একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২১, ০৮: ০০
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১১: ৩২

পাবনায় হেনা খাতুন নামের এক বিধবা নারীকে হত্যা মামলায় আসামি রফিকুল ইসলাম রহিমকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। হত্যায় সহযোগিতা করার অভিযোগে নুরুল ইসলাম নামের অপর আসামিকে আদালত যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

এ সময় উভয় আসামিকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। গতকাল সোমবার সকালে পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারেক এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দেওয়ান মজনুল হক জানান, ২০১৫ সালের ১৮ আগস্ট সদর উপজেলার বলরামপুরে পদ্মা নদী থেকে বিধবা নারী হেনা বেগমের (২৫) লাশ উদ্ধার করে পুলিশ। পরে হেনা বেগমের মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে হত্যাকাণ্ডে জড়িত রফিকুল ও রহিমকে আটক করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, রিকশাচালক রফিকুল হেনা বেগমের সরলতার সুযোগ নিয়ে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। হেনা বেগম তাঁকে বিয়ের জন্য চাপ দিলে তাতে অস্বীকৃতি জানান রফিকুল। একপর্যায়ে কৌশলে পদ্মা নদীপাড়ে বেড়ানোর কথা বলে ডেকে নিয়ে নুরুলের সহযোগিতায় হত্যা করে তাঁকে। এরপর লাশটি নদীতে ফেলে চলে যান তাঁরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত