমি চাষের জন্য এখন ট্রাক্টর দিয়ে খেত প্রস্তুত করা হচ্ছে। মাত্র ৩০০ টাকায় ১ বিঘা জমি চাষ করে নিতে পারছেন কৃষকেরা। আগে এক বিঘা জমিতে গরু দিয়ে চারবার চাষ দিতে হতো। সঙ্গে জমি সমান করতে দিতে হতো মই। এতে খরচ হতো প্রায় ২ হাজার টাকার মতো।
এদিকে চাকরি না পেয়ে অনেক শিক্ষিত বেকার যুবকও নামছেন কৃষিতে। সাফল্যও এসেছে অনেকের। এরকম একজন পঞ্চগড় সদর উপজেলার বলেয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক। কয়েক বছর থেকে কৃষি প্রযুক্তি ব্যবহার করে ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন তিনি। নিজের জমি চাষ করে ফসল উৎপাদন করে প্রতিবছর খরচ বাদে তিনি আয় করছেন কয়েক লাখ টাকা।
পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, কৃষি বিভাগ সব সময় কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উৎসাহিত করে আসছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে এ ব্যাপারে পরামর্শ দিয়ে আসছেন। সরকার কৃষি যন্ত্রপাতি ক্রয়ে কৃষকদের বিশেষ প্রণোদনা দিয়ে আসছে। এ কারণে কৃষিতে যন্ত্রের ব্যবহার বাড়ছে।
আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে পঞ্চগড়ের কৃষকেরা আবাদে সফল হচ্ছেন। এতে চাষাবাদ অনেক সহজ হচ্ছে। অনেক চাষি ফসলের উৎপাদন খরচ কমাতে পুরোনো চাষের উপকরণ ব্যবহার না করে আধুনিক যন্ত্র দিয়ে চাষ করছেন।
কয়েক বছর আগে কৃষকেরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত ছিলেন। কারণ উৎপাদন খরচের চেয়ে বাজারে পণ্যের দাম অনেক কম ছিল। একটি জমিতে আগে যেখানে দুটি ফসল হতো, আধুনিক এই সুবিধায় এখন সেখানে অনেক সময় চার ফসল উৎপাদিত হচ্ছে। বিশেষ করে জমি চাষ ও ফসল মাড়াইয়ের ক্ষেত্রে চাষিরা এখন নির্ভর হয়ে পড়েছেন আধুনিক যন্ত্রের ওপর। ফসল কাটা আর জমিতে বীজ বপন ও রোপা লাগানোর যন্ত্রের ব্যবহারও শুরু হয়েছে ইতিমধ্যে।
কৃষকেরা জানান, গরু দিয়ে চাষাবাদ ও শ্রমিক দিয়ে ফসল কাটা-মাড়াই করতে উৎপাদন খরচ অনেক বেড়ে যায়। তা ছাড়া শ্রমিকের সংকটও থাকে অনেক সময়।
বেশি পারিশ্রমিক দিয়েও শ্রমিক পাওয়া যায় না। এসব কারণে চাষে অনীহা আসে কৃষকদের। অনেক কৃষক জমি বর্গা দিয়ে দেন। কিন্তু কৃষিতে উন্নত দেশের ব্যবহৃত যন্ত্র বাংলাদেশের কৃষকেরা ব্যবহার শুরু করায় ফসলের উৎপাদন খরচ অনেক কমে যাচ্ছে। তাই তাঁরা আবারও আবাদের দিকে ঝুঁকছেন।
কৃষকেরা আরও জানান, কয়েক বছর আগে গরু দিয়ে চাষের বিপরীতে কৃষকেরা পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতেন। এখন পাওয়ার টিলারও প্রায় দেখা যায় না।
কম সময়ে অনেক জমি চাষের জন্য এখন ট্রাক্টর দিয়ে খেত প্রস্তুত করা হচ্ছে। মাত্র ৩০০ টাকায় ১ বিঘা জমি চাষ করে নিতে পারছেন কৃষকেরা। আগে এক বিঘা জমিতে গরু দিয়ে চারবার চাষ দিতে হতো। সঙ্গে জমি সমান করতে দিতে হতো মই। এতে খরচ হতো প্রায় ২ হাজার টাকার মতো।
এদিকে চাকরি না পেয়ে অনেক শিক্ষিত বেকার যুবকও নামছেন কৃষিতে। সাফল্যও এসেছে অনেকের। এরকম একজন পঞ্চগড় সদর উপজেলার বলেয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক। কয়েক বছর থেকে কৃষি প্রযুক্তি ব্যবহার করে ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন তিনি। নিজের জমি চাষ করে ফসল উৎপাদন করে প্রতিবছর খরচ বাদে তিনি আয় করছেন কয়েক লাখ টাকা।
পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, কৃষি বিভাগ সব সময় কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উৎসাহিত করে আসছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে এ ব্যাপারে পরামর্শ দিয়ে আসছেন। সরকার কৃষি যন্ত্রপাতি ক্রয়ে কৃষকদের বিশেষ প্রণোদনা দিয়ে আসছে। এ কারণে কৃষিতে যন্ত্রের ব্যবহার বাড়ছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে