‘উন্নয়নে যোগাযোগের গুরুত্ব অপরিসীম’

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২১, ০৫: ৫৯
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৪: ৩১

সার্বিক উন্নয়নের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি বলেছেন, সড়ক যোগাযোগে সেতু বিশেষ অবদান রাখে। গতকাল শুক্রবার সকালে বান্দরবান-রোয়াংছড়ি সড়কের হানসামা ক্রাক্ষংপাড়ায় নোয়াপতং খালের ওপর পাকা সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বীর বাহাদুর বলেন, বান্দরবান-রোয়াংছড়ি সড়কের নোয়াপতং খালের ওপর বেইলি সেতুর পরিবর্তে পাকা (আরসিসি) সেতু নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে। বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আন্তরিক। এই পাকা সেতু নির্মাণকাজের শুরু তারই উজ্জ্বল দৃষ্টান্ত।

সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন উপলক্ষে সেতুর পাশেই ক্রাক্ষ্যংপাড়ায় এক আলোচনা সভা আয়োজন করে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগ। নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শেখ ছাদেক, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কুদ্দুছ ফরাজী, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ও রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফোরকান এলাহী অনুপম।

বান্দরবান সওজ নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দিন চৌধুরী জানান, বান্দরবানে সড়ক বিভাগের তত্ত্বাবধানে ১২টি বেইলি সেতুর স্থানে পাকা সেতু নির্মাণ করা হবে। ইতিমধ্যে দুটি পাকা সেতু নির্মাণ হয়েছে। পরবর্তীতে অন্য সেতুগুলোও পাকাকরণ করা হবে।

উপসহকারী প্রকৌশলী শরীফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, বান্দরবান সওজের তত্ত্বাবধানে ৯ কোটি ৪৫ লাখ টাকা টাকা ব্যয়ে নোয়াপতং খালের ওপর ৫০ দশমিক ১২ মিটার দীর্ঘ পাকা সেতুটি নির্মিত হচ্ছে। দীর্ঘদিন সেখানে ইস্পাতে তৈরি বেইলি সেতু ছিল। অনেক আগে নির্মিত বেইলি সেতুগুলো ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কারণে সেগুলো বাতিল করে পাকা সেতু নির্মাণ শুরু হচ্ছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত