গঙ্গাচড়া প্রতিনিধি
গঙ্গাচড়ার বেতগাড়ীতে অটোরিকশার চালকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে সূত্রে জানা গেছে, বেতগাড়ী বাজারে ব্যাটারিচালিত ইজিবাইক স্ট্যান্ডে চাঁন মিয়া, সুমন শাহ, আশরাফুল ইসলাম ভেলু, কালা মিয়া, আমজাদ হোসেনসহ বেশ কয়েকজন নিয়ম বহির্ভূতভাবে জোরপূর্বক টোল আদায় করে আসছেন। চালকেরা এর প্রতিবাদ করলে তাঁদের প্রাণনাশসহ নানা রকম হুমকি-ধমকি দেওয়া হয়।
স্ট্যান্ডে যাত্রী নেওয়ার সময় ৯ জানুয়ারি বেতগাড়ী শাহপাড়া এলাকার সাফায়াত আলীর কাছে টোল দাবি করা হয়। তিনি প্রতিবাদ করলে তাঁকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয় বলে একাধিক অটোচালক জানিয়েছেন।
চালক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমরা গরিব মানুষ, অটো চালিয়ে সংসার চালাই। প্রতিদিন বেতগাড়ী বাজারে অটোস্ট্যান্ডে এসে আমজাদ ও ওয়াপি আমাদের কাছে চাঁদা চায়। চাঁদা দিতে অস্বীকার করলে মারধর করে।’
আরেক অটোচালক জাকির হোসেন বলেন, ‘আমি ভাড়ায় অটো চালাই। ভাড়া দিতে হয় দিনে ৪০০ টাকা। বেতগাড়ী সড়কে যতবার গাড়ি চালাই, ততবার এদের টাকা দিতে হয়। এখন বলেন, আমি অটো ভাড়ার টাকা দিব না কি এদের চাঁদার টাকা দিব?’
চাঁদার অত্যাচারে গাড়ি নিয়ে রাস্তায় চলাচল করা যায় না বলে মন্তব্য করেন চালক সেরাজুল ইসলাম। তিনি বলেন, ‘এরা আমাদের কাছ থেকে টাকা নেয় আর নেশা করে।’
এ বিষয়ে জানতে চাইলে বেতগাড়ী বাজার মোটর শ্রমিক শাখার সদস্য আমজাদ বলেন, ‘আমাদের লিডার রংপুর জেলা শাখা মোটর শ্রমিকের সেক্রেটারি এম এ মজিদ ভাইয়ের পারমিশনে আমরা এখানে টোল আদায় করি। নাইট কোচ থেকে ৫০ টাকা ও অটো থেকে ১০ টাকা করে টোল আদায় করা হয়।’
টাকা সংগঠনের উন্নয়নের কাজে ব্যবহার করা হয় বলে দাবি করেন বেতগাড়ি বাজার মোটর শ্রমিক শাখার কোষাধ্যক্ষ মাসুদ রানা।
থানায় অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সংগঠনের জয়েন্ট সেক্রেটারি আশরাফুল বলেন, ‘অটো মালিকেরা থানায় অভিযোগ করেছিল। অভিযোগ প্রত্যাহার করতে বলেছি। থানায় কোনো প্রকার অভিযোগ করলে ওদের মেরে ফেলব।’
টোল আদায়ের ব্যাপারে আশরাফুল বলেন, ‘টোলের জন্য কোনো প্রকার রসিদ দেওয়া হয় না। এখানে যে কয় টাকা আদায় হয় তা আমাদের সদস্যদের মাঝে ভাগাভাগি করে নেওয়া হয়।’
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গঙ্গাচড়ার বেতগাড়ীতে অটোরিকশার চালকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে সূত্রে জানা গেছে, বেতগাড়ী বাজারে ব্যাটারিচালিত ইজিবাইক স্ট্যান্ডে চাঁন মিয়া, সুমন শাহ, আশরাফুল ইসলাম ভেলু, কালা মিয়া, আমজাদ হোসেনসহ বেশ কয়েকজন নিয়ম বহির্ভূতভাবে জোরপূর্বক টোল আদায় করে আসছেন। চালকেরা এর প্রতিবাদ করলে তাঁদের প্রাণনাশসহ নানা রকম হুমকি-ধমকি দেওয়া হয়।
স্ট্যান্ডে যাত্রী নেওয়ার সময় ৯ জানুয়ারি বেতগাড়ী শাহপাড়া এলাকার সাফায়াত আলীর কাছে টোল দাবি করা হয়। তিনি প্রতিবাদ করলে তাঁকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয় বলে একাধিক অটোচালক জানিয়েছেন।
চালক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমরা গরিব মানুষ, অটো চালিয়ে সংসার চালাই। প্রতিদিন বেতগাড়ী বাজারে অটোস্ট্যান্ডে এসে আমজাদ ও ওয়াপি আমাদের কাছে চাঁদা চায়। চাঁদা দিতে অস্বীকার করলে মারধর করে।’
আরেক অটোচালক জাকির হোসেন বলেন, ‘আমি ভাড়ায় অটো চালাই। ভাড়া দিতে হয় দিনে ৪০০ টাকা। বেতগাড়ী সড়কে যতবার গাড়ি চালাই, ততবার এদের টাকা দিতে হয়। এখন বলেন, আমি অটো ভাড়ার টাকা দিব না কি এদের চাঁদার টাকা দিব?’
চাঁদার অত্যাচারে গাড়ি নিয়ে রাস্তায় চলাচল করা যায় না বলে মন্তব্য করেন চালক সেরাজুল ইসলাম। তিনি বলেন, ‘এরা আমাদের কাছ থেকে টাকা নেয় আর নেশা করে।’
এ বিষয়ে জানতে চাইলে বেতগাড়ী বাজার মোটর শ্রমিক শাখার সদস্য আমজাদ বলেন, ‘আমাদের লিডার রংপুর জেলা শাখা মোটর শ্রমিকের সেক্রেটারি এম এ মজিদ ভাইয়ের পারমিশনে আমরা এখানে টোল আদায় করি। নাইট কোচ থেকে ৫০ টাকা ও অটো থেকে ১০ টাকা করে টোল আদায় করা হয়।’
টাকা সংগঠনের উন্নয়নের কাজে ব্যবহার করা হয় বলে দাবি করেন বেতগাড়ি বাজার মোটর শ্রমিক শাখার কোষাধ্যক্ষ মাসুদ রানা।
থানায় অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সংগঠনের জয়েন্ট সেক্রেটারি আশরাফুল বলেন, ‘অটো মালিকেরা থানায় অভিযোগ করেছিল। অভিযোগ প্রত্যাহার করতে বলেছি। থানায় কোনো প্রকার অভিযোগ করলে ওদের মেরে ফেলব।’
টোল আদায়ের ব্যাপারে আশরাফুল বলেন, ‘টোলের জন্য কোনো প্রকার রসিদ দেওয়া হয় না। এখানে যে কয় টাকা আদায় হয় তা আমাদের সদস্যদের মাঝে ভাগাভাগি করে নেওয়া হয়।’
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে