সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
পাঠদান বন্ধ করে কক্ষ থেকে কোমলমতি শিশুদের বের করে প্রত্যেককে ছাতা উপহার দিয়ে তাদের মাধ্যমে মা-বাবার কাছে ভোট চাইলেন প্রার্থী। গতকাল সোমবার সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ২৮ নম্বর লক্ষ্মীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইউসুফ দেওয়ান এ প্রচার চালান।
সরেজমিন দেখা যায়, ইউসুফ দেওয়ান তাঁর সমর্থকদের নিয়ে গতকাল সোমবার তাঁর ছবিসংবলিত ছাতা নিয়ে বেলা ১১টায় স্থানীয় ওই বিদ্যালয়ে উপস্থিত হন। এ সময় শিশুরা নিজ নিজ শ্রেণিকক্ষে পাঠদানে ব্যস্ত ছিল। পরে ইউসুফ দেওয়ানের নির্দেশে শিক্ষকেরা শিশুদের পাঠদান বন্ধ করে বিদ্যালয়ের মাঠে একত্র করেন। শিশুরা একত্র হওয়ার পর চেয়ারম্যান প্রার্থী ও তাঁর সমর্থকেরা চেয়ারম্যানের পাঁচ বছরের উন্নয়নের চিত্রের বিবরণ তুলে ধরে বক্তব্য দিয়ে শিশুদের মাধ্যমে তাদের মা-বাবার কাছে ভোট চান। প্রত্যেক শিশুর হাতে একটি করে ইউসুফ দেওয়ানের ছবিসংবলিত ছাতা উপহার দেন। এ সময় প্রায় দুই ঘণ্টা পাঠদান বন্ধ থাকে।
এ বিষয়ে লক্ষ্মীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল হক বলেন, চেয়ারম্যান সাহেব হঠাৎ করে বিদ্যালয়ে ছাতা উপহার নিয়ে উপস্থিত হয়ে শিশুদের সামনে বক্তব্য দেন। এ সময় পাঠদান অল্প সময়ের জন্য বন্ধ থাকে।
খোঁজ নিয়ে জানা যায়, ইউসুফ দেওয়ান যে ছাতা উপহার দিয়েছেন তা সরকারি অর্থে কেনা। লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) প্রকল্পের অধীন গত ছয় মাস আগে ওই ইউনিয়নে যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল, সেই অর্থ দিয়ে ছাতাগুলো কেনা হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের এলজিএসপি-৩ প্রজেক্টের উপপরিচালক ফাতেমা তুল জান্নাত বলেন, সরকারি অর্থে নির্বাচনকালীন এভাবে ছাতা উপহার দেওয়া ঠিক হয়নি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আচরণবিধি লঙ্ঘনের এ ঘটনার তদন্ত করে সত্যতা পেয়ে নোয়াগাঁও ইউপির চেয়ারম্যান প্রার্থী ইউসুফ দেওয়ানের কাছে ব্যাখ্যা চেয়ে গতকাল সোমবার চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার। তিন কার্যদিবসের মধ্যে চিঠির ব্যাখ্যার জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী ইউসুফ দেওয়ান বলেন, ‘আমি শিশুদের ভালোবেসে ছাতাগুলো উপহার দিয়েছি। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়নি।’
রিটার্নিং কর্মকর্তা জেসমীন আক্তার বলেন, চেয়ারম্যান প্রার্থী ইউসুফ দেওয়ান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন—এ অভিযোগ পেয়ে তাঁর ব্যাখ্যা চাওয়া হয়েছে। ব্যাখ্যার জবাব পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পাঠদান বন্ধ করে কক্ষ থেকে কোমলমতি শিশুদের বের করে প্রত্যেককে ছাতা উপহার দিয়ে তাদের মাধ্যমে মা-বাবার কাছে ভোট চাইলেন প্রার্থী। গতকাল সোমবার সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ২৮ নম্বর লক্ষ্মীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইউসুফ দেওয়ান এ প্রচার চালান।
সরেজমিন দেখা যায়, ইউসুফ দেওয়ান তাঁর সমর্থকদের নিয়ে গতকাল সোমবার তাঁর ছবিসংবলিত ছাতা নিয়ে বেলা ১১টায় স্থানীয় ওই বিদ্যালয়ে উপস্থিত হন। এ সময় শিশুরা নিজ নিজ শ্রেণিকক্ষে পাঠদানে ব্যস্ত ছিল। পরে ইউসুফ দেওয়ানের নির্দেশে শিক্ষকেরা শিশুদের পাঠদান বন্ধ করে বিদ্যালয়ের মাঠে একত্র করেন। শিশুরা একত্র হওয়ার পর চেয়ারম্যান প্রার্থী ও তাঁর সমর্থকেরা চেয়ারম্যানের পাঁচ বছরের উন্নয়নের চিত্রের বিবরণ তুলে ধরে বক্তব্য দিয়ে শিশুদের মাধ্যমে তাদের মা-বাবার কাছে ভোট চান। প্রত্যেক শিশুর হাতে একটি করে ইউসুফ দেওয়ানের ছবিসংবলিত ছাতা উপহার দেন। এ সময় প্রায় দুই ঘণ্টা পাঠদান বন্ধ থাকে।
এ বিষয়ে লক্ষ্মীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল হক বলেন, চেয়ারম্যান সাহেব হঠাৎ করে বিদ্যালয়ে ছাতা উপহার নিয়ে উপস্থিত হয়ে শিশুদের সামনে বক্তব্য দেন। এ সময় পাঠদান অল্প সময়ের জন্য বন্ধ থাকে।
খোঁজ নিয়ে জানা যায়, ইউসুফ দেওয়ান যে ছাতা উপহার দিয়েছেন তা সরকারি অর্থে কেনা। লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) প্রকল্পের অধীন গত ছয় মাস আগে ওই ইউনিয়নে যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল, সেই অর্থ দিয়ে ছাতাগুলো কেনা হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের এলজিএসপি-৩ প্রজেক্টের উপপরিচালক ফাতেমা তুল জান্নাত বলেন, সরকারি অর্থে নির্বাচনকালীন এভাবে ছাতা উপহার দেওয়া ঠিক হয়নি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আচরণবিধি লঙ্ঘনের এ ঘটনার তদন্ত করে সত্যতা পেয়ে নোয়াগাঁও ইউপির চেয়ারম্যান প্রার্থী ইউসুফ দেওয়ানের কাছে ব্যাখ্যা চেয়ে গতকাল সোমবার চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার। তিন কার্যদিবসের মধ্যে চিঠির ব্যাখ্যার জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী ইউসুফ দেওয়ান বলেন, ‘আমি শিশুদের ভালোবেসে ছাতাগুলো উপহার দিয়েছি। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়নি।’
রিটার্নিং কর্মকর্তা জেসমীন আক্তার বলেন, চেয়ারম্যান প্রার্থী ইউসুফ দেওয়ান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন—এ অভিযোগ পেয়ে তাঁর ব্যাখ্যা চাওয়া হয়েছে। ব্যাখ্যার জবাব পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৯ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে